নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যুদ্ধাপরাধীদের বিচার চাই!!

এই আমি খুব খারাপ !

মানবীরকস

"বরং দ্বিমত হও, আস্থা রাখ দ্বিতীয় বিদ্যায়। বরং বিক্ষত হও প্রশ্নের পাথরে। বরং বুদ্ধির নখে শান দাও, প্রতিবাদ করো। অন্তত আর যাই করো, সমস্ত কথায় অনায়াসে সম্মতি দিয়ো না। কেননা সমস্ত কথা যারা অনায়াসে মেনে নেয়, তারা আর কিছুই করে না, তারা আত্মবিনাশের পথ পরিষ্কার করে" - নীরেন্দ্রনাথ চক্রবর্তী

মানবীরকস › বিস্তারিত পোস্টঃ

ফেসবুক-ব্লগ বন্ধ হয়ে যেতে পারে কালকের মধ্যে ।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১২

ফেসবুক-ব্লগ বন্ধ হয়ে যেতে পারে কালকের মধ্যে । রাজাকারদের ফাঁসির রায় জলদি হবে না , ট্রাইবুনাল স্বতঃস্ফুর্তভাবে কাজ করতে পারছে না , এর জন্য সরকার পক্ষ থেকে যেই সাহায্য দরকার তা দেয়া হচ্ছে না। আজকে প্রেস গুলো কোন পলিটিক্যাল কাগজ ছাপানোর জন্য নিচ্ছে না ।কালকেই আমাদের এই আন্দোলন ফল করবে (যতটুকু বুঝতে পেরেছি),সময় বেধে দেওয়া হবে বেলা ৩.০০ থেকে সন্ধ্যা ৭.০০ পর্যন্ত ।সরকার জামাত-শিবির নিষিদ্ধ করবে তা অনেক অনেক দুরের কথা ।পর্শুদিন তারা শাহবাগে মিছিল করতে আসতে পারে (বিশিষ্ট জনের কাছ থেকে শোনা)।আন্দোলন শেষ হয়ে যাবার পর রাজীব হায়দারের মত আরো কয়েকটি লাশ পরে যাবে বা আরো কয়েকজন শহীদ হবেন ।

একটা কথা বলে রাখতে চাই আপনাদের কাছে আন্দোলন শেষ হয়ে যাওয়ার পরেও ,ফেসবুক-ব্লগ বন্ধ হয়ে যাওয়ার পরেও আমরা কয়েকজন শহীদ রুমী স্কোয়াডের (জাহানারা ইমাম এর পোর্ট্রেট সংশ্লিষ্ট)যারা আছি তারা প্রতি সন্ধ্যায় সেই পোর্ট্রেটের নিচে থাকব ।আপনারা চাইলেই আসতে পারেন সেখানে ।এবং আমাদের একটি লিফলেট বেরোবে কালকে যা সংগ্রহ করে নিজের উপর দয়া করে পড়ে নেবেন । দেশের পরিস্থিতি কিযে খারাপের দিকে যাচ্ছে তা কেউ ইমাজিন করতে পারবেনা।

শহীদ রুমী স্কোয়াড



মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৬

ইকরাম উল্যাহ বলেছেন: আমার কাছে কেন জানি আপনার কথাগুলো হোয়াক্স এর মত লাগলো :(

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫২

মানবীরকস বলেছেন: আমি মনে প্রাণে চাই আপনার কথাটাই যেন সত্যি হয় । তবে কি জানেন আপনি মে বি নিউজ দেখেননাই । টিভি খুলেন ।

২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫১

ইখতামিন বলেছেন: ১ম +++++++++++++++

৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১২

মনজুরুল হাসান বলেছেন: টি ভি ছাড়ছিলাম!বিশেষ !কিছুই তো বুঝলাম না!

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৭

মানবীরকস বলেছেন: ভাল করে খেয়াল করুন নিউজে । অথবা অপেক্ষা করেন কালকের পত্রিকাতেই দেখতে পাবেন। আমি ভুল জিনিশ প্রচার করছি না ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.