নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিজয় না হওয়া পযন্ত সংগ্রাম করো

মানুষ আজিজ১

মানুষ আজিজ১ › বিস্তারিত পোস্টঃ

একদিন পাব সুন্দর সকাল

১৯ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫৪

একদিন সকালে উঠে দেখবো- এই পৃথিবীটা খুব সুন্দর হয়ে গেছে । পত্রিকাতে কোন অপরাধ, খুনের সংবাদ নেই । চারাদিকে আনন্দ মিছিল । নিচতলার মোটা মেয়েটাও খুব ব্যস্ত হয়ে গেছে -সে আর পর চর্চা করে না । রোডে একটাও হর্ণ নেই, গাড়ি ঠিক মত চলছে -মানুষ গাড়ি থামিয়ে রাস্তা পাড় হচ্ছে না । মেডিকালের ডাক্তারা চিকিৎসার নাম করে এক বস্তা টেস্ট্র আর দিচ্ছে না । ধর্মীয় প্রতিষ্টানগুলো আর মিথ্যা কথা বলে মানুষদের বিভ্রান্ত করছে না । পুলিশ -প্রশাসন খুব সুন্দর, তারা সবাই নিজ নিজ কাজ করছে, কেউ যাত্রী ছাউনীতে বসে চোখ বুঝে আর ঝিমুচ্ছে না । স্কুলের কসাই টির্চারগুলো প্রাইভেটদের নাম করে আর ব্যবস্যা করছে না । প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে -দক্ষ টির্চার নিয়োগ দিচ্ছে , শিক্ষা সবার উপযোগী করেই তারা টিউশন ফি নিচ্ছে । আওয়ামিলীগ সরকার হত্যা ঝুলুমের রাজনীতি করছে না, শিবিররা আর রগ কাটচ্ছে না, বিএনপির মহাসচিব অবৈধ ভাবে অর্জন করা সব টাকা রাষ্ট্রিয় কোষাগারে জমা দিয়েছে । কোন হাউজিং কোম্পানি জমি দখল করছে না । চাকুরীর জন্য কেউ আর তৈল মাখছে না, যার যার অর্জন তাই দিয়েই সমান কাজ পাচ্ছে । মিডিয়াতে নাইকা বানানোর নাম করে কোন দালান গ্রামীণ মেয়ে শহরে এনে পতিতা বানাচ্ছে না । সব-দল,গুষ্টির মানুষ একত্রিত হয়েছে । এমন একটি সুন্দর সকালের অপেক্ষায় ------------------
তাহলেই আমার মত সাধারণ মানুষরা পৃথিবীতে স্বপ্ন দেখে পাবে ।
এখন যা দেখছি তার নাম স্বপ্ন না, মোহ ! বেচেঁ থাকার মোহ !

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৯

শাহরিয়ার কবীর বলেছেন: এই দিনটি কবে আসবে জানি না !

২০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪৭

মানুষ আজিজ১ বলেছেন: জানি না , কবে আসবে । অপেক্ষা করি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.