নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইং ১৯৬২ সনের ১১ই সেপ্টেম্বর মুর্শিদাবাদ জেলার মরাদিঘী গ্রামে জন্ম গ্রহণ করি। মাধ্যমিক পাশ করে সংসার জীবনে জড়িয়ে পড়ি। কর্মরত ব্যস্ততম জীবনের অবসর সময়ে ২০১৪ সালের শেষের দিকে মানব সমাজ ও প্রকৃতির হাত ধিরে লিখতে থাকি গল্প ও কবিতা।

আব্দুল মান্নান মল্লিক

abdul mannan mollick

আব্দুল মান্নান মল্লিক › বিস্তারিত পোস্টঃ

লোভের আশা, পাপই সহায়

১২ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৩১

লোভের আশায়,
পাপই সহায়।

আব্দুল মান্নান মল্লিক

লোভ যেদিন চারিপাশে ঘিরে ধরে, সেদিন সবাই পর হয়ে যায়, থাকে শুধু প্রিয় জন বলতে একমাত্র পাপ। যতোই তুমি পাপকে এড়িয়ে চলতে মৃত্যু চাও, পাপ ততই বিকট হবে। তোমার মৃত্যুর পথ অবরোধ করে তোমাকে কুরে-কুরে খাবে।
ক্ষমতার অধিকার পেয়ে, ক্ষমতাকে অবৈধ কাজে ব্যবহার করে, টাকার পাহাড় গড়ে তুলেছ তাইনা? আসলেই সেটা, তোমার অজান্তে পাপের পাহাড়!
ঐ পাপের পাহাড় চাপা পড়ে ছটফট করতে থাকবে তোমার পরবর্তী প্রজন্ম, অর্থাৎ তোমার সন্তানেরা। তোমার পাপের প্রায়শ্চিত্ত তাদেরকেই করতে হবে, যাদেরকে তুমি প্রাণের চেয়েও বেশী ভালোবাসতে।
ভেবে দেখেছ? সেদিন হয়তো থাকবেনা তুমি!

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৪

জগতারন বলেছেন:
ব্লগার আব্দুল মান্নান মল্লিক আর একটু বিস্তারিত লিখিতে পারিতেন।

২| ১২ ই অক্টোবর, ২০১৯ রাত ৯:০৭

রাজীব নুর বলেছেন: দুষ্টলোকেরা বলে পৃথিবীর আসল মজাই পাপে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.