নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিজয় না হওয়া পযন্ত সংগ্রাম করো

মানুষ আজিজ১

মানুষ আজিজ১ › বিস্তারিত পোস্টঃ

বেকার

১৬ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১৮

প্রভাতে ঘুম থেকে উঠেই ,রিমনদের বাসায় গেলাম । মাথাটা কেমন জানি ঝিম ঝিম করছিল গত রাত থেকেই,ঋতু পরিবর্তনের জন্য নয় শরীরটা একটু রেষ্ট্র চাচ্ছে । দিদা -নানুদের মুখে প্রায়ই শুনতাম তাদের বাতের ব্যর্থা , ও ব্যর্থা কেমন কখনো উপলব্ধি করিনি । নিজের শরীর যখন খারাপ লাগে বুঝতে পারি ,ক্লান্তি কতদুর । আজকাল -এমন হয়েছে কোথাও গিয়ে বসলে ঘুম চলে আসে, রিমনের রুমের গিয়ে ১০ মিনিটের জন্য ঘুমিয়ে গিয়েছিলাম । নীমা ঢেকে তুলে বললো- দাদা, ঘুমিয়ে গেলে?
আমার তখন যেন সদ্য ঘুম ভাঙ্গলো, মুখে বার বার হাই আসলো । হাই দিয়ে মুখ আটকিয়ে নীমাকে বললাম- জল চা দে তো ।
নীমা: সাথে টোস্ট বিস্কিট দিব?
আমি: টোস্ট বিস্কিট কেনরে ? তোরা কি গরীব হয়ে গেছিস?
নীমা একটু হেসে বললো:- কোনদিন তো বড়লোকও ছিলাম না ।
এরপর নীমা চা,টোস্ট বিস্কিটের সাথে দু'টো সন্দেশ ও খই নিয়ে এলো ।
খই মুখে দিয়ে চিবি দিয়ে বুঝলাম- ওটা অনেক আগেই নেতিয়ে গেছে , নীমাকে বললাম- কিরে , বাসী খই দিলি কেন?
নীমা: ওটা বাসী হয়ে গেছে? দাও পরিবর্তন করে দিই এই বলে নীমা উদাও হয়ে গেল । কিছুক্ষন পর নীমা এসে বললো- মা খিচুরী রান্না করছে তোমার জন্য , একটু অপেক্ষা করো ।
-আচ্ছা নীমা তোর কাছে দুশত টাকা হবে ? সপ্তা দু'য়েক পর দিয়ে দিতাম ।
নীমা কিছুক্ষন নীরব থেকে বললো- দাদা তুমি তো কোনদিন ধার কর্জ করনা , অনেক সমস্যায় আছো বুঝি ?
-কিছুটা সমস্যা যাচ্ছে , দিতে পারবি ?
নীমা: কয়েকদিন পর নিতে পারবে? ১৫ তারিখ আমার টিউশনির বেতন হবে ।
- না থাক, আজই একটু প্রয়োজন ছিলরে ।
নীমা: সত্যিই আজ আমার কাছে নেই দাদা ।
-না, থাক ।
নীমা: দাদা তুমি কি টাকা ধার চাইতেই এসেছিলে?
-আমি হেসে বললাম- না শুধু এটা না, সকালের খাবার খেতেও ।
নীমা: একটু বসো, খিচুরি হয়ে যাবে ।
-নীমা কাউকে বলিস না, তোর কাছে টাকা ধার চেয়েছি আমি । সবার কাছেই টাকা ধার করে নিয়ে, ঠিক সময় দিতে পারিনি বলেই আজ কেউ দিতে চায় না । এই বলে , আমি উঠে দাড়িয়ে নীমাকে বললাম- আজ থাক অন্য দিন এসে খাব, আজকের মধ্য আমাকে দু'শত টাকা জোগার করতেই হবে । এই বলে আমি বের হয়ে গেলাম ।
নীমা পিছন থেকে বললো- মানুষদা, আমি টিউশনীর টাকাটা পেলেই তোমাকে দিয়ে আসবো । আমি চলে এলাম ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.