নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিজয় না হওয়া পযন্ত সংগ্রাম করো

মানুষ আজিজ১

মানুষ আজিজ১ › বিস্তারিত পোস্টঃ

রমার হাত কেটেঁছে

২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১২

বাড়ি থেকে নাহাল কাকা কচুর দু'টো মোথা নিয়ে এসেছিল । রমা বিকেলে কচুঁ কাটতে যেয়ে হাত কেটেঁ ফেলেছে , হাত কেটেঁ চিৎকার করে বলছিল -স্বামী ,দেখে যাও বটি আমার হাত কেটেঁ ফেলেছে , দৌড়ি গিয়ে দিখে রক্তে মাখা-মাখি । আমি বিরক্ত নিয়েই বললুম- এ কি করলে রমা? একটু দেখে নিতে পারো নি ।
যাইহোক নিচে যেয়ে এক হাতুরে রাক্তার থেকে কাটাঁ হাত সেলাই করে আনলুম ।
হাত কেটেঁছে তাই রান্না, ভান্না আমাকেই করতে হচ্ছে ! রমাকে খাইয়েও দিতে হচ্ছে ! টয়লেটে যেয়ে ওর ময়লাও পরিস্কার করে দিতে হচ্ছে ! এই নিয়েই রমাকে বললুম-দেখলে তুমি কত ভালো স্বামী পেলে , তোমার বিপদে কাছে দাড়ালুম । যে বিপদে পাশে দাড়ায় সেই না আসল স্বামী !
রমা মুখ ঘোমড়া করে বললো- তোমার যা কথা স্বামী ! তোমার হলে কি আমি কিছু করি না ? সামান্য জ্বর হলেই তো আমাকে সারারাত তোমাকে পাহাড়া দিতে হয়, মাথায় জল ঢালতে হয় ।

সেই তো রমা , তুমি আমি , আর আমি তুমি ।
এরপর রমা খুশি হলো ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৩

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: সবাই তোমাদের মত স্বামী স্ত্রী হোক

২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:২৩

মানুষ আজিজ১ বলেছেন: ধন্যবাদ

২| ২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৯

প্রামানিক বলেছেন: স্বামী স্ত্রী বলে কথা।

২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:২৪

মানুষ আজিজ১ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.