| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি যখন ঢাকাই পরতাম তখন ইদ আসলে বাড়ি যাওয়ার জন্য মনটা সব সময় প্রফুল্ল থাকত। কবে বাড়ি যাব সব ভাইবনরা মিলে মজা করব মার হাতের রান্না খাব। আমার মার হাতে রান্না খাবার খেতে অনেক ভাল লাগে। বন্ধবান্ধব দের সাথে ঘুরব আরও কত কি করব। বাড়ি যাওয়ার জন্য টিকেট কাটা যে কত কস্টের তারপর ভির ঠেলে টিকেট কাটাটা অনেক ভাল লাগত। আবার বাড়ি থেকে আসার সময়ও একি অবস্থা হত তারপর গ্রামে ইদ করার মজাই টাই যেন ছিল আলাদা। তখন মনে হত ঢাকাই ইদ মনে হয় বেশি মজা। কিন্তু এখন বিয়ের পর থেকে ঢাকাই ইদ করতে হয় কিন্তু ইদ আসলে পুরু ঢাকা শহর ফাকা থাকে তখন আমার মন টাও ফাকা হয়ে যাই। তখন বাড়ির কথা অনেক মনে পরে । মা রান্না করলে আমরা সবাই খেয়ে শেষ করে ফেলতাম কিন্ত এখন যা রান্না করি সবিই যেন থেকে যাই। এইবার ইদ ও মনে হয় আমার মনটা ফাকা থাকবে। আর সবাই কে অনেক মনে পরবে। তারপর চাই ইদ টা যেন ভাল কাটুক।
আমার ব্লগ এ যারা আছে সবাই কে আমার পবিত্র ইদ – উল- ফেতর অগ্রিম শুভেচ্ছা রইল।

২|
১২ ই জুন, ২০১৮ সকাল ১০:২৪
সবুজের ইবনে বতুতা বলেছেন: ঈদে গ্রামের বাড়ি যান। মজা হবে।
ঢাকায় থেকে কি লাভ?
৩|
১২ ই জুন, ২০১৮ সকাল ১১:১৩
লাবণ্য ২ বলেছেন: আপনার জন্য ও ঈদের শুভেচ্ছা রইল আপু।
৪|
১৯ শে জুন, ২০১৮ দুপুর ২:৩২
কাওসার চৌধুরী বলেছেন: শুভ ব্লগিং। ব্লগিংয়ের খুটিনাটি জানতে এই লেখাটি পড়তে পারেন ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১১ ই জুন, ২০১৮ বিকাল ৪:৩৩
পদাতিক চৌধুরি বলেছেন: আপনার ব্লগবাড়িতে ঢুকে ঈদের শুভেচ্ছা নিলাম। পাশাপাশি আপনার জন্যও রইল অনেক শুভ কামনা। প্রথম পোষ্টের কমেন্টগুলির দয়া করে প্রতিমন্তব্য দিন। একই সঙ্গে অন্যের পোষ্টে প্রচুর কমেন্ট করুন। আশাকরি দ্রুত সেফ হবেন। উত্তর করতে ডানদিকে সবুজ বাটনে ক্লিক করুন, একটা নুতব স্পেস চলে আসবে,, সেখানে প্রতিমন্তব্য লিখে জমা দিন।
শুভ কামনা রইল।