![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ বিকেলে রমা কফি বানিয়ে এনে আমার পাশে রেখে বললো- জানো আজ সকালে ছোট মামা ফোন করেছিল ?
-তো , মামা কি বললো?
রমা : এই তো আমাদের বিষয়ে একটু খোজঁ-খবর নিল ।
-হুম, আর কিছু বলেনি ?
রমা: বলেচে তো ।
-কি বললো ।
রমা: বললো, তার কাছে ভালো চাকুরির সন্ধান আছে, তুমি যদি চাও সে দেখতে পারে ।
-কি চাকুরী?
রমা: গভমেন্ট জব ।
-বুঝলাম গভমেন্ট জব , কিসে ?
রমা: জাতীয় রাজস্ব্য আধায় করপোর্রেশনে ।
-বেদন কেমন দিবে, বলেছে কিছু?
রমা: বেতন কমি, কিন্তু উপরি ইনকাম নাকি অনেক আছে ।
-তারমানে ঘুষ! কি পথে লোক নিচ্ছে গো ? নিশ্চয় কেরানী, টেরানী পদের খোজঁ দিচ্ছে তোমার মামা ।
রমা: না পদ ভালোই , বলেছে ।
-না আমি ঘুস,টুস খেতে পারবো না ! তোমার মামা এই রকম কাজের খোজঁ দেয় কেন? এর আগে খোজঁ দিয়েছিল পুলিশের এস আই পদে ! ঘুসের জায়গা ছাড়া কি তার কোন পরিচয় নেই ।
রমা: ইস! মামা কে বলেছিলা, তাই খোজঁ দিচ্ছে । তুমি যাও একটা সত প্রতিষ্ট্রানে? নিজেই খোজেঁ বের করো না ! বুঝেছো এই দেশে কেউ সত নেই , ধর্মীয় প্রতিষ্টানগুলোই যেখানে দালালীর টাকায় চলে ।
-এই জন্য আমাকেও ঘুস খেতে হবে ?
রমা: প্রয়োজন হলে খাবে, তুমি তো আর সেধে সেধে নিতে যাবে না । কেউ খুশি হয়ে দিলেই না হয় নিবে, কাউকে জোর করার দরকার নেই ।
-খুশিঁ হয়ে নিতে নিতেই একদিন লোভে পড়ে যাবো ।
রমা: তাহলে তোমার নিজের প্রতি বিশ্বাস নেই ।
-জানি না । যেখানে এত ক্রাইম হয় সেখানে ভালো থাকা যায় কি করে? বারের লোকরা কখনো কি মদ না খেয়েই বাচেঁ ?
রমা: তোমার ইচ্ছে , দেখ করবে কিনা ।
-না করবো না । ঘুসের টাকা খাব আর আমার সন্তানগুলো ঐশীর মত অসুস্থ হয়ে জন্মাবে ।
রমা: অসুস্থ হবে না । আমি না হয়ে ওদের দেখে রাখবো , ভালো শিক্ষাপ্রতিষ্ট্রানে দিব , সেখানে ভালো কিছু শেখাবে । মধ্যবিত্ত হয়ে বেচেঁ থেকে না খেয়ে, না পড়ে থাকার মধ্যও কি শান্তি আছে ? তাহলে তো দেশটাই অবৈধ,সরকার অবৈধ , যাদের অধীকারে আছি তারাই যদি অবৈধ হয়, আমরা জীবনের প্রয়োজনে কিছু আয় করলে সমস্যা কোথায় ।
-সমস্যা না ?
রমা : না ।
-ও তুমি বুঝবে না । তুমি পাগল হয়ে যাচ্ছো ।
রমা : হুম আমি পাগলই , তাহলে তুমি করবে না তুমি ও জব ।
-না ।
রমা : তাহলে আমি করবো ।
-তুমি করবো?
রমা: হুম, আমার সন্তানকে পৃথীবিতে গরীব করে রেখে যেতে পারবো না ওদের কোনকিছুর অপূর্ন্যতা আমার ভালো লাগবে না ।
-ঘুস খাবে তুমি ?
রমা: হুম খাব , যারা খুস করে টাকা ইনকাম করে ওদের টাকা খেতে সমস্যা কোথায় ?
-ওরাও যে গরীবদের টাকা ছিনিয়ে নেয় ?
রমা: তুমি কি মনে করো, তুমি টাকা না খেলে ওরা টাকা ছিনিয়ে নিবে না , দুই নম্বরী ব্যাবস্যা করবে না ?
-হয়তো করবে ।
রমা: তাহলে আর সমস্যা নেই । জাল টাকা ব্যবহার করা অবৈধ, ঘুসের টাকা অবৈধ নয় ।
-রমা তুমি কি অমানবিক হয়ে গেলে?
রমা: পৃথিবী সৃষ্টির পর জমির মালিক নিশ্চয় মানুষ ছিল । এক সময় যে দখল করতে পারছে সেই মালিক হয়েছে , এটাই জগৎ এর নিয়ম । মানবিকতার কথা বললে তো - তোমার চিকেন, পুইশাক,ভাত খাওয়াও উচিত নয় কারণ ওদের হত্যা করে তুমি খাচ্ছো ।
-জানি না । তোমার ভেতর এত জেদ দেখছি কেন রমা ।
রমা: জেদ নয় , এটাই সত্য ।
-সত্য?
রমা: হুম, তুমি অপরাধ করে হজম করতে পারলেই তুমি সফল ।
©somewhere in net ltd.