![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ আপিস যাইনি তাই সারাদিন ঘুমুচ্ছিলুম। সন্ধ্যার পর পর এক -পশলা বৃষ্টি হয়ে গেল মহানগরীতে সেটাও টের পাইনি কিন্তু ঘুমের ভেতর শীতল এক অনুভূতি পেয়েছিলুম সেটা যে এত বাস্তব হবে কল্পনা করিনি ! কল্পনা না কারার কারন হলো 'বিভা আর আভা' ফিরে এসেছে। ঘুমের ভেতরই শুনি দরজায় খট খট শব্দ, অনেক বিরক্তি নিয়েই দরজাটা খুললুম-,খুলেই দেখি আভা আব্বু বলে আমাকে জরিয়ে ধরলো ।
কিছুটা বিচলিত হয়ে বললুম: আভা কোথা থেকে এসেচো? আভা বললো:- কেন মার সাথে এসেছি । তোমার মা কোথায় আভা?
আভা: মা নিচে আছে ট্রেস্কির ভাড়া দিয়ে আসছে ,আভা এই বলতে বলতেই রমা নিচে থেকে সিড়ি বেয়ে উপরে উঠে এলো আর আভা বললো চলো ঘরে চলো-এই বলে ওকে হাত ধরে নিয়ে ঘরে ঢুকলো। এরই মধ্য রমাকে আমি বলছিলাম-কি গো, রাগ ভাঙ্গলো? আসলে একটা খবর তো দিতে পারতে নাকি? রমা কোন উত্তর দিল না।
কি গো বিভা কথা বলো না কেন? আমি কি এতই পর হয়ে গেছি?
বিভা : আমাকে ডিস্ট্রাব করো নাতো। কি বলবো তোমার সাথে? এত দিন যেয়ে যে বাপের বাড়ি ছিলাম কোন খোজ নিয়েছিলে? মেয়ের তো খোজ নিতে পারতে? আর এখন এত ভালোবাসা কোথা থেকে আসে তোমার?
-নাগো বিভা আমি খোজ নিতে চেয়েছিলুম,আমার মোবালই যে চুরি হয়ে গেছে! ও তোমাকে তো বলাই হয়নি আমাদের বাসাতে ডাকাত ঢুকেছিল ,ডাকাতি করে সব নিয়ে গেছে ।
বিভা: কি বলো? আমার স্বর্নের গয়নাও কি ডাকাতি হয়েছে?
-হুম সব চুরি হয়েছে। এমনকি আভার দামী পুতুলটাও।
বিভা: বাবা আমার পুতুল নিল কেন? তুমি বাধা দাও নি?
-বাধা দিয়েছিলাম রে, ডাকাতের সম্ভবত এক মেয়ে আছে ওর জন্যই নিয়ে গেছে ।
বিভা: কখনো ডাকাতি হল বাসাতে?
-রাত্রির বেলা। ডাকাতরা কিভাবে টের পেল আমি বাসায় একা,এই ভেবেই হয়তো এসেছিল।
বিভা : তাহলে কি আশে -পাশের লোক জরিত?
-হতে পারে, কাউকে তো আর সন্দেহ করে দুষ দিতে পারি না ।
বিভা : কেন দাড়ওয়ান কি করেছিল?
-ও বেটা বৃদ্ধলোক দিনের বেলাই দেখি সারাদিন নাক ঢেকে ঘুমায় ।
বিভা : তা আবশ্য ঠিক।
-রমা ,তুমি বাসা থেকে যে বার রাগ করে যাও সেবারেই একটা-না একটা অঘটন ঘটে। আর এভাবে যেয়ো না প্লিজ।
বিভা : আচ্ছা যাবো না । আমিও টেনশনে ছিলাম, কি দেখবো কিছু না কিছু হবেই। ঠিক তাই হল ।
এরপর আমি,বিভা আর আমাদের ছোট্ট মেয়ে আভা সুন্দর জীবন -যাবনের প্রতিজ্ঞা নিলুম ।
©somewhere in net ltd.