![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"বরং দ্বিমত হও, আস্থা রাখ দ্বিতীয় বিদ্যায়। বরং বিক্ষত হও প্রশ্নের পাথরে। বরং বুদ্ধির নখে শান দাও, প্রতিবাদ করো। অন্তত আর যাই করো, সমস্ত কথায় অনায়াসে সম্মতি দিয়ো না। কেননা সমস্ত কথা যারা অনায়াসে মেনে নেয়, তারা আর কিছুই করে না, তারা আত্মবিনাশের পথ পরিষ্কার করে" - নীরেন্দ্রনাথ চক্রবর্তী
প্রথম থেকেই আমাদের যেকোন কাজে অনেক অনেক বাধা আসছিল , আমাদের মধ্যেই অনেকেই ভয় পাচ্ছিলাম দুঃসাহসিক পদক্ষেপ নিতে । কিন্তু তখনই নিলয় ভাই বলেছিল আমাদের নামই রিফলেক্ট করে আমরা কেমন । আমরাই হলাম শহীদ রুমীর উত্তরসুরী আর জাহানারা ইমাম এর সন্তান । শহীদ রুমী যেমন তার জীবনের শেষ দিন অব্দি দেশের জন্য নিজেকে উৎসর্গ করেছিলেন , আমাদের শপথনামাতেও আছে সেই চেতনা ।
শহীদ রুমী স্কোয়াড গণজাগরণ মঞ্চের সম্পূরক একটি কর্মসূচী পালন করছে । আজকে কেন আমরা কয়েকজন মিলে এই অনশন শুরু করলাম ? গত ২১শে ফেব্রুয়ারী গণজাগরন মঞ্চের অনেকগুলো কর্মসূচীর মধ্যে একটি আল্টিমেটাম ছিল জামায়াত-শিবিরের রাজনীতি আইন করে নিষিদ্ধ করতে হবে ২৬শে মার্চ এর ভেতর ।
আজকে ২৭শে মার্চ । কোথায় গেল সেই আল্টিমেটাম ? গণজাগরন মঞ্চ গড়ে উঠেছিল সাধারণ মানুষের অংশগ্রহনে । আমরা সবাই এক হয়েছিলাম এবং এক হয়েই আছি । কিন্তু কেন এক হয়েছিলাম ? আমাদের ৬ দফা দাবীর কি হল ? কেন গণজাগরন মঞ্চে সাধারণ মানুষের আসা কমে গেল ?
আমাদের সাথের অনেক মানুষকে দেখেছি গণজাগরন মঞ্চের উপর হতাশ হয়ে এই মঞ্চ ছেড়ে চলে যেতে । কিন্তু আমাদের মধ্যেই অনেককে এই হতাশা গ্রাস করতে পারে নাই । আমরা শহীদ রুমী স্কোয়াডের কয়েকজন তাদের মধ্যেই আছি । গণজাগরন মঞ্চ যেমনি ভাবে অহিংসভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে আমরা কেবল তারই সাথে সম্পুরক রেখে সর্বোচ্চ অহিংসভাবে আমাদের কাজ চালিয়ে যাচ্ছি । আমরা চাই না ২০ বছর পর আমাদের দেশ পাকিস্তান , আফগানিস্তান হয়ে যাক । তাই আমরা আমাদের সর্বোচ্চ ভালোবাসা , শক্তি , সংগ্রামী চেতনা নিয়ে আমরণ অনশনে বসে আছি ।
গত ১৫ ঘন্টা যাবত শহীদ রুমী স্কোয়াডের ৭ জনসহ এবং আজ সকালে আরো নতুন দুজনসহ ৯জন মিলে আমরণ অনশন চালিয়ে যাচ্ছে । আমাদের ভেতর যারা অনশনে বসেছেন তাদের নাম গুলো-
নিলয় (শহীদ রুমী স্কোয়াডের সমন্বয়ক) ,শুভ্র ,আনন্দ , দ্বীপ ,সাফি , মানিক , আলিফ , নীল, আকাশ । মুখপাত্র হিসেবে আছে নদী । এছাড়া অন্যান্য কাজে আছি আমি ।
২| ২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৪৪
মানিক বনিক বলেছেন: আমরাও আপনাদের সাথে আছি
৩| ২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৪
রুদ্র মানব বলেছেন: শুভকামনা রইলো তাদের প্রতি
৪| ২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:১২
জিয়া চৌধুরী বলেছেন: ধন্যবাদ।
শহীদ রুমী স্কোয়াডের পক্ষ থেকে এতক্ষন আমি আপডেট দিয়ে যাচ্ছিলাম। এই লিংকে দেখুন Click This Link
২৯ শে মার্চ, ২০১৩ রাত ৯:৫৯
মানবীরকস বলেছেন: জিয়া ভাই আপনাকে চিনেছি । আপনিতো স্কোয়াডে যাওয়া আসা করেন ।
৫| ২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:১৭
আমি বীরবল বলেছেন: ভাই, অনশন সম্পর্কে আমার ধারনা খুবই কম। শুনেছি সকল অনশনকারীরা খাবার খায় রাতের আঁধারে! আপনাদের অনশনকারীদের কয়বেলা কখন কখন খাবার দেয়া হবে?
অনশন করে ইনশাল্লাহ আপনারা ইতিহাসের অংশ হয়ে থাকবেন।
৬| ২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৩৮
পক্ষপাতদুষ্ট বলেছেন: আমাদের বিশাল এপার্টমেন্টে বিল্ডিং এর কম করে হলেও ২২টি পরিবারের সদস্যরা সবাই শাহবাগ গিয়েছিল। এখন তারা প্রায় সবাই আপনার মত হতাশ। গণজাগরণ মঞ্চের কথা শুনলেই গালাগাল করে।
৭| ২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:০০
কক্ষচ্যুত বলেছেন: with u..
৮| ২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:১২
ইমরান হক সজীব বলেছেন: স্যালুট আপনাদের।
৯| ২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৩০
রেজোওয়ানা বলেছেন: আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইলো.....
১০| ২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৩১
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
স্যালুট আপনাদের।
১১| ২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৯
এবার তোরা মানুষ হ বলেছেন: শুভকামনা রইলো..পাশেই আছি
১২| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩৩
আমিনুর রহমান বলেছেন: শুভকামনা রইলো..পাশেই আছি
১৩| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫৪
মামুন হতভাগা বলেছেন: শুভ কামনা থাকল
১৪| ২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৪১
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: সালাম। শুধুই স্যালুট। সিম্পলি স্যালুট। পাঞ্জেরির জন্য অপেক্ষা আর করতে হবে না বাঙালিকে। আপনারাই ছোট ছোট থেকে বিশাল মহীরুহ হয়ে ওঠা মশাল একেকটা।
১৫| ২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৫
নষ্ট শয়তান বলেছেন: অপেক্ষায় আছি কবে আওয়ামী দলীয় করন হবে
১৬| ২৮ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৫২
লেখোয়াড় বলেছেন:
স্যালুট! মুক্তি আসবেই।
১৭| ২৮ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯
বাংলাদেশের আইডল বলেছেন: মুক্তি আসবেই।
১৮| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ৮:৪৫
অন্ধ আগন্তুক বলেছেন: স্যালুট !
১৯| ৩০ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৫৯
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: ভাল থাকুন, সুস্থ থাকুন।
©somewhere in net ltd.
১|
২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৩০
মাসুদ রশিদ বলেছেন: গ্যালারীতের বসলাম।