নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইং ১৯৬২ সনের ১১ই সেপ্টেম্বর মুর্শিদাবাদ জেলার মরাদিঘী গ্রামে জন্ম গ্রহণ করি। মাধ্যমিক পাশ করে সংসার জীবনে জড়িয়ে পড়ি। কর্মরত ব্যস্ততম জীবনের অবসর সময়ে ২০১৪ সালের শেষের দিকে মানব সমাজ ও প্রকৃতির হাত ধিরে লিখতে থাকি গল্প ও কবিতা।

আব্দুল মান্নান মল্লিক

abdul mannan mollick

আব্দুল মান্নান মল্লিক › বিস্তারিত পোস্টঃ

সন্ধ্যামণি

০৭ ই মে, ২০১৫ সকাল ৯:৫৮

স্বরোচিত কবিতা

সন্ধ্যামণি

সন্ধ্যামণি, সন্ধ্যামণি তোমায় দেখবো বলে
দেখা মোরে নাহি দাও ফোট সন্ধ্যা হলে
দিবালোকে থাক বন্ধ কি অপরাধ তোমার
নিশি কালে খোল অক্ষি হেতু বড় মজার
নিজ মনে ভাব কেন? নিশি মোর আপন
অলি আবরু করে চুরি তাই কর গোপন?
নাহি লাগে জোনাকিদের দিবালোকে ভাল
তাই শুধু রাত্রি হলে দেয় মোরে আলো
জোনাকিদের কথা তুমি কেন যাও ভুলে
নিজ রূপে সুখী থাক সন্ধ্যামণি কূলে?
একা বসে থাক শুধু নিশি ভোগ করে
বৃথা রূপে কর বড়াই যত প্রাণ ভরে
না দেখে তোমারে কেউ নিশি জাগরণে
মূল্যহীন রূপ তোমার সৃষ্টি অকারণে
নিশিকাল শেষে তুমি বৃন্ত ছিন্ন হবে
না লইব হাতে তুলে দূরে পড়ে রবে
নিজ বলতে নিশি তোমার দিবা কেউ নয়?
অভিশাপ দিয়ে গেলাম যেন নাশ হয়!

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৫ ই মে, ২০১৫ রাত ১০:১৩

আব্দুল মান্নান মল্লিক বলেছেন: এত সুন্দর ফুল যদি দিনের আলোতে দেখতে পেতাম তাহলে কতো ভালোই না হত! এই ফুলটি ফুটার পরে আমরা অল্প কিছুক্ষণ দেখার পরেই অন্ধকার নেমে আসে। রাতের ঘুম ভাঙতেই দেখি গাছের নীচে ঝরে পড়ে আছে। তাই কবিতাটি সন্ধ্যামণি ফুলের উপর অভিমান করে লিখেছি।
ভাল লাগলে জানাবেন। ভাল থাকবেন ও সঙ্গে থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.