নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিজয় না হওয়া পযন্ত সংগ্রাম করো

মানুষ আজিজ১

মানুষ আজিজ১ › বিস্তারিত পোস্টঃ

শালিকডাঙ্গা

১৬ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৫

জান আমরা ছোটবেলায় যখন শালিকডাঙ্গায় থাকতাম । কত মজা হতো আমাদের ?
-কেমন মজা করতে রমা ? ।
রমা: আমাদের গ্রামে বড় কয়েকটা তালপুকুর ছিল, ঐ তালপুকুরের মাছ অনেক স্বাদের ছিল । বহুদুর থেকে মানুষ আসতো ঐ তালপুকুরে স্লান করতে । আমাদের শালিকডাঙ্গায় গরমে প্রচুর গরম,শীতে হাড় কাপাঁ শীত ধরে যেত আর বৃষ্টিহীন নির্মল নীল আকাশ যে কত সুন্দর দেখাতো। সারা বিকেলটা আকাশটা লাল হয়ে থাকতো ,আর আমাদের দু’তলা বিল্ডিংয়ের ছাদ থেকে রেলষ্ট্রেশন দিখতাম ।কখনো নদীর বুকে খোজে পেতাম শাদা জলপায়রার অবাধ বিচরন , জান তখন না খুব জলপায়রা হতে মন চেয়েছিল ।আমাদের দু’লার বাড়ি নানা গাছে আবৃতছিল, আমার ঘরের জানালার পাশেই ছিল কামরাঙা গাছ।ইস-কি যে লালটুক –টুকে কামরাঙা ধরতো । সারাদিন পাখির গানে মুখরিত হয়ে থাকতো চারপাশ, পশ্চিমে উদার –মাঠ আর দুরে অশ্বথ,বাবলা গাছের সারি দেখা যেত মায়ের মত আদর দিয়ে আছে । আমাদের বাসার পূর্বে একটা দীঘি ছিল তবে তালপুকুর থেকে বড় নয় ।আমরা যে পাশটায় থাকতাম বসতি তেমন ছিল না ,তবে প্রকৃতিক বেলা-ভূমি ছিল ।আমার কখনো যদি মন খারাপ থাকতো –দু’তলা নিজ ঘরের জানালা দিয়ে চুপ করে বসে থাকতাম সেটাও ভালো লাগতো তবে চুপ করে বসে থাকবার সময় ছিল কম কারন আমাদের পরিবেশটা দীর্ঘক্ষন মন খারাপ করিয়ে রাখে না । আমাদের প্রাকৃতিক পরিবেশটা ছিল আমার বন্ধুর মত ।
-হুম। অনেক বড় জায়গায় তুমি সময় কাটিয়েছিলে । তাই হয়তো হৃদয়টাও অনেক বড় নিয়ে পৃথিবীতে বেড়ে উঠছো। সত্যিই বলছি –হৃদয়ের দিগ দিয়ে তুমি আমার চেয়ে অনেক বড়। তোমার ঐ স্থানে পৌচ্ছাতে নুতন করে জন্মগ্রহন করে তেমন একটা পরিবেশে থাকতে হবে ।
রমা: স্বামী তুমি তো অনেক ভালো । আমাকে এত বড় করে দেখ কেন?
-তুমি যা আমি তাই বললাম। বল কোনদিন মিথ্যা বলেছি তোমাকে?
রমা: না বলোনি ।
-চল ঘুমিয়ে যাই ।
রমা: হ্যাঁ গতকালকের মত আজ আর বলবো না কোলবালিশ জরিয়ে ঘুমিয়ে যাও । তুমি রেডি হও আমি,ফ্রেশ হয়ে আসচ্ছি ।
-আসো । আমি আছি ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.