নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যুদ্ধাপরাধীদের বিচার চাই!!

এই আমি খুব খারাপ !

মানবীরকস

"বরং দ্বিমত হও, আস্থা রাখ দ্বিতীয় বিদ্যায়। বরং বিক্ষত হও প্রশ্নের পাথরে। বরং বুদ্ধির নখে শান দাও, প্রতিবাদ করো। অন্তত আর যাই করো, সমস্ত কথায় অনায়াসে সম্মতি দিয়ো না। কেননা সমস্ত কথা যারা অনায়াসে মেনে নেয়, তারা আর কিছুই করে না, তারা আত্মবিনাশের পথ পরিষ্কার করে" - নীরেন্দ্রনাথ চক্রবর্তী

মানবীরকস › বিস্তারিত পোস্টঃ

নিলয় ভাই তুমি তারাতারি সুস্থ হয়ে উঠ । এই কালো ব্যাজ তোমাকে আবার মাথায় পরতে হবে ।

৩০ শে মার্চ, ২০১৩ রাত ৯:২২





সন্ধ্যা বেলায় যখন আলীফ প্রধান বমি করেই যাচ্ছিল তখনো নিলয় ভাই চুপ করে শুয়ে নিজেকে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করে যাচ্ছিল ।আমি ভাইয়ার পাশে বসেছিলাম আর ল্যাপটপে স্কোয়াডের অসুস্থতার খবর আপডেট করছিলাম । কিন্তু আমার পাশেই যে নিলয় ভাই অজ্ঞান হয়ে শুয়ে আছে তা আমরা বুঝতে পারি নাই । অবস্থা অনেক খারাপ হওয়ায় এম্বুল্যান্স আনানো হয় ।



তখন আমাদের ভালোবাসা-মমতার বাঁধ ভেঙ্গে যায় ।এম্বুল্যান্সে যখন নিলয় ভাইকে উঠানো হল তখন বুঝতে পারলাম সে ঘুমিয়ে ছিলনা তাঁর জ্ঞান নেই ।নিলয় ভাইয়ের মাথার কালো ব্যাজটি পরে রইল তাঁর শোয়ার স্থানে ।আমরা সবাই তখন আর আমাদের কান্না থামিয়ে রাখতে পারি নাই । নদী , আনন্দ , নীল , সাগুফতা এবং আমি তখন কাঁদছিলাম ।এরপর আবেগপ্রবণ হয়ে নদী মাইকে এনাউন্স করে আমাদের সমন্বয়ক সাদাত হাসান নিলয় , আলীফ প্রধান , দ্বীপ গুরুতর ভাবে অসুস্থ হয়ে পরেছে ।সবাই তখন সবাইকে শান্তনা দিচ্ছিল । আমাদের পাশে এসে শান্তনা দেন অভিনেত্রী রোকেয়া প্রাচী , সুমনা শোভা , অঞ্জন রায়(গণমাধ্যম কর্মী) । ঠিক এর ৩মিনিটের মাথায় অসুস্থ হয়ে পরে শুভ্র , জ্যোতি । এদের এই অবস্থা দেখে বিমর্ষ হয়ে শুয়ে পরে অঝোরে কাঁদতে থাকেন রায়হান ভাই ।



আমি ছিলাম নিস্তব্ধ, বাকরুদ্ধ !! তখন ঠিক প্রথম বারের মত গণ জাগরণ মঞ্চ থেকে শহীদ রুমী স্কোয়াডের নাম ঘোষণা করে বলা হয় এখানকার অণশন কারীরা যাদের মধ্যে রয়েছেন এর সমন্বয়ক সাদাত হাসান নিলয় গুরুত্বর ভাবে অসুস্থ হয়ে পরেছেন ।এবং গণ জাগরণ মঞ্চ থেকে আরো বলা হল –“ শহীদ রুমী স্কোয়াডের ছেলে মেয়েরা বাংলাদেশে জামাত-শিবির নিষিদ্ধের লক্ষ্যে আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন আজকে ৪ দিন যাবৎ এবং আমরাও একই দাবী করি ।বাংলাদেশে জামাত-শিবিরের রাজনীতি বন্ধ করার জন্য সরকারকে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানাচ্ছি”।





এরপর আমি নিলয় ভাইয়ের শোয়ার স্থানে চুপ করে বসে থাকি আর দেখি তাঁর মাথার কালো ব্যাজটা পরে রয়েছে ।সবার অলক্ষ্যে তা ব্যাগে ঢুকিয়ে বাসায় নিয়ে আসি ।

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ৯:৩২

আদিত শরীফুল বলেছেন: এভাবে চলতে পারে না। সরকারের এখনই পদক্ষেপ নেয়া উচিত।
গণমাধ্যম ভিত্তিক বাংলায় প্রথম পোর্টাল http://www.pressbarta.com

২| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪৬

ফকির সাইঁ বলেছেন: ১ম বষে সেমিষটার আনদোলন দিয়ে শুরু, তারপর কত কত আনদোলন, ঢাবি সটুডেনট মোবারক যে দিন বাস একসিডেনটে মারা যায়, সেদিও এই নিলয় রেখেছিলো বলিষঠ ভুমিকা, এক সাথে আমরা ওনেক দিন ছিলাম, পাশ থেকেই দেখেছি ওকে----পরিচছনন রাজনীতির নতুন পজনম---

যদিও বাম রাজনীতির চরম বিরোধী আমি, তার পর ও নিলয়দের এই দাবী, এই মুভমেনটের সাথে ১০০% স হ ম ত আছে আমার।

জয় বাংলা :: বাংলার মাটি থেকে জামাত-শিবির চিরতরে নিপাক যাক :: নিলয় রা সুসথ হয়ে উঠুক।

৩| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ৯:৫৩

শিপু ভাই বলেছেন:
তোমাদের এই আত্মত্যাগ বৃথা যেতে পারে না!!!

জয় বাংলা!!!

৪| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১০:০৩

নাজিম-উদ-দৌলা বলেছেন: নিলয় ভাইয়ের সুস্থতা কামনা করি। এই সাহসি মানুষের কোনও তুলনা হয়না!

৫| ৩০ শে মার্চ, ২০১৩ রাত ১০:০৮

একাকী_পথিক বলেছেন: bhai apnader prothomei srodda janai.

akta kotha ki janen...apnara ei eto abeg diye akta kaj kortesen...nijeder onek boro khoti hoye jete pare tao kichu na bhebe ei mohot kaj ta kortesen...

but shotto kotha holo.... apnara jar kache jamat bndho korar jonno abedon janacchen unara apnader thorai care kore....eita ki jagoron moncho j apnader shathe shob MP, minister akattota prokash korbe?

korlei to unara bipode pore jaben. so apnara bachen ki moren eita niye apnader joy banglar noukar majhir kichu jay ashe na.

apnara akta great kaj kortechen. but ashakori apnara shotik chinta kore...apnader ma r buk a fire jaben. oi bukta khali koiren na... noukar majhi ar dhaner shisher nungra rajnitir jonno

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.