নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইং ১৯৬২ সনের ১১ই সেপ্টেম্বর মুর্শিদাবাদ জেলার মরাদিঘী গ্রামে জন্ম গ্রহণ করি। মাধ্যমিক পাশ করে সংসার জীবনে জড়িয়ে পড়ি। কর্মরত ব্যস্ততম জীবনের অবসর সময়ে ২০১৪ সালের শেষের দিকে মানব সমাজ ও প্রকৃতির হাত ধিরে লিখতে থাকি গল্প ও কবিতা।

আব্দুল মান্নান মল্লিক

abdul mannan mollick

আব্দুল মান্নান মল্লিক › বিস্তারিত পোস্টঃ

শহীদ স্মরণে

০৭ ই জুন, ২০২২ রাত ৮:৪৬

শহীদ স্মরণে

আব্দুল মান্নান মল্লিক

রক্ত দাও রক্ত দাও ফিরিয়ে দাও সেই দিন,
সুদ আসলে মিটিয়ে দাও মহান শহীদের ঋণ।
মায়ের বক্ষে মাথা রেখে ঘুমিয়ে আছে ওই,
উঠবে জেগে বক্ষ ছেড়ে হবেই মোদের জয়।
কতশত ঘুমিয়ে আত্মা ধুলিতে আছে মিশে,
জয় সংগীত গাইছে তারা প্রছন্নে চারপাশে ।
ভয় নাই ওরে ভয় নাই আছি তোদের সাথে,
বজ্রমুঠে ধরিস এবার শানিত তরবার হাতে।
করব শপথ গড়ব আবার মহান ভারত দেশ,
বিরোধের আজ হোক অবসান নব উন্মেষ।
আগামী দিনে গাইবে সবে স্বাধীনতার গান
মাতৃভূমির যোগ্য সন্তান শহীদ মায়ের প্রাণ।
রক্ত মেখে দেশ গড়তে সহে গেছে অপমান,
জয়ের গান গাইব মোরা শহীদদের অবদান।
হতভম্বে দেখবে জগৎ দূরের আকাশ পানে,
জয়ের নিশান উড়বে দেশে স্বাধীনতার দিনে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুন, ২০২২ রাত ৯:৩৫

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

২| ০৭ ই জুন, ২০২২ রাত ১১:১৩

ভার্চুয়াল তাসনিম বলেছেন: মহান ভারত দেশ বলতে!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.