নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিজয় না হওয়া পযন্ত সংগ্রাম করো

মানুষ আজিজ১

মানুষ আজিজ১ › বিস্তারিত পোস্টঃ

গল্প

১৬ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৪

নীলিমাকে অনেক বুঝিয়ে বললেও- ও ক্ষেপে যায় ।
নীলিমা : না, না আমি যেটা দেখেছি সেই । এটা ভুল নয় ।
-না গো । ওটা ভুল ।
নীলিমা: তাই বলে গায়েঁর উপর হেলে পড়তে হবে? গায়েঁ তো নয় একে বারে কোলে ।
-আরে না । ওটা কোল নয় । আমি পিছনে একটু ঝুকে ছিলাম ।
নীলিমা: না ,না আমি যেটা দেখিছি সেটাই ঠিক । তুমি যা বুঝাচ্ছো সেটা- ভুল ।
-আমাকে বিশ্বাস করো না ?
নীলিমা: আর বিশ্বাস ? তোমরা সব পুরুষরাই এক , আমার জন্য পৃথিবীতে আর কেউ রইলো না । আমি একদম একা ।
-এই দেখ আমি আছি ।
নীলিমা: তুমি আর নেই আমার জীবনে ।
-এমন করে কেন বলো গো ।
নীলিমা: তুমি-তো তাহার ।
-না, আমি তাহার না । আমি তোমার ।
নীলিমা: না, তুমি তাহার ,তুমি তাহার,তুমি তাহার ।
-আমার কাছ থেকে পালাতে চাইছো ?
নীলিমা: যাহা সত্যিই তাহা বলিলাম ।
-সত্য নয় , ও আমার জাস্ট বুডি ।
নীলিমা: আর মিথ্যা বলো না ।
-তাহলে ওর সাথে কথা বলিয়ে দিই, ওকেই জিজ্ঞাসা করো ?
নীলিমা: না আমি কাউকে কিছু বলবো না , এমনকি তোমার কেও না । তুমি একটা প্রতারক ।
-প্রতারক প্রেমিক ?
নীলিমা: হুম ।
-জানি মন থেকে বলোনি।
নীলিমা: মন থেকেই বলছি ।
-প্লিজ ও কথা বলো না । একবার সত্যটার প্রুফ করার সুযোগ দাও ।
নীলিমা: আমার কাছে দ্বিতীয় কোন অপশন নেই । আমি ইশ্বরী ।
-তুমি তো দেবী । তোমাকে তো প্রার্থনা করি ।
নীলিমা: সেটা তোমার বাড়া-বাড়ি ।
-আমাকে বিয়ে করবে ?
নীলিমা: দেবীকে বিয়ে করতে চাও , এত বড় সাহস ?
-দেবীতো কাউকে খালি হাতে ফেরায় না ।
নীলিমা: আচ্ছা তুমি কি মুচলমান?
-কেন?
নীলিমা: এই যে এত দেবী ,দেবী করো ।
-আমি মানুষ ।
নীলিমা: মানুষ তোমার নাম উচিত হয়নি ।
-কি উচিত ছিল তাহলে ?
নীলিমা: ইবলিশ শয়তান ।
-শয়তান কেন ।
নীলিমা: তুমি প্রেম করো এক জায়গায়, আবার অন্যর কোলে ঘুমাও ।]
-না, ওটা তোমার চোখের বিভ্রম ।বিশ্বাস করো –আমি ওমন ছেলে না ।
নীলিমা: কেমন ছেলে তো দেখছিই । হেংলা কোথাকার ।
-হেংগা ,কি ?
নীলিমা: তুমি আসলেই গাদাঁ হেংলা জান না ! সত্যিই জান না ।
-না । জানি না । তুমি তো আমর গুরু শিখিয়ে দা্ও ।
নীলিমা: হেংলা মানে পাতলা, যে বেশি পটর পটর করে, কাজের বেলা ঠন-টনাটন ।
-ছি ছি , এটা বলতে পারলে গো ! আমি না তোমার স্বামী হবো ।
নীলিমা : তোমাকে বিয়ে করলে তো ।
-করবে না আমাকে ?
নীলিমা: না ।
-ডাক্তার,ইন্জিনিয়ার, ঘুসখোর পুলিশ অফিসার তেমন কাউকে ।
নীলিমা: হয়তো ।
-ও ।
নীলিমা: করবো কেন? কি আছে তোমার । তোমার ঘরে একটা এক্র্ট্রে পযর্ন্ত নেই ।
-প্রেম নেই ।
নীলিমা: কি জানি। মানুষের হৃদয় পরিবর্তনশীল তো বা যা করছো অভিনয় কিনা ।
-আমি অভিনয় পারি না ,বলেই দেখ প্রেমের জন্য কি করতে পারি না ।
নীলিমা: তুমি আমার চেয়ে দু’বছেরর ছোট কিন্তু ।
-তো ।
নীলিমা: ছোটদের মত থাকবে ! বড়দের জীবনে আসতে চেস্টা করো না ।
-আমি বয়সে বিশ্বাসী না ।
নীলিমা: তুমিই আসলেই বাচ্ছা ছেলে ।
-বাচ্ছা কেন বল?
নীলিমা: এমনি বললাম ।
-এমনি কেন?
নীলিমা: মন চেয়েছে তাই ।
-হুম ।
নীলিমা: যাও এবার ।
-সত্যিই বলতো ,আমাকে ভালোবাস না ।
নীলিমা: যাও এখন । সময়েই বলে দেবে ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.