![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাড়িটির পিছনে সুপাড়ী গাছ,সামনের দিগদিয়ে সাড়ি সাড়ি ছোট ছোট নারিকেল গাছ সহ বেশ কিছু ঔষধী গাছ । বাড়িটির সামনে ছোট একটা জলাশয় আছে , জলাশয়ের আশে পাশে ছোট ছোট গাছ তা-ছাড়া বাড়িটির আশে পাশে কিছু ফুলের টব দেখা যায় । সব মিলিয়ে এই দু'তলা বাড়িটি আমার মনের ভিতরে একটি আপন ভুবন সৃস্টি করেছে ।বাড়িটির ছাদের ফুলের টব গুলোও মনে ধরার মত । বাড়ি থেকে ঢাকা আসার পথে এ রকম একটি বাড়ির সাক্ষাত সব সময় হয়..ছোট বেলা থেকেই বাড়িটি দেখে আসছি । আসা যাওয়ার পথে রাস্তার পাশের এই অজানা বাড়িটি সব সময় আমি অভাগ হয়ে দেখি । অনেক দুরে বাস চলে আসলেও বাড়িটির দিগে চেয়ে থাকি ..এক সময় বাড়িটি ঝাপসা হয়ে যায়..তখন মনে মনে ভাবি ঐ বাড়িটিকে আবার কবে না কবে দেখবো । যাওয়া আসার পথে বাড়িটিকে দেখা যেন আমার আরেক স্বপ্ন । গ্রামের মাঝে রাস্তার পাশের ঐ বাড়িটিকে অনেককে মুগ্ধ করে কি জানিনা আমাকে ঐ বাড়িটি সব সময় মুগ্ধ করে । যখন ছোট ছিলাম তখন ভাবতাম ঐ বাড়ির মত আমি একটি বাড়ি বানাবো ,কিন্ত একটু বড় হয়ে ঐ ভাবণা একে বাড়েই চলে যায় ।.বাস্তবতা খুবই কঠিন । আরো এক সময় মনের মাঝে কল্পণা হতো বাড়িটি যেহেতু সুন্দর নিশ্চয় বাড়ির মধ্য সুন্দরী কোন মেয়ে আছে ঐ সুন্দরী মেয়ের সাথে আমার বিবাহ হবে ,আমি ও আমার বউ বাড়ির ছাদে যাবো দু'জনে হাত ধরে সারা বিকেল ছাদে বসে থাকবো । রাস্তাদিয়ে শত শত গাড়ি চলা চল করে গাড়ির যাএীরা দেখবে আমরা ছাদে বসে আছি তারা ভাববে আমরা অনেক সুখি দম্পতী , এক সময় এই চিন্তেও মাধা থেকে চলে যায় । সমস্ত চিন্তে বাদদিয়ে এক সময় ঠিক করলাম একদিন ঐ বাড়ির ভিতরে যাবো তাও আর হয়ে উঠেনি কারণ আমি ডাইরেক্ট বাসে চলা চল করতাম বাড়িটির আশে পাশে ও কোন বাস স্টপ নেই । তাছাড়া বাড়িটি রাস্তার পাশে নির্জন জায়গায় তৈরী হয়েছে তার আসে পাশে কোন বাড়ি ঘর নেই শুধুই মাঠ আর মাঠ । আজ এতটি বছর চলে গেলো বাড়িটিকে আগের মতই দেখি ...তবে আগের মত আবেগ , অনুভূতি জাগে না । এখন আর কল্পনা করি না যে ঐ বাড়ির সুন্দরী মেয়ের সাথে আমার বিয়ে হবে কিংবা আমাকেও ও রকম বাড়ি বানাতে হবে এসব কোন কিছুই মনের মাঝে জাগে না ।.....যাওয়া আসার পথে বাড়িটির দিগে আজও চেয়ে দেখি...এ শুধু চেয়ে দেখা অন্য কিছু নয়....! অপেক্ষা
©somewhere in net ltd.