![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার সবই তো দখল করে নিয়েছো:
আমার খবরের কাগজগুলোর পাতাগুলো
আমার শহরের চিকা মারার দেয়ালগুলো
আমার সমুদ্র-বন-জঙ্গল-পাহাড়-প্রান্তর সব ৷
আমার সবই তো দখল করে নিয়েছো:
আমার বই বা পত্রিকার রঙ্গিন পাতাগুলো,
আমার আধুনিক টিভির প্রশস্ত পর্দাগুলো,
আমার বসার ঘরের নিজস্ব দেয়ালগুলো ৷
মঙ্গোলরা রক্তের বন্যা বহাতে এসেছিল
ঘোড়ায় চড়ে, অস্ত্র হাতে সিংহদ্বার দিয়ে ৷
তুমি তাদের চেয়েও ভয়ঙ্কর, যদিও
তুমি এসেছো নিরস্ত্র - রিপুর খিড়কি পথে,
নিঃশব্দে, শয়তানের মত, সন্তর্পণে ৷
তুমি রক্তের বন্যা বহাওনি সত্যি-
তুমি চেয়েছো রক্ত শোষণ করতে ৷
তুমি প্রাণে মারতে চাও নি সত্যি
চেয়েছো তোমার চাহিদা - রক্তের,
যোগান দিতে আমার সীমিত জীবন ৷
আমার সবই তো দখল করে নিয়েছো ৷
আমি শুধু আপ্রাণ লড়াই করে চলেছি -
আমার শেষ দুর্গ - মগজটাকে রক্ষা করতে ৷
যদি পারি, তবে হয়তো সেখান থেকেই
জন্ম নেবে শয়তান-হন্তা আগামী প্রজন্ম!
উদ্ধার হবে বেদখল হওয়া আমার সবই৷
[এই ব্লগে এবং অন্যত্রও আগে প্রকাশিত হয়েছে।]
২০ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৩০
মেরিনার বলেছেন: ভালো হয়েছে মনে হওয়াটাও অনেকটুকু অনুধাবন করা .....ধন্যবাদ!
২| ১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৪৮
তামান্না তাবাসসুম বলেছেন: বাহ্!
২০ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:০৩
মেরিনার বলেছেন: ধন্যবাদ!
৩| ২০ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:২৪
ভারসাম্য বলেছেন: বেশ!
২০ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৩৭
মেরিনার বলেছেন: "বেশ"-এর জন্য ধন্যবাদ....!
৪| ২০ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:১৬
কি করি আজ ভেবে না পাই বলেছেন: দখল হয়তো করেছো
কিন্তু পারোনি বিজয়ী হতে;
চাপিয়ে দিয়েছো স্বপ্নের বোঝা
কিন্তু পারোনি স্বপ্ন দেখা থামাতে।
হ্যা, আজো আমি স্বপ্ন দেখি-
যেমনটা হয়েছিলো অনেক বছর আগে;
নিমিষেই হয়েছিলো সব ধ্বংস,
বিলকুল বেমালুম গায়েব,
কর্পূরের মতন উবে গিয়েছিলো সব শকূনেরা-
আমি আজো সে স্বপ্ন দেখি।
২০ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৫৩
মেরিনার বলেছেন: আপনার মন্তব্যটাই একটা পোস্ট.... ধন্যবাদ!
৫| ২০ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:১৪
মাহবুবুল আজাদ বলেছেন: সুপার লাইক
২০ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:১১
মেরিনার বলেছেন: আপনাকেও সুপার ধন্যবাদ!
৬| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:০৫
বাংলার ফেসবুক বলেছেন: আমার সবই তো দখল করে নিয়েছো ৷
আমি শুধু আপ্রাণ লড়াই করে চলেছি -
২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:১৯
মেরিনার বলেছেন: আমার শেষ দুর্গ - মগজটাকে রক্ষা করতে ৷
©somewhere in net ltd.
১|
১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৭
সজীব তালহা বলেছেন: মাথাটা ঘুরান্টি দিল!
আমি না বুঝলে ও মনে হচ্ছে ভাল হয়েছে।