![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিভা বললো: ঢাকায়-তো তুমি দীর্ঘদিন ধরে আছ,কখনো কোন ধরনের প্রলোভনে পড়ো নি-তো? শরীরে কোন ধরনের রোগ আছে তোমার?
-প্রলোভন?আর রোগ আছে বলে তো জানি না।যাও তোমার কাজে যাও-এমন কথা আর বলো- নাগো।শিশুটি কি ঘুমুচ্ছে?
-এই মাত্র ঘুম পাড়িয়ে দিয়ে আসলাম। আচ্ছা আমাদের শিশুটির দায়িত্ব সম্পূর্ন ভাবে পালন করেছো বলে তোমার মনে হয়?
-না, করিছি -কি করিনি এমন কিছুই আমার মনে হয় না।
বিভা নির্জন স্বরে বললো :এতই যদি জীবন বিষয়ে উদাস থাক,আমাকে বিয়ে করলে কেন?সর্ন্তান জন্ম দিলে কেন?এতই যদি নারী শরীরের রক্ত-মাংসের প্রয়োজন ছিল,ভদ্র ঘরের মেয়েকে বিয়ে না করে কোন নটী/বেশ্যা ধরে ঘরে রাখলেই হতো?
।
আমি কিছু বললাম না।
বিভা-উচ্চ-স্বরে বললো:-কি কথা বলো না,কেন?। আমাকে-তো প্রলোভন দেখিয়ে বিয়ে করেছিলে! এই করবো,সেই করবো,এই হবে,সেই হবে -কোথায় সেগুলো?ছি,ছি।ধিক তোমাকে।
আমি বললামঃঠিক আছে -আমি তো কিছুই দিতে পারিনি,তোমার স্বপ্ন পুরন করতে পারিনি এতে দুঃখ শুধু তোমাদের একার নয় আমারও। যাইহোক এখন মনে হচ্ছে তোমার-আমার আন্তরিকতা দিন দিন কমে যাচ্ছে,তাই বলিকি আমাকে ছেড়ে চলে যেতে পার আমার জন্য আজীবন কষ্ঠ পাবে সেটা ভালো দেখাবে না।
-চলেই যাব, আর ভালো-লাগে না যন্ত্রনা,এই বলে বিভা উঠে চলে গেল অন্যথায়।
তারপর মধ্য-দুপুর হলো বিভা এসে বললো:স্লান করে নাও,দুপুরের রান্না হয়েছে। বিভা চলে যাওনি এখনো, বলে-তো গেলে চলে যাবে?
- আরে চলে গেলে-তো তোমার আরেক সমস্যা শশুর বাড়ি যেয়ে সবার সামনে আচল ধরে টানা-টানি করবে বাড়ি ফেরার জন্য তারচেয়ে ভালো তুমি ঢাকা -চলে যাও।তারপর একদিন ঠিক চলে যাবো-,।
বিভার তীক্ষদৃষ্টিতে মনে হলো ঠিকি হারিয়ে যাবে বিভা। আমিঃবললাম-প্লিজ, জান হারিয়ে যেয়ো না, । বিভা মৃদু হেসে বললো-তৈরী হয়ে নাও, -পাগল কোথাকার।
সেই বিভা সত্যিই সত্যিই একদিন হারিয়ে গেল ।
©somewhere in net ltd.