নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যুদ্ধাপরাধীদের বিচার চাই!!

এই আমি খুব খারাপ !

মানবীরকস

"বরং দ্বিমত হও, আস্থা রাখ দ্বিতীয় বিদ্যায়। বরং বিক্ষত হও প্রশ্নের পাথরে। বরং বুদ্ধির নখে শান দাও, প্রতিবাদ করো। অন্তত আর যাই করো, সমস্ত কথায় অনায়াসে সম্মতি দিয়ো না। কেননা সমস্ত কথা যারা অনায়াসে মেনে নেয়, তারা আর কিছুই করে না, তারা আত্মবিনাশের পথ পরিষ্কার করে" - নীরেন্দ্রনাথ চক্রবর্তী

মানবীরকস › বিস্তারিত পোস্টঃ

আমার কিছু কথা ।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৩

জামাত-শিবির ভেবেছিল আন্দোলন শিথিল হয়ে আসছে ,এক সময় তা স্তব্ধ হয়ে যাবে । কিন্তু রাজীব হায়দারের হত্যার মধ্য দিয়ে তারা তাদের নিজেদের সর্বনাশ ডেকে এনেছে অনেক তারাতারি ।

এখন আমাদের শুধু একটা জিনিসই দরকার সঠিক নেতৃত্ব । এতগুলো জনতা আপনাদের পাশে আছি । আপনারা কোন সিদ্ধান্ত নেওয়ার আগে ১০০ বার ভাবুন ।



থাবা বাবা (রাজীব হায়দার)হত্যার পর অনেকে বলছেন তাকে আরো কঠোর ভাবে মারা উচিৎ ছিল ! অনেকে তার লেখা গুলোর কঠোর সমালোচনা করছেন । কিন্তু দেখা যাবে এই নাস্তিকটার মৃত্যুতে যেই ধর্ম প্রাণ মানুষ গুলো তাকে গালী দিয়ে যাচ্ছে তারাই সবচেয়ে বড় অধার্মিক ,তাদের মাথায় আছে প্রচলিত কুসংস্কার অথবা জাকির নায়েকের খোড়া যুক্তি ।



মানুষ গুলো বুঝতে পারে না ,মানুষ নিজেই ধর্ম তৈরী করেছে যখন তাদের প্রয়োজন হয়েছে।সেই ধর্ম আমার কাছে একসময় ভাল নাও লাগতে পারে । আমি কেন এই ধর্ম মানি না আমি তা প্রকাশ করতেই পারি ।আমার প্রকাশ ভঙ্গি গোড়া মৌলবাদীদের কাছে কুৎসিত লাগতেই পারে ।আমার কোন ধর্মের চাহিদা নাও থাকতে পারে । হাজার বছরের পুরোনো ধর্মের অনেক ভুল ধ্যান-ধারণা আমি তুলে ধরতেই পারি সবার কাছে । মানুষ কখনই ধর্মের জন্য নয় ।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.