![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেকালে শত্রুবার ৩ টা ৩০ মিনিটে বিটিভিতে বাংলা সিনেমা ছাড়তো । আমার বৃদ্ধ নানু সেকালের শাবানা ও আলমগীরের বই দেখার জন্য খুব মুখিয়ে থাকতো । সেকালের শাবানার অভিনয় ছিল শুধুই কান্না করা, তার বইয়ের বেশির ভাগ সময়ই জল থাকতো । শাবানার দুঃখ আমার নানু সইতে পারতো না তাই সেও বে. বে করে কেদেঁ দিত ! সিনেমা শেষে যখন Happy Ending হতো আমার নানু বলতো যাইহোক শাবার একটা এবার গতি হলো ! আগামী শত্রুবার শাবানার কপালে কি লিখা আছে কে জানে - তাই সে আগে থেকেই শাবানার জন্য নামাজ পড়ে দুয়া করতো, শত্রুবারের মসজিদে দু'টাকা মানত করতো যাতে শত্রুবারের সিনেমায় শাবানার দুঃখ কষ্ট কম থাকে । আজ শত্রুবার নানু থেকে অনেক দুরে আমি, নানুর কথা খুব মনে পড়লো ।
২| ১২ ই মার্চ, ২০১৬ সকাল ১০:২১
আম আদমি বলেছেন: ভাই আমি তকন ছোট
৩| ১২ ই মার্চ, ২০১৬ সকাল ১১:১২
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: সেই সময়ে আমরাও ছবি দেখতাম------ সেই ছবি দেখার মজাই ছিল আলাদা --- আসলে সেইসব ছবির ভিতর থাকতো জীবন -- ছিল শিক্ষামূলক ম্যাসেজ ---
©somewhere in net ltd.
১|
১২ ই মার্চ, ২০১৬ রাত ১:৪৬
ডা: শরীফুল ইসলাম বলেছেন: আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা............
