নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইং ১৯৬২ সনের ১১ই সেপ্টেম্বর মুর্শিদাবাদ জেলার মরাদিঘী গ্রামে জন্ম গ্রহণ করি। মাধ্যমিক পাশ করে সংসার জীবনে জড়িয়ে পড়ি। কর্মরত ব্যস্ততম জীবনের অবসর সময়ে ২০১৪ সালের শেষের দিকে মানব সমাজ ও প্রকৃতির হাত ধিরে লিখতে থাকি গল্প ও কবিতা।

আব্দুল মান্নান মল্লিক

abdul mannan mollick

আব্দুল মান্নান মল্লিক › বিস্তারিত পোস্টঃ

কবিগুরুর স্মরণে

২০ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:৩৬

কবিগুরুর স্মরণে
আব্দুল মান্নান মল্লিক
আজকে বুঝি খুজে পাবো,
আঁধার পথের আলো।
তোমার মাঝে হারিয়ে যাবো,
ঘুচিয়ে আঁধার কালো।
এসেছি আজ মঞ্চে তোমার,
আমরা অতি নগণ্য।
প্রস্তর মাঝে দেখি যতবার,
নিজেকে ভাবি ধন্য।
তুমি মোদের শিরায় শিরায়,
গদ্য প্রবন্ধে ছন্দে।
কবিগুরু আমাদের সহায়,
থেকো গো সানন্দে।
নয়ন তুলে চেয়ে একবার
দেখো মোদের পানে।
ভরিয়ে দিবো মঞ্চ এবার
তোমার কবিতা গানে।
প্রস্তর হয়ে থেকো না কবি,
খোলো অক্ষি এবারে।
ভরিয়ে দিলাম পুষ্প-সুরভি,
তোমার মঞ্চ দরবারে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.