![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর মানচিত্র থেকে,
তোমার মুছে যাওয়াই যদি
আমার অস্তিত্বের একমাত্র শর্ত হয় -
তবে তাই হোক, আমি তাই চাইবো।
আমার মানচিত্র টিকিয়ে রাখতে,
তোমার মানচিত্রের ছিন্ন-ভিন্ন হওয়া যদি
অপরিহার্য ও অনিবার্য হয়,
তবে তাই হোক, আমি তাই চাইবো।
আমার মহাবিশ্বের সকল ঘৃণা -
একত্রে পুঞ্জীভূত হয়ে আছে
তোমার ঐ তিন অক্ষরের নামে।
তুমি কি জানো না ঘৃণা কত শক্তিধর?
তুমি কি দেখোনি ঘৃণার আগুনে
কত সাজানো বাগান পুড়ে ছাই হয়ে গেছে-
ড্রেসডেন, হিরোশিমা, নাগাসাকি আরো কত কি!
তোমার জমিদারীর সম্প্রসারণ,
আর আমার জীবন ও মরণ!
তুমিই ভেবে দেখ তো -
যুদ্ধক্ষেত্রে কে বেশী মরিয়া হবে!
তুমি কেবল চাণক্যের কূটচাল দেখেছো,
ঘৃণার সুনামী দেখোনি! ঘৃণার সুনামী
মুহূর্তে ধুয়ে সমতল করে দিতে পারে
তোমার সাজানো “ব্যভিচারের কুঞ্জবন”।
তুমি কি দেখোনি - একটি স্ফূলিঙ্গ থেকে
সৃষ্ট দাবানল, ছাই করে দেয়
কত শত বর্গমাইল বনভূমি!
তুমি নিশ্চিত থাকো, আমি নিঃশেষ হবার আগে -
স্ফূলিঙ্গ হয়ে, তোমার ছাই হবার ব্যবস্থা
পাকা-পোক্ত করে দিয়ে যাবো নিশ্চয়!
তুমিই তাহলে বেছে নাও,
আধিপত্য নাকি তোমার অস্তিত্ব -
তুমি সত্যিই কোনটা চাও?
[আগে এই ব্লগে এবং অন্যত্রও প্রকাশিত]
৩০ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৩১
মেরিনার বলেছেন: হুম.....ধন্যবাদ!
২| ২৯ শে মার্চ, ২০১৬ রাত ১১:৩২
এন.আর মাহমুদ বলেছেন: চমৎকার
৩০ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৫০
মেরিনার বলেছেন: ধন্যবাদ!
৩| ২৯ শে মার্চ, ২০১৬ রাত ১১:৫২
মধ্য রাতের আগন্তক বলেছেন: কিছু কিছু লেখা পড়লে মনে হয়, আরে এটা তো আমার লেখার কথা ছিল ! আপনার কবিতাটি পড়ে আমার সে রকমই মনে হচ্ছে।
৩০ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৩১
মেরিনার বলেছেন: আমারও এমন মনে হয়েছে কখনো কখনো - সেখান থেকেই বোধহয় কথাটা এসেছে: "আমার মাথায় ছিল, বেটা টের পেল কি করে!"
©somewhere in net ltd.
১|
২৯ শে মার্চ, ২০১৬ রাত ১১:২৪
মামুন ইসলাম বলেছেন: হুম ভালো হয়েছে ।