নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিজয় না হওয়া পযন্ত সংগ্রাম করো

মানুষ আজিজ১

মানুষ আজিজ১ › বিস্তারিত পোস্টঃ

রিমি

১৬ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২৯

-রিমি ঘুমুচ্ছো ?
রিমি: না ,একটু মাথা ধরেছে , চোখ ঝুপে আছি ।
-ঔষধ আনবো গিয়ে?
রিমি: না ,লাগবে না । এমনি সেড়ে যাবে , আমার মাথা ধরা বেশিক্ষন থাকে না ।
-তাহলে মলম দিয়ে একটু মাথা ঢলে দিই, দ্রুত কমে যাবে ।
রিমি: না ,লাগবে না তুমি যদি পারো একটু কফি করে দেবে ।
-আচ্ছা দিচ্ছি ।

কফি করে নিয়ে এলাম । রিমির পাশে রেখে বললাম- নিয়ে এলাম ,ঠুটে লাগিয়ে একটু দেখ ঠিক আছে কিনা ।

রিমি: চোখ মেলে একটা মিষ্টি হাসি দিল ।
-র্নিমার বোনের নাকি আজ গায়ে হলুদ যাবে না?
রিমি: সেটা তো সন্ধেয় । এর আগেই সেড়ে যাবে । আচ্ছা আমাকে কিছু টাকা দিতে পারো ? বাবা পাঠালেই তোমাকে শুধ করে দিব।
-রিমি আমার কাছে এখন ১৫০ টাকা আছে, তুমি বরং ১০০ টাকা নিয়ে যেয়ো । আমি ৫০ টাকা দিয়ে ঠিক দু'দিন চলে যাব ।
রিমি: না ,তাহলে থাক আমি বরং নিলয়ের কাছে কিছু টাকা দার করি।
-ধারটা আমিই করি ।
রিমি: না, প্রয়োজন তো আমার ।
-তাতে কি ।
রিমি: ইস! ভালো লাগচে না ।

আমি রিমির কপালে হাত দিয়ে বললাম:- না জ্বর তো আসেনি ।
রিমি: কপালে হাত রাখলে কি জ্বর দেখার জন্য?
-হুম।
রিমি হাসলো ।
-হাসলে যে রিমি ?
রিমি: আমার শরীরে একটু হাত রাখবে সেই ঝড়তাই তোমার কাটেনি তো তাই ।
-আমি নিশ্চুপ হয়ে রইলেম ।
রিমি: এই যে আমাদের বিয়ে হলো পাচঁমাস হয়েছে, এরই মধ্য প্যাগনেন্ট করে দিলে । কত বললাম- কয়েক বছর যাক , শুনলে না তুমি ।

-সেই তো নিতেই হবে । আগে নিলেই বা দুষ কি ।
রিমি: আমি কিন্তু জানি, এত দ্রুত তুমি কেন সন্তান চাচ্ছ ।
-কেন রিমি? কোন কারন নেই ।
রিমি: তুমি ভেতর ভেতর ভাব, আমি যদি তোমার কাছ থেকে চলে যাই , এ জন্য সন্তান নিয়ে আটকাতে চাচ্ছ তাই না?
-না রিমি।
রিমি: মিথ্যা বইলো না ।
-কিছুটা সত্যি, তুমি তো আমাকে আগে পছন্দই করতে না ! তোমাদের বাড়িতে গেলে -,তোমার রুমে গেলে আমাকে সর্হ্যই করতে পারতে না । আমি তোমাকে অনেক পছন্দ করি তো, জানি শুধু ফ্রেমিলি চাপেই তুমি আমাকে বিয়ে করেছো, আর আমি অবুঝের মত তোমার হৃদয় না জেনে শুধু শরীর পাওয়ার জন্যই বিয়ে করে ফেললাম! শুধু শরীর নয় কিন্তু তুমি তোমার হৃদয় মুক্ত করলে আমি আমাকে দেখাতে পারি, আমি তো কবে দেখেই বসে আছি ।
রিমি: আচ্ছা তোমার ডাইরীতে যা লিখেছিলে তা কি সত্যিই ?
-কি লিখেছিলাম রিমি?
রিমি: লিখেছিলে বিয়ে করার পর এক ডর্জন বাচ্ছা নিবে ?
-ও , ওটা তো আমার পার্সনাল ডাইরীছিল ! লেখছিল না অন্যদের পড়া বারণ ?
রিমি: আমি তোমার স্ত্রী , তাই ।
-হুম।
রিমি: সত্যিই কি ?
-হুম ।
রিমি হেসে বললো: আমি অতগুলো ধারণ করতে পারবো না গো, যাও তোমাকে দ্বিতীয় বিয়ের অনুমতি দিলাম ! আমি দু'টার বেশি পারবো না ।
-সে দেখা যাবে।
রিমি: দেখা যাবে না, আমি দু'টার বেশি পারবো না । তুমি কি বর্বর চিন্তা করো ।
-হাহাহাহাআহাআহহাহাহ
রিমি: দেড়শো টাকা পকেটে নিয়ে ঘুরে বেড়ায় ওনার আবার এক ডর্জন সন্তানের বাবা হওয়ার সখ জন্মেছে ।
-আমি কি সব সবময় বেকার থাকবো ? নাকি ?
রিমি:আসলেই তুমি আনলাকি ১৩ ।
-ঠিকি বলছো গো, এতগুলো ইন্টারভিউ দিলাম কিছুই হচ্ছে না যে ।
রিমি হেসে বললো:- হবে ,টেনশন করো না । কারো দ্রুত হয় কারো একটু সময় লাগে , লেগে থাক হবে ।
আমি আর কোন প্রশ্ন তার উত্তর দিলাম না ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪১

প্রামানিক বলেছেন: আপনি প্রথম পাতায় পাঁচটি পোষ্ট দিয়েছেন। মডারেটররা দেখলে আপনার লেখা সরিয়ে নিতে পারে। কাজেই ঘন ঘন পোষ্ট দেয়ার ব্যাপারে সতর্ক হওয়ার জন্য অনুরোধ করছি।

২| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:০৮

মানুষ আজিজ১ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.