![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফ্রিল্যান্সার।। ইদানীং ইতিহাস-ঐতিহ্য নিয়ে জানতে ও পড়াশোনা করতে বেশ ভাল লাগছে।
পাহাড়ের পথ আমাকে বারবার টানে। হয়তো কারণ পাহাড়ের কোলে লুকিয়ে থাকে এমন সব গল্প, যেগুলো শহরের কোলাহলে পাওয়া যায় না। সেই টানেই আমি গিয়েছিলাম বান্দরবানের লামায়—মিরিঞ্জা ভ্যালীর গভীরে, যেখানে আদিবাসী টিপরা জনগোষ্ঠীর মানুষজন বসবাস করে।
কিন্তু এই গ্রামের শুরুতেই যে জিনিসটা আমাকে থমকে দিল, সেটা ছিল একটা সাইনবোর্ড—“প্রবেশ নিষেধ”। প্রথমে ভেবেছিলাম, হয়তো ঢুকতে দেওয়া হবে না। কিন্তু কৌতূহল আমাকে থামাতে পারলো না। সেই কৌতহল আমাকে একটা উপায় করে দিয়েছে টিপরা পাড়ায় যেতে।
আমাকে যেতে হয়েছিলো সরু পাহাড়ি ট্রেইল দিয়ে, যেখানে প্রতিটি পা রাখার আগে দেখতে হচ্ছিল—পিছলে যাচ্ছি কি না। কিন্তু পথ যত কঠিন, তার গন্তব্য ততটাই মুগ্ধ করেছে আমাকে।
আমার সেই আদিবাসী টিপরা পাড়া ভ্রমণের গল্প তুলে ধরেছি আমার নতুন ভিডিওতে। নিচে দিয়ে দিচ্ছি ভিডিওটি। দেখে নিতে পারেন চাইলে।
১৪ ই জুলাই, ২০২৫ রাত ৯:৪৭
কামরুল ইসলাম মান্না বলেছেন: হ্যাঁ গিয়েছিলাম। এবং সেই সকল অভিজ্ঞতা শেয়ার করেছি আমার ভিডিওতে। দেখার আমন্ত্রণ রইলো।
২| ১৫ ই জুলাই, ২০২৫ দুপুর ১:১৮
রাজীব নুর বলেছেন: এরপর আমাকে সাথে করে নিয়ে যাবেন।
পাহাড় এবং সমুদ্র আমার বিশেষ পছন্দ।
২১ শে জুলাই, ২০২৫ সন্ধ্যা ৭:৫৪
কামরুল ইসলাম মান্না বলেছেন: ইনশাআল্লাহ
©somewhere in net ltd.
১|
১৪ ই জুলাই, ২০২৫ রাত ৯:৩৪
এইচ এন নার্গিস বলেছেন: তারপর তারপরে কি ঘটনা কি হল ? যেতে পেরেছেন কি ?