![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রমা আমার কাছে একদিন 'বিভা' সর্ম্পকে জানতে চাইলো। কেন আমাদের বিচ্ছেদ হলো! বিচ্ছেদের অনেক কারন থাকে ,শেষ হবার নয় । বিভার সাথে যে আমার -সব সময় খারাপ সময় গিয়েছে তা নয় কিন্তু । যাইহোক পুরোনো -ডাইরি থেকে -রমাকে এই নোট-টা দেখালাম
২০১২ সালের ডিসেম্বর মাসের শীত সকালে ঘুম থেকে উঠে বারান্দায় বসে চাঁ খাচ্ছিলাম, ..বিভা শান্ত-ভাবে পাশে বসে বললো একটি কথা বহু-দিন বলবো ,ভাবছিলাম । আমি কিছু বললাম না ওর মুখের দিগে তাকিয়ে থাকলাম , ও আমার চোখ থেকে চোখ সরিয়ে অন্য দিগে তাকিয়ে বললো দেখ ' আমার প্রতি কোন শ্রদ্ধা নেই তোমার আর তোমার ওপরও আমার কোন বিশ্বাস নেই' শুধু শরীরের প্রয়োজন দিয়ে তো আর দীর্ঘ-দিন এক সাথে বেচেঁ থাকা যায় না , তাই না ? তাই চিন্তে করছি আমাদের আলাদা থাকা উচিত. ।.যদি কোন দিন আবার নিজেদের শুধরাতে পাড়ি তখন এক-সাথে থাকলাম আর আমি চাই শিশুটি আমার সাথে থাক । আমি বললাম, আলাদা যে থাকবে সেটার টাকা দিবে কে ? টাকাতো আামাকেই দিতে হবে তাই বৈকি? তাতে আরো খরচ বেশি , তাছারা একই ছাদের নিচেতো আলাদা ভাবেই তো আছি !তুমি কি মনে কর এক সাথে আছি ?তুমি জোসনা রাত পছন্দ করো না , আকাশ পছন্দ করো না , বর্ষার সন্ধ্যা পছন্দ কর না , শীত-রাতে উত্তাপ পছন্দ কর না , কবিতা পছন্দ করো না , তোমার জন্য পছন্দ করে কোন জিনিস আনলে সেটা ভালো-ভাবে গ্রহণ করো না , কোথাও ঘুরতে গেলে উসখুস উসখুস করতে থাক ।..আমিতো চাই আমার পাশে থেকে এ-গুলোর সুন্দর্য্য একটু উপভোগ কর , সারাক্ষণ সাংসারিক আশে-পাশের মানুষের আলাপ আলোচনা আর কতক্ষণ ভালো লাগে বল? আমি তোমাকে শ্রদ্ধা করতে চাই ....কিন্তু তোমার আমার পছন্দের বিষয় বিশাল পাধর্ক্য এটা কি আলাদা ভাবে থাকা নয় ? যাইহোক তুমি যদি পার নিজে বহন করে আরো আলাদা থাকতে পার এতে আমার দ্বিমত নেই আর শিশুটি যদি থাকতে চায় তোমার সাথে থাক তবে অনুরোধ তোমার মত কঠিন বানিয়ো না । বিভার চোখের দিগে তাকিয়ে দেখি ..নিশ্চুপে জল ঝড়চ্ছে. ।.মনে হল ওর এই সিন্ধান্ত আবেগের বশে নেয়া নয়। আমি আর কিছু না বলে ওর পাশ থেকে চলে এলুম ।
রমা এই লেখাটা পড়ে -হঠাৎ নিস্তব্ধ হয়ে রইলো । রমা বললো- বিভার ভেতর হয়তো অন্য কিছু ছিল , ওর জগৎ- এ তুমি ঢুকতে পারনি । -কিভাবে, ঢুকবো ? কোনদিন যদি প্রকাশই না করে ।রমাঃ সবাই যে সুন্দর উপস্থাপন, প্রকাশ করবে তাহা ভাব কেন? আরো সময় নিতে ?-বিভার জন্য এত প্রেম কিসে তোমার । অতীত না ঘাটলেই নয় কি?তাতে বিষাদই জন্মাবে । রমাঃ না তোমার এমন করা উচিত হয়নি । -চুপ থাক তুমি ।রমাঃ কেন? আমি বিভা নই । -এই জন্যই চুপ থাকবে । ওর জন্য এত দরদ কেন তোমার?রমাঃ কারন ও-য়ো এক নারী আমিও এক নারী । ও তোমার জীবেনর অংশ ছিল । এখন আমি। আমার জানা উচিত ।-রেখে দাওনা । আমাদের ভালো চলছে তো । রমাঃ বিভা !-থামবে তুমি?রমাঃ ইস! এই শব্দটা শুনতেই চাও না ? কি এমন করেছিল তোমার । -তোমার যদি জানতে মন,চায় --তোমার সতীনের মোবাইল নাম্বার দিই কথা বলে নাও । রমাঃ ওর নাম্বারও সেভ আছে এখনো!?-না,ঐদিন রাইফেল স্কোয়ারে দেখা হয়েছিল কথা বলেনি ,পরে ফোন দিয়েছিল?রমাঃ বাহ । কথাও বলেছো?-রমা, সত্যটাই তোমাকে বলেছি । রমাঃ কিভাবে বিশ্বাস করবো? নাম শুনতে পারো না অথচ নাম্বার সেভ করা । -ওর কাছে, আর শিশুটিও আছে । ও আমার শিশুটির মা এখন তো আমার কেউ না । থাতেই পারে নাম্বার । রমাঃ আর কিছু হয় নাই?-মানে রমাঃ পুরোনো প্রেম উতলিয়ে পড়ে তো । -তোমাকে কিন্তু পিটামু । ঝগড়া লাগতে চাও কেন?রমাঃ ঝগড়াই সংসারের মুল সম্পর্দ । পিটুনি খাবার জন্যই তো বলছি। না , হলে এত রাতে কেউ সাপের গর্তে হাত দেয় আমার প্রিয়তমা স্বামী । -এই কথা । দাড়াও, দেখাচ্ছি ।রমাঃ দাড়াতে পারবো না । শুতে এসো ,লেপটপ বন্ধ করো ,চেখে আলো আসচ্ছে । -আমি লাইট অফ করে দিয়ে, ফ্রস হতে যাচ্ছিলাম । রমাঃ কোথায় যাও আবার ?-লাঠি আনতে যাই , পিটাবো না তোমাকে !রমাঃ হিহিহহি ! আমাকে লাঠি দিয়ে পিঠাবে !!
©somewhere in net ltd.