নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাস্তবতাকে প্রকাশ করি।

maraj chowdhury movin

আমার মনের কথা ও মানুষের মনের ভাব প্রকাশের মাধ্যম।

maraj chowdhury movin › বিস্তারিত পোস্টঃ

স্বাধীনতা ঐক্য ফাউন্ডেশন এর ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে "ভ্রাম্যমাণ খাবার বিতরণ"

০৫ ই মার্চ, ২০২০ রাত ১০:২২


২৬ শে মার্চ স্বাধীনতা ঐক্য ফাউন্ডেশন এর ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে,

গত ৩রা মার্চ,২০২০ইং, তারিখে
স্বাধীনতা ঐক্য ফাউন্ডেশন এর পক্ষ থেকে
"ভ্রাম্যমাণ খাবার বিতরণ" অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

খাবার বিতরন হয় গরিব-দুঃখী,অসহায় পথ-শিশুদের মাঝে।


#উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল,
মানবতার ফেরিওয়ালা শিক্ষাজগতের উজ্জল নক্ষত্র, উওরার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান "এমিনেন্স কলেজ" এর সম্মানিত ভাইস প্রিন্সিপ্যাল 'আসাদুজ্জামান জুয়েল" স্যার এর। কিন্তু তার কিছু ব্যক্তিগত কারনে উপস্থিত হতে পারে নি।

#বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
*বিশিষ্ট তরুন সমাজসেবক ও তরুন উদোক্তা আল-মামুন হোসেন খান ভাই।
*বিশিষ্ট তরুন সমাজসেবক ও গাজীপুর ফ্রেন্ডস ক্লাব এর যুগ্ন-সাধারন সম্পাদক আশিকুর রহমান ভাই
*বিশিষ্ট তরুন সমাজসেবক ও টংগী সরকারী বিশ্ববিদ্যালয় এর মেধাবী ছাত্র রাসেল মাহমুদ ভাই
*বিশিষ্ট সমাজসেবক মোশাররফ ভাই।

#সার্বিক_ব্যবস্থাপনায়ঃ
*মনির হোসেন বিপ্লব,
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক,
স্বাধীনতা ঐক্য ফাউন্ডেশন।

#খাবার_ব্যবস্থাপনায়ঃ
*সোলাইমান ভাই
বিশিষ্ট তরুন উদোক্তা ও সমাজসেবক।

#স্থান_ব্যবস্থাপনায়ঃ
*রাসেল মাহমুদ
বিশিষ্ট তরুন সমাজসেবক ও টংগী সরকারী বিশ্ববিদ্যালয় এর মেধাবী ছাত্র।

#সার্বিক ও আর্থিক সহযোগিতায়ঃ
প্রিয়,
'আসাদুজ্জামান জুয়েল" স্যার,
ভাইস প্রিন্সিপ্যাল,
"এমিনেন্স কলেজ" ।

#অনুষ্ঠানে সভাপতিত্ব করেনঃ
*মেরাজ চৌধুরী মুবিন,
প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান,
স্বাধীনতা ঐক্য ফাউন্ডেশন।

#অনুষ্ঠানের সহযোগী সংগঠনঃ
সাদমান আবির,
প্লাবন ইসলাম বাবু,
৫৪নং ওয়ার্ড, গাজীপুর ফ্রেন্ডস ক্লাব।

#সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেনঃ
*মেরাজ চৌধুরী মুবিন,প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান।
*মনির হোসেন বিপ্লব,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ।
*সিফাত হোসেন রিমন,যুগ্ন সাধারণ সম্পাদক।
*আহসান করিম প্রিন্স,সহ-সম্পাদক।
*শেখ নিবির,সহ-সম্পাদক।
*অন্যন্ত অমি,সদস্য।
*ইব্রাহীম সোহাগ,সদস্য।
*সাদমান আবির,সদস্য।
*মাহাদি আহসান খান,সদস্য।

#ধন্যবাদ জানাই সকলকে যাদের সময়, শ্রম ও প্রচেষ্টায় আজ এই প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সফল হয়েছে।

দেশের প্রতিটি যুবক যদি কোনো না কোনো ভাবে যদি গরিব-দুঃখী,অসহায় পথ-শিশুদের এমন অথবা এর থেকে ভাল উদ্যোগ নেয় যে,তারা এদেশের গরিব-দুঃখী,অসহায় পথ-শিশুদের তাদের আর্থিক অবস্থা অনুযায়ী সাহায্য করবে ,তাহলে এ দেশে হয়তো একদিন গরিব-দুঃখী,অসহায় পথ-শিশু থাকবে না।তাই সকলের কাছে অনুরোধ এটাই যে, তরুন ও যুবক বয়স টা অযথা নষ্ট না করে দেশের জন্য কাজ করে যান । তাহলে নিজের মধ্যে দেশ প্রেম ও মানব প্রেম গড়ে উঠবে ।

#সেই সাথে সকলের কাছে দোয়া ও শুভ কামনা পার্থী কারন আগামী ১ এপ্রিল থেকে সংগঠনের বেশিরভাগ সদস্যদের H.S.C পরীক্ষা শুরু।তাই আমরা এ দুই মাস কোনো কর্মসূচি বাস্তবায়ন করবো না। তবে ইনশআল্লাহ রোজা ও ঈদে আমরা আবার সক্রিয় ভাবে কর্মসূচিবাস্তবায়ন করবো।সকলে দোয়া,শুভ কামনা ও সহযোগিতা আশা করছি।

ধন্যবাদ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই মার্চ, ২০২০ রাত ১০:২৯

রাজীব নুর বলেছেন: ভেরি গুড।

২| ০৬ ই মার্চ, ২০২০ সকাল ১০:৩৬

নেওয়াজ আলি বলেছেন: Good job

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.