![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[“এমন তো কথা ছিল না” পড়ে একজন ব্লগার জিজ্ঞেস করেন, “কেমন কথা ছিল?" - তার উত্তরে এই প্রচেষ্টা! “এমন তো কথা ছিল না” রয়েছে এখানে: view this link]
কথা ছিল, তুমি হবে আমার দু’চোখ শীতল করা প্রশান্তি।
তুমি হবে গভীর বনের মাঝখানের ছায়াঘেরা কালো-জল দীঘি
চৈত্রের নির্জন জনশূন্য দুপুরে, নিস্তরঙ্গ কালো জলরাশি যার-
আমি তার শান বাঁধানো ঘাটে বসে, একদৃষ্টে শুধু চেয়ে দেখবো তাকে।
কথা ছিল, কোন কথা না বলেই তোমার সাথে আমার হবে
এক জীবনের ভাব বিনিময় - তুমি আর আমি, পাহাড়ের
পাদদেশে বসে নীরবে চেয়ে থাকবো পাহাড়ের পানে, দেখবো
কি করে মেঘেরা পাহাড়ের কানে কানে বাক্যহীন কথা কয়।
কথা ছিল তুমি হবে আমার চাদরের মত, আর আমি হব তোমার।
জগতের সকল খরতাপ, অপরিচ্ছন্নতা আর লাজ-লজ্জা থেকে আড়াল
করবো একে অপরকে। এক জনমের, এক জীবনের যত চাওয়া পাওয়া-
সব সংজ্ঞায়িত হবে কেবলই নিজ জীবন সঙ্গীর একান্ত নিজস্ব অবয়বে।
কথা ছিল, লোকচক্ষুর অন্তরালে তুমি হবে আমার ছায়া-সঙ্গী বন্ধু।
গাঢ় অন্ধকারে, ছায়া দেখা না গেলেও, তোমার কামিনী-ফুল-সুবাস
আমায় জানিয়ে দেবে: তুমি আমার পাশেই রয়েছো কোথাও -
নীরবতা যেখানে অসহনীয় নয়, বরং কাঙ্খিত ও লোভনীয় অবকাশ।
[লেখাটি আগে এই ব্লগে বা অন্যত্রও প্রকাশিত হয়েছে।]
০৭ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৮
মেরিনার বলেছেন: অনুপ্রেরণার জন্য অনেক ধন্যবাদ!
২| ০৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৯
আমি বিপ্লবী বলেছেন: কথা ছিল তুমি হবে আমার চাদরের মত, আর আমি হব তোমার।
জগতের সকল খরতাপ, অপরিচ্ছন্নতা আর লাজ-লজ্জা থেকে আড়াল
করবো একে অপরকে।
১০ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:২০
মেরিনার বলেছেন: নীরবতা যেখানে অসহনীয় নয়, বরং কাঙ্খিত ও লোভনীয় অবকাশ..
৩| ০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৩
খায়রুল আহসান বলেছেন: কবিতা বেশ ভালো লাগলো।
কি করে মেঘেরা পাহাড়ের কানে কানে বাক্যহীন কথা কয়। - খুব সুন্দর ভাবনা।
১০ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৪৪
মেরিনার বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগছে....ধন্যবাদ!
৪| ১০ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:৫৫
কান্ডারি অথর্ব বলেছেন:
বেশ ছন্দময় কবিতা... ভাল লাগা রইল।
১১ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:০৩
মেরিনার বলেছেন: আপনাকে আবারো ধন্যবাদ!
©somewhere in net ltd.
১|
০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৪৭
আমিনুর রহমান বলেছেন:
প্রত্যাশার কবিতায় +