নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিজয় না হওয়া পযন্ত সংগ্রাম করো

মানুষ আজিজ১

মানুষ আজিজ১ › বিস্তারিত পোস্টঃ

বেলাদি

১৬ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৭

বহুদিন পর বিভাকে দেখেছি আজ । রাইফেল স্কোয়ারে সম্মুখে দাড়িয়ে কারো জন্য সম্ভবত অপেক্ষা করছিলো । কিছুটা দুরত্ব রেখেই ,ওর সম্মুখে দাড়িয়ে রইলেম । বিভা আমাকে এক নজর দেখেই মুখটা গুরিয়ে নিল! মুখটা কিছুটা উচু করে নীল আকাশের উড়ে যাওয়া পাখি গুনছিলো হয়তো । আমি ওর দিগে একাধারে তাকিয়েই রইলেম,ভেবেছিলাম আরেকবার তাকালে হেসে যেয়ে ওর সাথে কথা বলবো । ও আর আমার দিগে তাকালোই না ,যেন ওর সাথে কোনদিন –কোনকালে আমার কথাই হয়নি ,যোগাযোগ হয়নি ,আমরা যেন পরস্পর খুবই অপরিচিত !পরস্পর বিরোধী !সময়ের সাথে সাথে মানুষের ক্ষোপ,হিংসা,প্রশ্ন,অভিযোগ,ক্রোর্ধ কমে যায় না তাহলে ? অথচ এই বিভা আমার এতটাই কাছে ছিল যে,ওর শরীরের ভেতর রক্তের হাঠা-চলাও টের পেতাম । তাহলে কি ও গুলোর কোন মূর্ল্য নেই ?শুধুই নিয়ম রক্ষার্থে ?ওর জায়গাটা কি ‘রমা’ দখল করে নিল ? মাথায় নানা উদ্ভট চিন্তা নিয়েই দাড়িয়ে রইলেম কিছুক্ষন পর বিভার মোবাইল ফোন বেজে উঠলো, বিভা তাড়াহুরো করে মার্কেটের ভেতর চলে গেল ।
আমিও মন খারাপ করে,রাইফেল স্কোয়ারের অপজিটে কালো পর্দাটানানো চায়ের স্ট্রলে বসে ,দুই কাপ চাঁ নিলাম । শরীরটাও ভালো নয়,জ্বরে শরীর ব্যর্থা করছিলো, তার ওপর আবার মনের চাপ । কিছুক্ষন পর আমার মোবাইলে অপরিচিত নাম্বার থেকে কল আসলো, রিসিভ করতেই ।ওপাশ থেকে মেয়ে কন্ঠ কোমল স্পর্শে বলে উঠলো;- কেমন আছো তুমি ? অনেকদিন পর দেখলাম তোমাকে,অনেক ফেড হয়ে গেছ! কথা বলোনি কেন?এখনো রাগ চেপে আছো?
-তুমিই তো আমার দিগে তাকালে না । ভেবেছিলাম ,একবার তাকলে আমিই হেসে যেয়ে কথা বলবো তোমার সাথে ! অনেক অপরিচিত লাগছিল তোমাকে। দ্বন্ধতে ভুগছিলাম;- কথা বলতে যেয়ে যদি অপমান কর !যাইহোক- আমি ভালো আছি,তুমি ?
বিভাঃ আমিও ভালো । অপমান? অপমান করবোই কাকে?ভুল আমাদেরই হয়েছে ! আবার যদি কখনো হঠাৎ দেখা হয় কথা বইলো, সাধারন কথা তো বলতেই পারি, যে তুমি কেমন আছ? বা আমি ভালো আছি কিনা ।
-হ্যাঁ বলতেই পারি ।
বিভাঃ ঠিক আছে আরো বেশি বেশি ভালো থেকো ।এসেছিলাম এক কাজে ।তোমাকে মুখোমুখি দেখবো –হঠাৎ নিজেকে গুছিয়ে উঠতে পারছিলাম না ।রাখি ।
-রেখে দিবে? অনেকদিন পর তোমার কন্ঠ শুনচ্ছি।ভালো লাগচ্ছে ।
বিভাঃ হুহু করে কিছুক্ষন হাসলো ! আচ্ছা রাখি ।
-হেসে কি প্রমান করতে চাইলে । আমার ভেতর কোন ফিল নেই?আমি যা বলি মিথ্যা ?আমার অতীত নিয়ে কষ্ট হয় না ?
-বিভাঃ থাক না,গুলো দিয়ে কিছুতো আর হবে না ? কিছু হবে?
-না, কিছু হবে না ।
বিভাঃ সেটাই ।ভালো থেকো ।
এই বলেই লাইনটা কেটে দিল বিভা । কিছুটা আমিও হালকা হলাম কিছুক্ষন পর আবারও অপরিচিত নাম্বার থেকে কল । রিসিভ করতেই-নেটয়ার্কের সমস্যায় বুঝা যাচ্ছিলো না কথা ।শেষমেষ সনাক্ত করলাম প্রদিপদা । আসলে,সবার নাম্বারই সেভ ছিল, সিম হারিয়ে সবার নাম্বারটাও মুছে গেছে । প্রদিপদার সাথে ধানমন্ডী ১৫ যেয়ে সাক্ষাত করলাম, আড্ডা দিলাম অনেকদিন পর। এর আগে সুমন ভাইয়ের সাথে দেখা হয়েছিল,সেও বহুদিনপর ধানমন্ডী আসলো আজ । এক সময়ের প্রতিদিনের পরিচিত মুখগুলোর নুতন করে সাক্ষাত ঘটলো আজ । জ্বরটা যেন অর্ধেকেই নেমে গেল । সবশেষে—সন্ধ্যার আগ মুর্হুতে ‘রমার’ গন্তব্যর দিগে রওনা দিলাম

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৫

দেবজ্যোতিকাজল বলেছেন: ভল লিখেছ

০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১:৪৬

মানুষ আজিজ১ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.