নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কামরুল ইসলাম মান্না

কামরুল ইসলাম মান্না

ফ্রিল্যান্সার।। ইদানীং ইতিহাস-ঐতিহ্য নিয়ে জানতে ও পড়াশোনা করতে বেশ ভাল লাগছে।

কামরুল ইসলাম মান্না › বিস্তারিত পোস্টঃ

কক্সবাজারের দুই রূপ: একটিই সমুদ্র, ভিন্ন দুটি অভিজ্ঞতা

২১ শে জুলাই, ২০২৫ রাত ৮:০৭



[মাইলস্টোন স্কুলের ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। আমার ভিডিওর সময় পূর্বনির্ধারিত না থাকলে আজকে এই বিষয়ে হয়ত লিখতাম না আমি। মহান স্রষ্টা ভুক্তভোগী পরিবারগুলোকে শোক সইবার ক্ষমতা দিন। আহতদের দ্রুত সুস্থতা দান করুন।। ]

আমরা যখন সমুদ্র দেখতে যাই, তখন আসলে শুধু ঢেউ দেখি না—দেখি আমাদের নিজের প্রতিচ্ছবিও। কক্সবাজারে গিয়েছিলাম বহুবার। কখনো কম টাকায় হোটেল বুক করে সৈকতের কোলাহলে গা ভাসিয়ে দিয়েছি, আবার কখনো একটু রিল্যাক্সের খোঁজে নির্জন ইনানীর পথে হেঁটেছি।

দুই অভিজ্ঞতার মধ্যে আকাশ-পাতাল পার্থক্য।
কিন্তু প্রশ্ন একটাই—কোনটা ছিল আসল "কমফোর্ট"?

এই ট্রিপে আমি ইচ্ছে করেই দু’টি বিপরীত অভিজ্ঞতা একসাথে নেওয়ার চেষ্টা করেছি। একদিকে সস্তা হোটেলের ছোট্ট ঘর, সারাদিন মানুষের ভিড়ে হাঁটাহাঁটি; অন্যদিকে বিলাসবহুল রিসোর্টের ঝকঝকে পরিবেশ, ইনানীর নির্জন সৈকত, ক্যান্ডেল লাইট ডিনারের গভীরতা।

দুটি অভিজ্ঞতা পাশাপাশি রাখলে বোঝা যায়—ভ্রমণ কেবল টাকার খেলা নয়। অনেক সময় স্মৃতির ওজন হয় হালকা হাওয়ার মতো; চোখ বন্ধ করলেই অনুভব করা যায়।

এই অভিজ্ঞতাগুলো আমি ভিডিও আকারে তুলে ধরেছি—একটু সিনেম্যাটিক ভঙ্গিতে, যেন দৃশ্যের মধ্য দিয়ে অনুভূতির রেশ ছড়িয়ে পড়ে।

যদি আপনি কখনো কক্সবাজার গিয়েও এই দুই ধরনের রূপ একসাথে দেখেননি, তাহলে আমার এই ভিডিওটা আপনার জন্য হতে পারে এক নতুন জানালা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.