নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিজয় না হওয়া পযন্ত সংগ্রাম করো

মানুষ আজিজ১

মানুষ আজিজ১ › বিস্তারিত পোস্টঃ

একদিন প্রতিদিন

৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২১

হলদেপাখি পাখির চিৎকার , তালপুকুরে জলপায়রার পাখার ঝটপট , বউ কথা কও এর---একঘেয়ে ডাকে , আজকের সকালটা যেন নিবিড়ভাবে জমিয়ে তুলেছে । শীতের সকালে মাথার উপর জমে থাকা এক গুচ্ছ শাদা গোলাপের মত কুয়াশা .....বহু দুর থেকে ভেসে আসছে এক ঝাক বালিকার চিৎকার , মনে হচ্ছে উষার সাথে সাখে ওরা রওনা দিয়েছে দুরের পাঠশালায় । অন্যদিগে কাচা খেজুরের রস নিয়ে .....কিছু-লোক যাচ্ছে মেঠো পথ দিয়ে গ্রামীন বাজারে ।..কিছুক্ষনের মধ্যে নিজেকে হারিয়ে ফেলি ..তখন মনে হয় আমি জীবর্ন্ত কোন সবুজ উর্জ্জল বাগানে বসে আছি , তখন নিজেকে একা মনে হয় না । হঠাৎ কোথ-থেকে নীল চিল এসে....কানের কাছে চিৎকারের বিস্ফোরণ ঘটায়....আমাকে ফিরিয়ে দেয় বর্তমানে , তখন মনে পড়ে আমার প্রাণ-পিয়াকে এমনি-একটি সকালে বহু বছর আগে হারিয়ে ফেলছি........মন ক্ষুন্ন হয়ে যায় কিছু ক্ষনের মধ্যে আমিও মিশে যাই..সময়ের সাথে !!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.