![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আইন বিশেষজ্ঞ নই তাই জানতে চাই যে এই রকম একটা ছবি থাকার পর কিভাবে তারা খালাস পায়।
একটি জাতীয় দৈনিকে এই ছবি দিয়ে খবর ছাপা হয় ২০১০ সালের ১০ই মে।কেন এই খবরকে আমলে নিয়ে আদালত বিচার করেন নাই?
ব্লগে অনেক আইনজীবী আছেন। দয়াকরে যদি একটু ব্যাখ্যা করেন।
২| ২৯ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:১৬
আহলান বলেছেন: উহা খালাস অযোগ্য অপরাধ নহে .....
৩| ২৯ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:৪৯
সজল কির্ত্তনিয়া বলেছেন: এই সব বাল ছাল - নাটকের ছবি দেওয়া বন্ধ করেন, মানুষ আর এগুলো খায় না।
৪| ২৯ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:১০
ভালবাসার বাংলােদশ বলেছেন: আইন এই ধরনের চাক্ষুস প্রমানকে অবশ্যই গুরুত্ব দেয়। এর চেয়ে বড় প্রমান অঅর হতে পারে না। এই খালাস আইন দেখে দেওয়া হয়নি। এই ধরনের প্রমান থাকলে তাকে ফাঁসি অথবা যাজ্জীবন দেওয়ার বিধান রয়েছে। বাংলাদেশের বিদ্যমান পেনাল কোর্ড এ্ই ধরনের নিশ্চয়তা দেয়। এই সম্পর্কে পেনাল কোড এ উল্লেখ আছে যে,
307. Whoever does any act with such intention or knowledge, and under such circumstances that, if he by that act caused death, he would be guilty of murder, shall be punished with imprisonment of either description for a term which may extend to ten years, and shall also be liable to fine; and, if hurt is caused to any person by such act, the offender shall be liable either to 111[ imprisonment] for life, or to such punishment as is hereinbefore mentioned.
When any person offending under this section is under sentence of 112[ imprisonment] for life, he may, if hurt is caused, be punished with death.
সুতারং রেহাই পাওয়ার কোন সুযোগ নাই। রেহাই্ পয়েছে হয়তোরাজনীতিক বিচেনায়।
৫| ২৯ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৫:৩৬
ফাহাদ ইবনে মুরতাযা বলেছেন: @ সজল কির্ত্তনিয়া, আপনার বাল আপনি কাটেন, আরেকজনেরটা নিয়া ব্যাস্ত কেন??
সত্য ঘটনার বাল কাটা খুব দুষ্কর!!!
৬| ২৯ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:০৬
ছাসা ডোনার বলেছেন: এরা যে আওয়ামী সন্তান, তাই এরা আইনের মধ্যে পরে না।
৭| ১২ ই মে, ২০১৫ ভোর ৪:১৭
মানুষমানব বলেছেন: ভাই আমি রাজনৈতিক কার কাছে কিছু জানতে চাই নাই। শুধু নিজে জানার জন্য এখানে পোস্ট করেছি। আইনবিদরা যা বলেন তাই শুনতে চাই।
©somewhere in net ltd.
১|
২৯ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৪:০৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: তারা যে ছাত্র লীগ!
আর ক্ষমতায় আঔয়ামীলীগ!
তারপরও বলে দেশে আনিরে শাসন রয়েছে।
বলে বিচার বিভঅগ স্বাধীন!
বলে গণতন্ত্রের কথা!!!
এই ছবিগুলোই সকল মিথ্যাকে প্রকাশ করে দেয়!!!!!!!!!!!!!!!!!