নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিজয় না হওয়া পযন্ত সংগ্রাম করো

মানুষ আজিজ১

মানুষ আজিজ১ › বিস্তারিত পোস্টঃ

বাবার সাথে হঠাৎ দেখা

১৬ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২১

নিউমার্কেটে রিপন কাকার কাপড়ের দোকানের দিকে গেলাম, গিয়ে দেখি বাবা বসে আছে । দুর থেকে তাকে দেখেই চলে এলাম । মার্কেট দিয়ে অযথাই ঘুরছিলুম, বাবার সাথে দেখা করার আমার কোন ইচ্ছে নেই । বাবাই আমাকে খুজেঁ বের করে পিছন থেকে কাদেঁ হাতদিয়ে বললো: কিরে পালালি কেন? একটু বসে তো কথা বলতে পারতি । আমি কথা ঘুরানোর জন্যই বললাম- পালাবো কেন? নাতো !
বাবা একটু হেসে বললো: বাসার সবাই ভাল?
আমি: সবাই ভালো , যেয়ো একদিন ? অনেকদিন হয়তো যাও না ।
বাবা: হুম যাব দেখি ।
আমি: যেয়ো ।
বাবা: মিষ্টি খাবি?
আমি: না ।
বাবা: তুই ছোটবেলা খুব মিষ্টি পছন্দ করতি , অভ্যাস কি এখন নেই ?
আমি: অভ্যাস মানুষের পরিবর্তন হয় সেটা তুমিই আমার চেয়ে ভালো জানো ।
বাবা কিছুক্ষনচুপ মেরে গেল ।
আমি ব্যস্ততা দেখিয়ে বললাম- যাই এখন ।
বাবা: এক কাপ চা খেয়ে যা ।
আমি: বাসায় এসো একদিন সবা্‌ই বসেই চা খাব , আজ নয় ।
বাবার মুখ কিছুটা ছাই রঙরুপ ধারণ করলো পর আমি চলে এলাম ।
পুনশ্চ
বাবা দ্বিতীয় বিয়ে করে স্ত্রীর সাথে আলাদা থাকে । মাঝে মাঝে কিছু টাকা দেয়, সেটাও কাকার কাছ থেকে নিয়ে আসতে হয় । একদিন ফোন করে পযন্ত মানুষটা জিজ্ঞাসা আর করে না -কেমন আছিস তোরা ! অথচ ছোটবেলায় দেখতাম-সে আমাকে কাদেঁ করে কত জায়গা ঘুড়িয়ে ছে ! সবই কি আজ মিথ্যা? না পরিবর্তন হয়েছে ?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.