![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শুয়ে রয়ে যাওয়া আবহাওয়ার বিষাদ ,শেষ বিলাসে বহু শ্রেষ ধ্বনি । পায়রা বনে আচঁল উড়িয়ে নেমে আসা স্বপ্ন । তুমি বললেই -শালবনের ঝড়া পাতাদের হেমন্ত ।বহুবার বিপর্যস্ত আমড়াবনে -আমাদের এই দুপুরের ঘুম । শ্যামলা বর্ণে হরিণের চোখ আর গোপন বাসনার ভিড়ে নির্জনতায় এই পৃথিবীর সাংসার ।
হাওয়ার খয়েরি দৃষ্টি মুছে যায়,
তুমি আর এসেও এসোনা ,
বারান্দায় মুক্ত স্রোত ,
আবার জীবন আনলে সেই দায়িত্বে ।
বলে গেলে আমি ওমন না,
শেষমেষ দ্বিতীয়বারের জন্য হারালে -ঘুমে ।
০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ২:২০
মানুষ আজিজ১ বলেছেন: ধন্যবাদ
২| ০২ রা এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪৯
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: খুব চমৎকার একটি কবিতা বারবার পড়ে যাওয়ার মত। কবিকে অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ।।
০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ২:২১
মানুষ আজিজ১ বলেছেন: ধন্যবাদ আপনাকেও প্রকাশদা
৩| ০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ১২:০৩
কালনী নদী বলেছেন: আপনার কথাগুলা বরাবরি অন্তরকে ছোয়ে যায়!
০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ২:২২
মানুষ আজিজ১ বলেছেন: ধন্যবাদ ভালোলাগার জন্য,কালনীদা ।
©somewhere in net ltd.
১|
০২ রা এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪২
নকীব কম্পিউটার বলেছেন: ভাল লাগলো।