নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিত্ব বিসর্জনই আমার আমিকে বিকশিত করে।

মানুষমানব

One for all but no for One

মানুষমানব › বিস্তারিত পোস্টঃ

আওমীলীগের রাজনৈতিক প্রজ্ঞা

০৭ ই আগস্ট, ২০১৮ সকাল ৮:৪০

আমাদের দেশটির জন্ম হয়েছে আওয়ামী লীগ হাত ধরে। তখনকার সময়ের বড় বড় নেতাদের সাথে পাল্লা দিয়ে এই দল রাজনৈতিক ভাবে অনেক পরিপক্ক হয়েছে। যার ফলাফল আজকের বাংলাদেশ। এখানে শেখ মুজিবুর রহমানকে আলাদা করে মনে করতে হবে কারন তিনি না থাকলে আওয়ামী লীগ আজকের যায়গায় আসতে পারত না। আমরা তখনকার রাজনৈতিক কর্মকান্ড নিয়ে এখন পড়ি আর তারপর চিন্তা করি দেশ কি ভাবে স্বাধীনতার দিকে ধাপে ধাপে এগিয়েছে। ইতিহাস পড়তে পড়তে এখন হঠাৎ খেয়াল হলো আওয়ামী লীগের রাজনৈতিক প্রজ্ঞা মুজিব হত্যার সাথে সাথে শেষ হয়ে যায়নি। এখনও তা বিদ্যমান।
তার প্রথম উদাহরন যুদ্ধাপোরাধিদের বিচার। বিচার করাটা সরকারের কাজ কিন্তু রাজনৈতিক দল হিসেবে সরকারে থেকে সরকারি সিদ্ধান্তের(কোর্টের রায়) বিরোধীতাকারিদের(গনজাগরন মঞ্চ) সাথে থেকে আন্দোলনের পাশে দাড়ান তারপর আন্দোলনকে নিয়ন্ত্রন করা তারপর প্রয়োজন শেষে গনজাগরন মঞ্চকে তিন টুকরা করে ফেলা। হেফাজতের আন্দোলনের বিপরীতে আহলে সুন্নাত ওয়াল জামাতকে দাড় করানো তারপর হেফাজতকে শক্ত হাতে দমন করা। সব শেষে হেফাজতে বিভক্তি সৃস্টি - সব কিছুই রাজনৈতিক প্রজ্ঞার ফল। এত সহজে এত সুন্দর ভাবে কেউ করতে পারত কি-না তা সব সময় তর্কের বিষয় হয়ে থাকবে।
সর্বশেষ উদাহরন হল ছাত্র আন্দোলন দমন। "নিরাপদ সড়ক চাই ছাত্র আন্দোলনে" ঢাকা বিশ্ববিদ্যালয়ের বড় ভুমিকা নাই কেন? ১৯৪৭ থেকে এমন কোন আন্দোলন নাই যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভুমিকা ছিল না। কিন্তু আজ এমন কি হল যেখানে সারা দেশের সকল স্কুল, কলেজ এবং বেসরকারী বিশ্ববিদ্যালয়গুলো রাস্তায় সেখানে পুলিশের ভয়ে একবার মিছিল করেই ঢাকা বিশ্ববিদ্যালয় চুপচাপ। তার কারন খুব সহজ।
বিগত ৮/৯ বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিটি আন্দোলনে ব্যর্থ হয়েছে আওয়ামী লীগের রাজনৈতিক প্রজ্ঞার কাছে, তাই তারা আজ ক্লান্ত। পরাজিত সৈনিক দিয়ে বিপ্লব হয় না। তাই বাম-ডান কোন দলই এখন আর মাঠে নাই।
আর নিরাপদ সড়ক চাই আন্দোলনকে শেষ করা সরকারের জন্য সময়ের বিষয়। আর ১০/১২ দিন পর ঈদ। আন্দোলন এমনি এমনি শেষ।
আন্দোলনের মাঝে কখনও বিরতী দেওয়া যায় না। বিরতী মানে আন্দোলনের ইতি। আর এই কথাটা আওয়ামী লীগ ভাল করে জানে। তাইতো শেখ হাসিনা বলেছেন, এত দুর্বল নার্ভের হলে কিভাবে চলবে? শিক্ষার্থীদের আন্দোলন তো তেমন কোনো মারাত্মক আন্দোলন হয়নি। ওরা তো (শিক্ষার্থীরা) আন্দোলন শুরুই করতে পারেনি। রোদে পুড়বে, বৃষ্টিতে ভিজবে তাহলেই না আন্দোলন জমবে! ওদের শরীরই তো ঘামেনি।

সরকারে থেকে আওয়ামী লীগ বা বিএনপি অনেক ভাল সিদ্ধান্ত নিয়েছে বা নিবে। সেটা সরকারি কাজ বা সরকারি সিদ্ধান্ত কিন্তু এই ধরনের রাজনৈতিক প্রজ্ঞা আওয়ামী লীগ ছাড়া আমি বাংলাদেশের কোন দলের মধ্যে দেখি নাই।
(বিঃদ্রঃ এখানে রাজনৈতিক প্রজ্ঞার বিচার করা হয়েছে, খারাপ বা ভাল বিছার করা হয়নি। যা একান্তই আমার ব্যক্তিগত মতামত।)

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০৭ ই আগস্ট, ২০১৮ সকাল ৮:৫৫

চাঁদগাজী বলেছেন:


আপনি কি প্রজ্ঞা লাবনীর কথা লিখেছেন?

০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪৯

মানুষমানব বলেছেন: প্রজ্ঞা লাবনী নয়, লাবণ্যময় প্রজ্ঞার কথা লিখেছি।

২| ০৭ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৩৬

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: চাঁদগাজীকে তার অসাধারণ হিউমারের জন্য স্যালুট |
লেখক প্রজ্ঞা লাবনীর কথা লিখলেই বরং ভালো করতেন | কিন্তু তিনি বোধহয় চাণক্যের একজন ডাই হার্ড ভক্ত | তার শটতা, কুটিলতা এবং চরম মিথ্যাবাদিতার নীতিকেই তার কাছে প্রজ্ঞা বলে মনে হয়, প্রজ্ঞা লাবনীকে নয় | :p

০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫০

মানুষমানব বলেছেন: ঘটনা সত্য, আমি চাণক্যের ভক্ত।

৩| ০৭ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৪৯

পদ্মপুকুর বলেছেন: এইগুলোকে রাজনৈতিক প্রজ্ঞা বলে না, বলে কূটকৌশল। কূটকৌশল দিয়ে সাময়িকভাবে জয়ী হওয়া যায়, ইতিহাসে অমর হওয়া যায় না। আজ এই শত বছর পর মানুষ সিরাজকেই ভালোবেসে স্মরণ করে, ক্লাইভ বা মীরজাফরকে নয়।

চাঁদগাজী বলেছেন: আপনি কি প্রজ্ঞা লাবনীর কথা লিখেছেন?

হাহাপগে =p~ =p~ =p~

০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৫৬

মানুষমানব বলেছেন: সিরাজ বা মীরজাফর সবাইকে ইতিহাস অমর করেছে। আর আমরা মানে পরবর্তি প্রজন্ম তাদেরকে মানে করি ভালবেসে অথবা ঘৃণায়।

৪| ০৭ ই আগস্ট, ২০১৮ সকাল ৯:৫২

রাজীব নুর বলেছেন:

৫| ০৭ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:১৭

জেকলেট বলেছেন: ভাই লেখার আগে প্রজ্ঞা কারে কয় যাইনা লন। আর আপনি যে আন্দোলন দমানোর কথা কইলেন শেখ মুজিবের অসমাপ্ত আত্নজীবনীটা পড়েন। দেখবেন আন্দোলন কখন জেল-জুলুম দিয়া দাবানো যায়না। আফসোস আওয়ামিলীগ মুজিবের সারা জীবনের এই শিক্ষাটাই ভুলে গেছে।
থামলেই শেষ কে বলছে?? ইতিহাস বলে এই আওয়ামীলিগ হ্য়ত মুসলিম লীগ হতে যাচ্ছে।

৬| ০৭ ই আগস্ট, ২০১৮ সকাল ১০:৫৩

টারজান০০০০৭ বলেছেন: ইহাকে প্রজ্ঞা বলেনা , কৌশল বলে ! প্রজ্ঞা কখনো খারাপ অর্থে ব্যবহৃত হয় না !

তাহাদের কৌশলে আমিও মুগ্ধ ! তবে ইহা দেশের ভালো করিতেছেনা ! বরং চোর আর বাটপারের প্রতিযোগিতা চলিতেছে ! তাই তাহাদের প্রজ্ঞাবান বলা যাইতেছে না !

আমরা নিজেরাই প্রজ্ঞাবান হইতে চাহিনা ! না সাধারণ মানুষ, না বুদ্ধিজীবী ! সুতরাং শাসক প্রজ্ঞাবান হইবে কেমনে ?

০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:০৩

মানুষমানব বলেছেন: আমার আশেপাশে যারা প্রজ্ঞাবান তাদের কর্মকান্ড দেখে আমি যা শিখেছি তা হল কূটকৌশলের অপর নাম প্রজ্ঞা। যার কাছে যত বেশি কূটকৌশল তিনি তত বড় প্রজ্ঞাবান।

৭| ০৭ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:২০

বিজন রয় বলেছেন: আওয়ামীলীগ এখন বাজে লীগ।

৮| ০৭ ই আগস্ট, ২০১৮ বিকাল ৫:০০

বিষক্ষয় বলেছেন: হীরক রাজা বুদ্ধিমান, কর সবে তার জয়গান
যায় যদি যাক প্রাণ, হীরকের রাজা ভগবান

৯| ০৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৪:৩৮

গরল বলেছেন: প্রজ্ঞা না কূটকৌশল, প্রজ্ঞা থাকলেতো দেশ চালাতেও প্রজ্ঞার চিটা ফোটা হলেও কিছু দেখা যেত। জ্ঞানী, প্রজ্ঞাবান, বুদ্ধিমান ও চতুর প্রত্যেকটার আলাদা আলাদা মানে আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.