নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিজয় না হওয়া পযন্ত সংগ্রাম করো

মানুষ আজিজ১

মানুষ আজিজ১ › বিস্তারিত পোস্টঃ

নীলিমার জন্য

১৬ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১৫

নীলিমা বিকেল তিনটায় ফোন দিয়ে বলছে-কোথায় তুমি?
-নীলিমা ,আমিতো বাসায় ।
নীলিমাঃ এক্ষুনি আমার বাসার নিচে আস !
-ঘন্টা খানিক পরে আসি নীলিমা,স্লান করবো,দুপুরে খাব।
নীলিমাঃ আমি যেটা বলছি সেটা করো ।এক্ষুনি বলছি,এক্ষুনি ।আমি সিড়ি দিয়ে নিচে নেমে যেন তোমাকে পাই ।
-আমি দৌড়ে নীচে নেমে রিকশা নিয়ে নীলিমাদের বাসার নিচে গেলাম।যেয়ে দেখি ও এখনো নামেনি ,দাড়িয়ে ছিলাম কিছুক্ষন । এরপর নীলিমা নেমে আমার দিগে আসলো , আমি ওদের বাসা থেকে সব-সময় একটু দুরে অবস্থান করি ।আমি নীলিমাকে নিয়ে খুব ভয়ে থাকি , নীলিমা কখনো যদি বলে দেয় তুমি আর আমার জীবনে নেই!
নীলিমা এসেই আমাকে বললোঃ ঐ সময় কি বললে তুমি?
-কি বললাম নীলিমা ।
নীলিমাঃ বললে না স্লান করবে ,খাওয়া –দাওয়া করবে । সত্যিই করো খাওয়া-দাওয়া ?
-না ।
নীলিমাঃ তুমি বেশি দিন পৃথিবীতে বাচঁবে না । না খেয়ে খেয়েই মারা যাবে ।
-আমি মারা গেলেইতো তুমি বাচঁ! দ্বিতীয় জীবন খুজে পাবে তোমার পৃথিবীতে ।
নীলিমাঃ তো বাচ্ছাটি সারাদিন বাসায় কি করছিলে?
-পড়ছিলাম। আজ একটা ক্লাস ট্রেষ্ট ছিল ।
নীলিমাঃ কিসের ক্লাস টেষ্ট?
-Comparative media system এর Information act 2009.
নীলিমাঃ আচ্ছা । নাও এই ব্যাগটা তোমার জন্য ।
-কি আছে গো ?
নীলিমাঃ আমার রান্না করা বাজে খাবার। প্রতিদিন কষ্ট হয় যখন শুনি তুমি না খেয়ে আছ।
-আমি তো বলিনা ,আমি না খেয়ে থাকি ।
নীলিমাঃ আমি বুঝতে পারি ।আর এত না খেয়ে থাক কেন?
-আমার তেমন ক্ষুদা লাগে না ।
নীলিমাঃ তুমি ডাক্তার দেখাও নাহলে কিন্তু বড় ধরনের অসুক হবে তোমার ।
-হুম । দেখাবো তুমিও একদিন আমার সাথে যেয়ো ।
নীলিমাঃ আচ্ছা ।
-এত কষ্ট করে রান্না করার প্রয়োজন ছিল কি?
নীলিমাঃ পিটাবো তোমাকে ।যা দিয়েছি বাসায় যেয়ে পেট ভরে খেয়ে নিও।
-আচ্ছা ।
নীলিমাঃ যাও এখন। আমারও কাজ আছে-নির্বানকে ভাত দিতে হবে ।
-আচ্ছা যাও ।
নীলিমা যেতে ছিল ,আমিই ওকে পিছন থেকে ডেকে বললামঃ নীলিমা যদি কোনদিন তোমাকে এই পৃথিবীতেই হারাই , কোথায় পাব বল? আমার জীবনে তোমার অস্থিত্বটা অনেক গুরুত্বপূর্ন্য ।
নীলিমা একটু দুর থেকে হেসেঁ বললোঃ-যদি কখনো হারাই খোজার দরকার নেই । যাও এখন ।
নীলিমার দেয়া ব্যাগ হাতে নিয়ে হাটঁছিলাম আর মনে মনে বলছিলামঃ নীলিমা তোমাকে কোনদিন হারাতে দিব না ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.