![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘাসের বুকে শিওরে শুয়েছিলাম, কোন শাদা শাড়ীর আচঁল মনে হলো , পর বুঝতে পারি শাদা কাফনের কাপড় নাতো ? ঐ যে আজ ফুটপাতে দেখলাম আতুড়েঁ মেয়েটা -,নিথর হয়ে কুকুরের মত শুয়েছিল -ওর শরীরে প্রচন্ড ঘন্ধ ! ঘেন্না লেগে যায় -অসনীয় । ও কি খায়, ---?
নীমি বললো- ও যে পাগল বোবা ? ওর আর খাবে কি? রাস্তায় ফালানো কলার ঘোসা ।
যেখেছিলাম আতুড়িঁকে, দিনের পর দিন এক চিন্হে আকাঁ । সময় মতো , হারানো ক্ষন । পদচিন্হের বুকে একরাশ অন্ধকার রাত্রির ভেতর , মহারাস্তায় মহাকাল হয়ে যায় । সেই সব আহরন করেছিলে বলেই বৈচিত্র নিয়ম সংসার । আর একদিন -প্রতিদিন ।
-আজ মেঝো উঠনে তুমি এসেছিলে বলেই এত পরিবর্তন । আমাদের গান থেমে যাওয়া হৃদয় বলেছিল সংগম করি । সেতো তুমিই ছিলে , প্রতিদিনের ভোর ।
শীত রাতে রমাকে দেখতে পাই " ঠোঁটে হিংসের চেয়ে গাঢ় রক্ত, ভালোবাসাহীনতায় পরিশ্রমে মেঝে থেকে দেয়াল অবধ বেকেঁ যায়, আম ওর ডালপালার জঙ্গলে একটা মৃত, পতঙ্গের মত একা থাকি "
©somewhere in net ltd.