নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইং ১৯৬২ সনের ১১ই সেপ্টেম্বর মুর্শিদাবাদ জেলার মরাদিঘী গ্রামে জন্ম গ্রহণ করি। মাধ্যমিক পাশ করে সংসার জীবনে জড়িয়ে পড়ি। কর্মরত ব্যস্ততম জীবনের অবসর সময়ে ২০১৪ সালের শেষের দিকে মানব সমাজ ও প্রকৃতির হাত ধিরে লিখতে থাকি গল্প ও কবিতা।

আব্দুল মান্নান মল্লিক

abdul mannan mollick

আব্দুল মান্নান মল্লিক › বিস্তারিত পোস্টঃ

দুর্যোগ

২৯ শে মে, ২০১৫ বিকাল ৪:৪০

স্বরচিত কবিতা

দুর্যোগ

রণ-সাজে সাজলো গগন সূর্য গেলো ঢাকি
নিগ্রো মেঘের আড়াল হতে বিদ্যুৎ মারে উঁকি
রক্তে রাঙা আকাশ ভাবি খেলছে রঙের হোলি
মেঘের গর্জন ঝড়ের তান্ডব চলছে সেথা কলি
তান্ডব লীলাই মাতাল গগন ধরণী হলো অন্ধ
মাঠের মানুষ দাঁড়িয়ে পড়ে করলো কেতন বন্ধ
মেঘের গর্জন শুনে সবে ফিরছে নিজের ঘর
কেউ ছুটতে খাচ্ছে হোঁচট পড়ছে কারো উপর
পালের গরু ভয়েতে সব হারিয়ে ফেলে পথ
দিশা হারিয়ে ছুটছে যেন আকাশ পথের রথ
গোঁ-গোঁড়ামী ঝড়ের তান্ডব বৃষ্টির সঙ্গে শিল
শিল নয়তো হবে হয়তো টুকরো পাথর ঢিল
দুর্যোগের এই দুর্দিনে আজ কে কাহারে দেখে
মাঠের রাখাল ছুটে পালায় ঘাসের বোঝা রেখে
বিদীর্ণ বক্ষে লোহিত রঙে রঙিন হলো নভ
নেইতো শান্ত চলছে অনন্ত দূর্যোগ এক অভ
বিরাম মাঝে গর্জে ওঠে কড়-কড়, কড়-কড়
গগণ ফাটিয়ে ছুটছে আগুন ভূ-পৃষ্ঠের পর
অগ্নি ছুটে পড়লো এসে তাল গাছটির মাথায়
দপাং করে জ্বলে উঠলো গাছের কাঁচা পাতায়
অগ্নি বারুদ কোথা আছে নেইকো কারো জানা
আঘাত সদা ছলছে হেথা শোনেনা কারো মানা

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৯ শে মে, ২০১৫ বিকাল ৫:০৭

বাড্ডা ঢাকা বলেছেন: দারুন ফাটাফাটি লেখছেন ।

২| ০১ লা জুন, ২০১৫ রাত ১২:৩০

আব্দুল মান্নান মল্লিক বলেছেন: ধন্যবাদ কবি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.