নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিজয় না হওয়া পযন্ত সংগ্রাম করো

মানুষ আজিজ১

মানুষ আজিজ১ › বিস্তারিত পোস্টঃ

শিখা

১৬ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৫১

গতরাতে শিখার সাথে খুনসুটি:
শিখা:রাত-তো অনেক হলো ঘুমাবে না? কি এত –রাত জেগে দর্শন,শিল্প পচ্ছো শুনি? পড়ে কি হয়! বুড়ো বাপের ঘাড়ে বসেই-তো স্ত্রী ,সন্তান দিব্বি চালিয়ে দিচ্ছ?
আমি: চলছে-তো, না খেয়ে,না পড়ে তো আর থাকছো না ।এত রাতে এ কথা কেন? আমাকে আমার কাজ করতে দেবে।
শিখা: তো বলিকি এমন কাজটা কচ্ছো যে আমার কথাতে এত সমস্যা । ঐ সব ছাই-পাশ পড়ে তো তোমার মাথাটাই বিগড়ে গেছে!পাগল হয়ে যাচ্ছ নাতো তুমি?
আমি: হুম,আমি পাগল হচ্ছি,পাগলের বউ তুমি।
শিখা: বিয়ের আগে কত পটিয়ে –টটিয়ে বিয়ে করলে এখন সব সাধ মিটে গেল !এ্ই-যে আমি একলা শুয়ে আছি একটুও করুণা হয়না । তোমার কোন আকাংঙ্খা কতর্ব্য নেই তুমি কত পাষান ।
আমি: প্রতিরাতেই পাশে শুতে হবে নাকি নিজের ব্যক্তিগত কাজ থাকতে পারে না ?
শিখা: তোমার যা কাজ,কল্পনার নারী নিয়ে মাঝরাতে টানা-হেচড়া করো অথচ দেখ জীবিত নারীই পাশে শুয়ে আছে তোমার কোন অনুভূতিই নেই।তুমি খারাপ হয়ে যাচ্ছো! বুঝেছো কি তোমার ডাইরী আমি পড়ি না, ছি ছি ছি ! তুমি আমার শরীরের অঙ্গ,পতঙ্গ নিয়ে যা লেখেছো ছিহ!!
আমি: আমার private ডাইরী পড়তে বলছে কে ,দেখনি উপড়ে লেখা অন্যদের পড়া বারণ ।
শিখা: আমি তো অন্য মানু্ষ নই, তোমার স্ত্রী হিসেবে এতটুকু অধিকার নিশ্চয় আছে? আসলে তোমার মত পন্ডিতদের চরিত্র বলে কিছু নেই । নিজের স্ত্রীকে নিয়েও গবেষনা চালাও।চরিত্রহীন তুমি।
আমি: হুম, অনেক আগে থেকেই আমি চরিত্রহীন।
শিখা: ইয়ে আল্লা বলে কি! কত বছর বয়স থেকে চরিত্রহীন হলে?
আমি: চার বছর বয়স থেকে । যখন সবাই মিলে আমায় চেপে ধরে নুনু কেটে দিয়েছিল গ্রামীন পদ্ধতিতে (সুন্নতে খাতনা)
শিখা: শিখা কিছুক্ষন চুপ থেকে পরে বললো:-গ্রামীন পদ্ধতি কেমন ছিল?
আমি: গরু জবাই করে কসাই তখন তারা ঐ কাজটিও করতো ,গ্রামীন জীবনে তখন ডাক্তার ছিল না ।ঔষধ পত্র ছাড়াই চামড়া তুলে নিল-কিযে বেদনা ছিল! অসহনীয় ।
শিখা: আহারে ,তোমার কত কষ্টই না হয়েছিল গো! সরি। মনটাই খারাপ হয়ে গেল।
আমি: কষ্ট হয়েছিল বৈকি। তারপর মনে হলো শিখার মনটা সত্যিই খারাপ হয়ে আছে। কিছুক্ষন উপর দিগে ফ্যাল ফ্যালিয়ে তাকিয়ে থেকে পুনরায় নিদ্রায় গেল শিখা । আমি আবার পুরোধমে শিল্প নিয়ে বসলাম ।---------অনেক পড়তে হবে বেকার জীবনে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.