নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিজয় না হওয়া পযন্ত সংগ্রাম করো

মানুষ আজিজ১

মানুষ আজিজ১ › বিস্তারিত পোস্টঃ

আমার বন্ধু সৌমিক

১৬ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৯

গতকাল রাত ১০টার দিগে বৃষ্টিতে ভিজে আমার বাসায় সৌমিক এসেছিল । এসেই বললোঃ একটা তুয়ালে দিবি ,জলটা মুছে নিই । তুয়ালে নিয়ে ও জল মুছতেছিল ,আমি বললাম-বৃষ্টিতে ভিজে কোথা থেকে আসলি?।খুব সাধারণ ভাবেই প্রশ্নটা করলাম ।
সৌমিক কোন উত্তার দিল না ,ও বললোঃ খুব বৃষ্টি হচ্ছে বাইরে ।তারপর আমার সম্মুখে চেয়ার টেনে বসে বললো : মানুষ কেমন আছিস?
-এইতো বেচেঁ আছি। তুই?
সৌমিকঃ আমিও বেচেঁ আছি।অনেকদিন দেখা হয় না, ভাবলাম বৃষ্টিতেও ভিজেছি, তোর বাসায় জিরিয়ে নিই তাই আসলাম ।
-বৃষ্টি না হলে তো আর আসতি না ?সোজা রাস্তায় চলে যেতি । প্রায় দেখি তোকে রাস্তা দিয়ে নিশ্চুপে চলে যাচ্ছিস, আমিও ডাকি না তোকে ,আর তুইয়ো তো এ বাড়ির দিগে ফিরে তাকাস না !
সৌমিকঃ সত্যিই বৃষ্টি না হলে আসতাম না হয়তো । বৃষ্টির সাথে সাথে কেন জানি মনটাও ভিজে গেল ,তাই আসলাম ।
-বাসার সবাই কেমন আছে?
সৌমিকঃ ভালো ।
-চল,রাতের ডিনার করে নিই।কিছুতো খাসনি মনে হয়?
সৌমিকঃ কি খাওয়াবি? ডিম আর গরম ভাত ?
-ডিম তো নেই, এনে দিই।
সৌমিকঃ না , লাগবে না । অন্যদিন এসে খাব, বৃষ্টি হয়তো থেমে গেল । আজ যাই, তাহলে ।
-আরেকটু থাক না, কত কত দিন পর এলি !
সৌমিকঃ আমি তো এলাম, তুই হলে যেতে পারতি আমার বাসায় ?
-আমি উত্তর দিলাম না ।
সৌমিকঃ আজ যাই,অন্যদিন আসবো । তোরা আসিস একদিন বেড়াতে আমার বাসায় ।
-ছাতাঁ দিই, পথে যদি আবার বৃষ্টি আসে ।
সৌমিক ঃ অসুবিধে নেই , ভিজেই চলে যাব ।আমার তো তেমন ঠান্ডা,শর্দি হয় না ।
-যা ,তাহলে ।
সৌমিকঃ ভালো থাক তোরা ।
-তুইয়ো ,ভালো থাকিস ।
সৌমিকঃ একটা হাসি দিয়ে সিড়ি দিয়ে নিচে চলে গেল ।

পুনশ্চঃ
সৌমিক আমার প্রাণের বন্ধু ছিল । একদিন ওর সাথে দেখা না হলে, মনে হত দিনটাই মাটি ।সেই সৌমিক তিন বছর পর আমার বাসায় আসলো, আমার সাথে কথা বললো । আর অভিমানটা তিন বছর আগে থেকেই সৃষ্টি, যখন ওর বউ আমার সাথে প্রেম করে ওকে ডির্বোস দিয়ে চলে এলো । আমি হলে হয়-তো কখনই ওর বাসায় যেতে পারতাম । একমাত্র সৌমিক বলেই সম্ভব । সৌমিক আমার প্রাণের বন্ধু এই জন্যই সম্ভব । আমরা মোহে পড়ে এমন কিছু করে ফেলি যার ফলে –চিরন্তন বন্ধনগুলোও দুরে চলে যায় । সৌমিক ভালো থাকিস বন্ধু ,আমারা –তোকে অনেক কাদিয়েছি,কষ্ট দিয়েছি

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৩২

রূপক বিধৌত সাধু বলেছেন: সৌমিকের জন্য কষ্ট লাগলো । এমন ঘটনা (স্ত্রীদের চলে যাওয়া) প্রায়ই ঘটছে ।
(সিনিয়র ব্লগারদের লেখা বেশি বেশি পড়ুন । হাত পাকা হবে । ধন্যবাদ ।)

২| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০২

দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল লাগল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.