| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ম্যাঙ্গো পিপল মানে আম জনতা
যাহা বলিব সত্য বলিব, সত্য বৈ মিথ্যা বলিব না।
১৩ বছর পরে সামহোয়্যারে আসলাম।
দীর্ঘ ১৩ বছর পর আমার একটি জিমেইল (আমার জিমেলটা অবশ্য ২০০৪ সালে খোলা) আইডি থেকে সামহোয়্যারের এই আইডিটা খুঁজে পেলাম। নস্টালজিক হয়ে গেলাম। তখনকার সময়ে (২০১০/১০/১৪) এই ব্লগ সাইটটি অনেক পপুলার ছিল। এখন ফেসবুকের আধিপত্যে সব গেল গেল অবস্থা। অনেকটা যেমন, মোবাইল আসার পরে ওয়াকম্যান, নোটবুক, ক্যামেরাসহ অনেক প্রযুক্তি পণ্য নিহত হয়ে গিয়েছে ঠিক তেমনি ফেসবুকের আধিপত্য বাড়ার সাথে সাথে ব্লগ, ফোরামের আধিপত্য শেষ, প্রায় নিহত অবস্থা। আরো অনেক পপুলার ওয়েবসাইট ছিল। যেমন- ওয়েব বাংলাদেশ, প্রিয় ডট কম সহ অনেক টপ ওয়েবসাইট ছিল। আজ সবই অতীত। তাদের সেই আধিপত্য এখন আর নেই। তারা নিহত প্রায়। কষ্টও লাগছে, আবার হাসিও পাচ্ছে। এখন সবই স্মৃতি।
২|
৩১ শে মে, ২০২৩ রাত ১:২৪
ম্যাঙ্গো পিপল মানে আম জনতা বলেছেন: এখন সবই স্মৃতি পুরনো স্মৃতি
৩|
৩১ শে মে, ২০২৩ সকাল ৮:১৭
শেরজা তপন বলেছেন: Welcome back
এমন একদিন আপনি ফিরে আসলেন যেদিন ব্লগে ব্যাপক সমস্যা যাচ্ছে আমরা গতকাল থেকে সারাদিন ব্লগে ঢুকতে পারছি না। মন্তব্য করতে পারছি না। মন্তব্য দেখতে পারছি না। এখন কিছুটা সমস্যার সমাধান হয়েছে সাথে থাকুন আশা করি সব সমস্যা কেটে যাবে শীঘ্রই।
৪|
০৫ ই জুন, ২০২৩ রাত ১:৫২
খায়রুল আহসান বলেছেন: প্রত্যাবর্তনে সুস্বাগতম!
১৩ বছর পরে ব্লগে ফিরে ভালোই গ্যাঁড়াকলে পড়েছিলেন দেখছি। যাহোক ব্লগটা এখন পুনরায় স্বাভাবিক অবস্থায় (যান্ত্রিক ত্রুটি বিষয়ক) ফিরে এসেছে। অতএব, মুক্ত হস্তে ব্লগিং করুন।
©somewhere in net ltd.
১|
৩১ শে মে, ২০২৩ রাত ১:২৩
ম্যাঙ্গো পিপল মানে আম জনতা বলেছেন: পুরনো স্মৃতি