![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
-হিজল জামের বনে থেমেছে বুঝি রাতের ট্রেন নিশুথীর " রমা সেন" !
রমাঃ স্বামী সেন আবার হলুম কবে?
-ঐ যে যেদিন কৃঞ্চচূড়ার পাতার পাতায় রৌদ্দুরে আগুন জ্বলে ছিল , বহুরুপী সাজবে বলে , মনে নেই ভুলে গেলে ?
রমাঃ স্বামী তোমার সাথে আমার আড়ি আড়ি, তুমি এত মিথ্যা বলো কেন? কৃঞ্চচূড়ার ছায়ায় তলায় সে বেলায় জিরিয়েছিলুম চৈত্রের দুপুরে ।
-কেন রমা, কৃঞ্চচূড়া কি কখনো মানুষকে সাজায় না ।
রমাঃ হ্যাঁ মানুষকে সাজায় কিন্তু মানুষের স্ত্রীকে কি সাজায় ?
-রমা আজ কাল তুমি আমার কথার প্যাচ বড্ড ধরছো ।
রমাঃ আচ্ছা স্বামী সত্যি করে একটা কথা বলবে?
-বলো ।
রমাঃ দিব্যি কেটে বলো ?
-না এমনিই বল, আমি মিথ্যা কম বলি ।
রমাঃ তোমার নাম মানুষ কি নিজেই রেখেছো ?
-কেন রমা? সন্দেহ কেন?
রমাঃ না এমনিতেই বললাম , মানুষতো কারো নাম হয় না ।
-তাই বলে হতে পারে না ?
রমাঃ হতেই পারে, তোমার এক বন্ধুর নাম "মটর " ! হাহাহাহা ! কত অদ্ভূত নাম ।
-তবে আমি মনে করি একটা সময়ে পৌচ্ছিয়ে নিজে নিজের নাম রাখাই উচিত ।
রমাঃ কেন কেন স্বামী? বাবা-মার নাম দেয়ানো কি গত হবে তাহলে?
-আসলে কি জানো, ঐ যে মটর এর কথা বলছো , ওর তো প্রচুর মন খারাপ হয় নাম মটর বলে । সবাই যখন হাত বাড়িয়ে বলে আমি ওমুক তখন ওকে বলতে হয় আমি মটর ! এমন অনেক নামই আছে যা বাবা-মা রেখেছে কিন্তু সুন্দর নয় একটা সময় এসে সেগুলো পরিবর্তন করাকে আমি খারাপ মনে করি না ।
রমাঃ না না স্বামী তোমার কথা মানতে পারলাম না ।
-সেটা নারীদেরই বেশি মানতে হয় বিয়ের পর বাবার নাম মুছে তো মেয়েরা স্বামীর নামই রাখে আজ-কাল ! আজকাল অনেক প্রেমিকাও নিজের প্রেমিকার নাম শেষে লেজ জুরিয়ে দেয় ।
রমাঃ রমা কিছুক্ষন নিশ্চুপ থেকে বললো-হুম নারীরা তো যার অধীনে থাকে তারই কৃতদাসী ।
-কেন, কৃতদাসী কি বানিয়েছি ?
রমাঃহাহাহাহ ! আমি রমা দাসী ?
-রমা দাসী! হাসলে কেন?
রমাঃ বিনোদিনী দাসীর কথা মনে হলো ।
-ওহো , তুমি তো থিয়েটারে বিনোদিনী দাসীর পাঠটাই করতে ?
রমাঃ এখনো মনে আছে তোমার ?
-মনে রেখে দিয়েছি ।
রমাঃ একমাত্র তুমি ছাড়া কেউ আমাদের থিয়েটারের টিকেট নিত না ।
-রমা তুমি ভালো অভিনয় করতে? জানোতো, ঐরকম মৃত গ্রুপে না থাকলেই পারতে ?
রমাঃ হুম, অনেক গ্রুপ থেকে ডাক পেয়েছিলাম শুধু সুভাষদার জন্য যাওয়া হয়নি ! যার হাত ধরে ছোট্টবেলা থেকে থিয়েটার গান,নৃত্য অভিনয় শিখেছি । আমি চলেগেলে , সুভাষদার গ্রুপটাই মরে যেত , তাই আর পারিনি মায়ারটানে ।
-কখনো কি সুভাষদাকে ভালোবাসতে?
রমাঃ কখনো যে মনের কোনে সে আসেনি তা একেবারে নয় , বলতে পারো অবহেলার সময়ে কিছু অনুধাবন মাত্র কিন্তু কোনদিন প্রেমে পরিনি তেমন করে ।
-আমার প্রেম পড়লে কেন? তুমি তো সুন্দরীছিলে অনায়েসে কোন বড়লোক ঘরের ছেলের সাথে তোমার বিয়ে হয়ে যেত ।
রমাঃ কিছু পেলে কিছু ছাড়তে হয় ।
-আমার কাছে কি পেয়েছে ? পেলে কিছু ?
রমাঃ হুম , পেয়েছি ।
-কি?
রমাঃ বলা যাবে না , ওটা একান্ত নিজের তাই তোমার কাছেই চলে এসেছি ।
-আচ্ছা রমা, বিয়ের আগে কেউ তোমাকে প্রেমের প্রস্তাব দিতেই পারে বুঝলাম , বিয়ের পর কি কখনো পেয়েছো ।
রমাঃ জানো আগের বয়স্ক প্রবীনরা বলতো বিয়ের জলপেলে মেয়েরা আরো সু্ন্দর হয়, অনেকে বলে আমার বেলায় নাকি তাই হয়েছে আর বিয়ের পর প্রেমের প্রস্তাবটাই বেশি পেয়েছি ।
-ও ।
রমাঃ মন খারাপ হলো?
-না ।
রমাঃ তোমার মুখের ভাষা বুঝতে পারি , ভয় নেই আমি পালাবো না ।
০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪৩
মানুষ আজিজ১ বলেছেন: ফিরে এলো রমা
২| ০৫ ই এপ্রিল, ২০১৬ ভোর ৬:৪২
রিফাত_হাসান বলেছেন: আপনার প্রায় প্রতিটি লেখাই পড়ি। বেশ ভাল লিখেন আপনি। কখনো সময় পেলে উপন্যাস লেখার চেষ্টা করবেন।
০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪৩
মানুষ আজিজ১ বলেছেন: হুম ট্রাই করবো ব্র
৩| ০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ৭:৫০
মিরাশদার১০ বলেছেন: আপনার লেখাগুলো ইন্টারেস্টিং! পড়ে ভালো লাগলো
০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪৪
মানুষ আজিজ১ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৫ ই এপ্রিল, ২০১৬ ভোর ৬:২৭
বিজন রয় বলেছেন: রমা ফিরে এলো।
++++