নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ঝন্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ-সমূখে যাহা পাই যাই চূর্ণি’। আমি নৃত্য-পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ। আমি হাম্বার, আমি ছায়ানট, আমি হিন্দোল, আমি চল-চঞ্চল, ঠমকি’ ছমকি’ পথে যেতে যেতে চকিতে চমকি’ ফিং দিয়া দিই তিন দোল; আমি চপলা-চপল হিন্দোল। আমি তাই করি ভাই যখন চাহে এ মন যা, করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পান্জা, আমি উন্মাদ, আমি ঝন্ঝা! আমি মহামারী আমি ভীতি এ ধরিত্রীর; আমি শাসন-ত্রাসন, সংহার আমি উষ্ন চির-অধীর! বল বীর - আমি চির উন্নত শির!
যারা জীবনের একটা বড় অংশ শুধু আওয়ামী শাসনামল দেখেছো, ওদেরকে অতি সহজেই বুঝানো হচ্ছে যে বিএনপি খুবই ভাল দল। সত্যি জানতে হলে আওয়ামীলীগের লেখা ইতিহাস পড়তে হবে না, আমরা যারা দুই বুড়ির শাসন দেখেছি, ওদের থেকে সৎ সাক্ষ্য নিলেই জানতে পারবা।
প্রথমত, আমরা দুর্নীতিতে টানা পাঁচবারের চ্যাম্পিয়ন ছিলাম, যার ৪ বারই বিএনপি আমলে হয়েছি। শুরু হয়েছিল আওয়ামীলীগ আমল দিয়েই।
আমাদের হেক্সা জয়ই নিশ্চিত ছিল, শুধু আমাদেরকে যারা হারিয়েছে ওরা আমাদের চেয়েও বেশি দুর্নীতিবাজ হয়ে আমাদের হারিয়েছে। বিশ্বাস করেন, আমাদের প্রস্তুতির কোন কমতি ছিল না। অল্পের জন্য মিশন হেক্সা মিস হয়ে গিয়েছিল।
দ্বিতীয়ত জেএমবি নামের এক ভয়াবহ জঙ্গি গোষ্ঠীর উত্থান হয়েছিল এই বিএনপি আমলেই। আমেরিকা যেমন লাদেনের নাম শুনলে আঁতকে উঠে, আমাদের জন্য সাক্ষাৎ বিভীষিকা ছিল বাংলা ভাই, শায়খ আব্দুর রহমান (এও ছিল “শেখ”, কিন্তু বানান লিখতো “শায়খ”) ইত্যাদি নামগুলো তখন দেশব্যাপী আতংক ছড়াতো। রমনার বটমূলে বোমা হামলা, গাজীপুরে বোমা হামলা, ময়মনসিংহের সিনেমা হলে বোমা হামলা, গোটা দেশে সিরিজ বোমা হামলা করে আমাদের সবাইকে আতঙ্কিত করে রেখেছিল। প্রচন্ড উগ্রপন্থী এই সন্ত্রাসী গোষ্ঠীর কারনে লোকজন সারাক্ষন আতঙ্কে থাকতো, বাসে, ট্রেনে, সিনেমা হল, কনসার্ট, মার্কেটে যেতে ভয় পেত। কারোরই সন্ধ্যায় বাড়ি ফেরার গ্যারান্টি ছিল না। দেশের প্রতিটা অফিসে, মার্কেটে, হোটেলে মেটাল ডিটেক্টর গেইট লাগানো হয়েছিল। আমরা ইউনিভার্সিটি ক্যাম্পাসে ঢুকার সময়ে চেকিং হতো, বাজারে গেলে চেকিং হতো, কেউ কাউকে বিশ্বাস করতে পারতো না। ওদের দমনে বিএনপি সরকার পুরোপুরি ব্যর্থ ছিল। ওদের উত্থানে ওদেরই প্রশ্রয় ছিল।
এছাড়া ছাত্রদল, ছাত্র শিবিরের দৌরাত্ম ছিল সাংঘাতিক। কলেজ, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো ছিল ওদের দখলে। চাঁদাবাজি, সন্ত্রাসবাদ ইত্যাদিতে ছাত্রদল কম ছিল না। শিবির চাঁদাবাজি করতো কিনা মনে নাই, ধর্ষণতো করতোই না (ওটা লীগ ও দলের পোলাপান করতো, শিবিরের দৃষ্টিতে এটি ছিল জেনাহ, ভয়ংকরতম পাপ, নারীদের দিকে ওরা চোখ তুলে তাকাতো না) তবে কোপায়ে মানুষ মেরে ফেলতো এইটা মনে আছে। বহুবার ওরা হয় মানুষ মেরেছে, নাহয় রগ কেটে চিরতরে পঙ্গু করেছে। আপনি ভাবতেই পারেন যারা জেনাহ করতে ভয় পায়, ওরা খুন করে কিভাবে? ওদের দৃষ্টিতে “আপনি কাফের" অথবা “মুরতাদ" অথবা “মুনাফেক" হওয়াই যথেষ্ট ছিল।
মোট কথা, “এই দুই বুড়ি মিইল্যা, দেশটা খাইছে গিইল্যা।”
এই কারনে ছাত্রদের ছোটখাট ভুলত্রুটি নিয়ে লোকজন যে ফেসবুকে হায়হায় করে মরা কান্না জুড়ে দেয়, আমার খুবই বিরক্ত লাগে। কারন আমি বিএনপি-আওয়ামী আমলেই বড় হয়েছি।
আমাদের দরকার একটি নতুন দল, সভ্য মানুষের দল, যারা তেলবাজি করবে না। দেশের জন্য কাজ করবে, নিজের নেতানেত্রীর পা চাটবে না। পুলিশ হবে স্বাধীন, প্রধানমন্ত্রীকেও যদি আইন ভঙ্গের কারনে এরেস্ট করতে হয়, করবে।
বিচার বিভাগ হবে স্বাধীন। কোন বিচারপতি অনর্গল মিথ্যা বলবে না। প্রধানমন্ত্রী যা চাইবে তাই বিচার শোনাবে না। সবাই কাজ করবে সংবিধানের নিচে। আইনের উর্দ্ধে উঠার ধৃষ্টতা কেউ দেখাবে না।
আমরা সেদিকেই যেন সবাই ফোকাস করি।
১৯ শে আগস্ট, ২০২৪ রাত ১১:৫০
মঞ্জুর চৌধুরী বলেছেন: ইন শা আল্লাহ!
২| ১৯ শে আগস্ট, ২০২৪ রাত ১০:১৯
অস্বাধীন মানুষ বলেছেন: আপনার কথায় যুক্তি আছে তবে আওয়ামীলীগ এর মতো এত্ত পাচার এবং দূর্নীতি আমার বয়সের আর কাউকে করতে দেখিনি
সে এরশাদ বলুন বা বিএনপি বলুন। আমি এক মাত্র আওয়ামিলীগ আমল ছাড়া আর কখনো অন্য কারো আমলে
দিনের ভোট রাতে আর আমি ডামি মামা ভাগ্নের ভোট হতেও দেখিনি।
১৯ শে আগস্ট, ২০২৪ রাত ১১:৫০
মঞ্জুর চৌধুরী বলেছেন: কথা ঠিক। আওয়ামীলীগ সরকার আগের সবাইকেই ছাড়িয়ে গেছে।
৩| ১৯ শে আগস্ট, ২০২৪ রাত ১১:০৩
ইফতেখার ভূইয়া বলেছেন: আমার জন্ম আশির দশকে। মোটামুটি এই দুই মহিলার শাসনামল দেখে দেখে বাংলাদেশে নারী ও পরিবারতান্ত্রিক শাসন ব্যবস্থা দেখার ইচ্ছে আর এক ফোঁটাও নেই। ব্যক্তিগতভাবে আমি সংসদে সংরক্ষিত নারী আসনের পক্ষেও নই, সময় বদলেছে অনেকটাই মানুষের চিন্তা-ধারার পরিবর্তন দরকার।
আরেকটি বিষয় যেটা আমার কাছে বেশ ক'বছর ধরেই গুরুত্বপূর্ণ মনে হয়েছে, সেটা হলো স্বাধীনতার সময়কার বা তাদের সম-সমায়িক সময়ের লোকজনদের নেতৃত্ব নিয়ে। ঐ প্রজন্মের অনেকেই মুক্তিযোদ্ধা, তাদের প্রতি সম্মান রেখেই বলতে চাই, আপনারা রাজনীতি থেকে সরে দাঁড়ান। অর্ধশতাব্দীর বাংলাদেশ দিয়ে আপনাদের দেশ পরিচালনার যোগ্যতা মাপা হয়ে গেছে, এবার ক্ষান্ত দিন, রাজনীতি থেকে বিদায় নিন। আপনাদের সেকেলে পন্থা আর ধ্যান-ধারনার বেশীরভাগই বর্তমান দুনিয়ায় অচল ও দেশ পরিচালনায় অকার্যকরী। জগদ্দল পাথরের মতো জনগণের তথা দেশের বুকের উপর বোঝা হয়ে থাকবেন না।
কেউ খেয়াল করেছেন কি না জানি না, আমার ব্লগের প্রথম পাতায় আমি একটা শ্লোগান লিখে রেখেছি বহুদিন ধরে "গণতন্ত্র মুক্তি পাক, পরিবারতন্ত্র নিপাত যাক"। জনপ্রিয় রাজনৈতিক শ্লোগানের মতো আমি "স্বৈরাচার নিপাত যাক লিখিনি", এটারও একটা বিশেষ কারন আছে। হয়তো কোন একদিন সময় নিয়ে ব্যাখ্যা করবো। ধন্যবাদ।
১৯ শে আগস্ট, ২০২৪ রাত ১১:৫১
মঞ্জুর চৌধুরী বলেছেন: ভাল বলেছেন।
৪| ১৯ শে আগস্ট, ২০২৪ রাত ১১:২৫
জ্যাক স্মিথ বলেছেন: আগামী ২০ বছর আওয়ামীলীগের নাম নিয়ে আর লাভ নেই, বিএনপির কুকীর্তি মানুষ মোটামুটি ভুলে গেছে সুতরাং তাদের ভবিষ্যত উজ্জল, জামায়েতে ইসালামও ধীরে ধীরে সংঘঠিত হচ্ছে। সামনে বাংলাদেশের রাজনীতির মাঠ কাঁপাবে বিএনপি এবং জামাত আওয়ামীলীগ সাইড লাইনে বসে খেলা দেখবে।
১৯ শে আগস্ট, ২০২৪ রাত ১১:৫২
মঞ্জুর চৌধুরী বলেছেন: সেটা যেন না হয় সে চেষ্টাই করতে হবে। নতুন কাউকে দরকার। ডাকাত থেকে সম্পদ উদ্ধার করে চোরের হাতে তুলে দেয়া কোন কাজের কথা না।
৫| ২০ শে আগস্ট, ২০২৪ রাত ১:১৮
ঊণকৌটী বলেছেন: আপনাদের নূতন প্রজন্ম যারা এসেছে তাদের কে পরীক্ষা করে দেখতে পারেন এমনিতেই তো দেশের বারোটা বেজে গেছে তাই বলছি আগামী দিনের ভবিষ্যতে এর উপরে আস্থা রাখেন
২০ শে আগস্ট, ২০২৪ রাত ৩:০৪
মঞ্জুর চৌধুরী বলেছেন: ভাল বলেছেন।
৬| ২০ শে আগস্ট, ২০২৪ সকাল ৯:৩৭
রাসেল ০০৭ বলেছেন: জিয়া, এরশাদের শাসনকাল দেখিনি । তবে লোকমুখে যা শুনি এদের শাসনকাল অনেক ভালো ছিলো ।
তারপর রাজনীতি ব্যাপক কুলুষিত হতে থাকে । দুই নেত্রী তখনো একে ওপরের প্রতি যতটা সহনশীল ছিলেন , দিন গড়ানোর সাথে সাথে সেটা এমন পর্যায়ে গেলো যে এখন সত্তরোর্ধ কে আরেকজন হিংসার বশবর্তি হয়ে জেলে পুরলেন।
বিএনপি সরকারে এসে যেই রাজনৈতিক কূটকৌশল প্রয়োগ করে লীগ তার পরের টার্মে সেই কূটকৌশলের প্রো ভার্সন প্রয়োগ করে।
তলনামুলক জামায়াত অনেক সুশৃঙ্খল তবে তাদের নেতারা ঘারত্যাড়া , একরোখা এবং অতি অহংকারী ।
৭| ২০ শে আগস্ট, ২০২৪ সকাল ৯:৫৮
ধুলো মেঘ বলেছেন: এরশাদের চেয়েও হাসিনা খারাপ।
সেনাপতি মীর জাফর আলি খাঁ শেখ মুজিবের চেয়েও অনেক অনেক ভালো।
©somewhere in net ltd.
১| ১৯ শে আগস্ট, ২০২৪ রাত ১০:১২
মেঠোপথ২৩ বলেছেন: আওয়ামিলীগ হয়ত নিশিদ্ধ ঘোষিত হয়ে যেতে পারে। বিএনপি যদি ভাবে ফাকা মাঠে গোল দেবে , তাইলে তারা এই জেন-জি কে চেনে নাই। আওয়ামিদের বিচার প্রক্রিয়া শুরু হবার পর হয়ত বিএনপিকে ধরা হবে।