![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকলকে ঈদের অগ্রিম শুভেচ্ছা দিয়ে আজকের পোষ্ট টি শুরু করছি । সবাইকে জানাই ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মোবারাক
আসছে ঈদ লাগছে ভালো
তাই তো আমায় বলতে হলো
ঈদ মানে আশায় ভরা আলো ।
ঈদ মানে আশা ঈদ মানে,
সুন্দর জীবন সুন্দর ভালোবাসা-
ঈদ মোবারাক!!!
আনন্দের এই সময় গুলো, কাটুক থেমে থেমে,
বছর জুড়ে তোমার তরে, ঈদ আসুক নেমে,
অগ্রিম ঈদ মোবারক!!!
মেঘলা আকাশ মেঘলা দিন,
ঈদের বাকি কয়েকদিন,
ঝড় বৃষ্টি রোদের দিন,
আসবে কিন্তু ঈদের দিন,
নদীর ধারে সাদা বক,
তোমাকে জানাই অগ্রিম
ঈদ মোবারক!!!
সবার ঈদ অনেক ভালো কাটুক।
সবাইকে জানাই ঈদের অগ্রিম শুভেচ্ছা।
পৃথিবীর সকল মুসলিমদের জানাই ঈদের অগ্রিম শুভেচ্ছা।
সবার জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে যাক।
এই আশা নিয়ে সবাইকে ঈদের অগ্রীম শুভেচ্ছা জানাই।
সকল মুসলিম ভাই ও বোনের উপর আল্লাহর রহমত বর্ষিত হোক।
দীর্ঘ একমাস রোজার পর এলো খুশির ঈদ। সবাইকে জানাই ঈদের অগ্রিম শুভেচ্ছা।
প্রিয়তমা স্ত্রীর জন্য ঈদ মোবারক
কাল ঈদ উল আযহা প্রিয়
সাজবে তুমি মনের মতো সাজ
মেহেদি দিয়ে রাঙ্গাবে তোমার হাত
এই খুশীর সময়টুকু প্রিয়
কাটুক তোমার বারো মাস
ঈদ মোবারাক!! ইদের শুভেচ্ছা!!
রঙ লেগেছে মনে, মধুর এই খনে।
তোমায় আমি রাঙ্গিয়ে দিবো ঈদের এই দিনে।
ঈদ মোবারাক প্রিয়!!!
চিঠি দিয়ে নয় “ফুল দিয়ে নয়”
কার্ড দিয়ে নয় “কল দিয়ে নয়”
মনের গহীন থেকে মিষ্টি SmS দিয়ে
প্রিয় বউ কে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক!!!
মন চাইছে কারো সাথে কথা বলি।
মন চাইছে কোন প্রিয়জনকে স্মরণ করি।
ঈদ মোবারক বলার সিদ্ধান্ত যখন নিলাম।
ভাবলাম তোমাকে দিয়েই শুরু করি ।
ঈদ মোবারাক প্রিয়!!!
সোনালি সকাল, রোদেলা দুপুর,
পরন্ত বিকেল, গুধোলী সন্ধা, চাদণি রাত।
সব রঙ্গে রাঙ্গিয়ে থাক
তোমর সারাটি বছর, সারাটি জীবন।
এই কামনায় ঈদ মোবারাক!!!
মা-বাবার জন্য ঈদ মোবারক স্ট্যাটাস মেসেজ শুভেচ্ছা বাণী
মা তোমায় ভালোবাসি,
কোথায় যেনো একটা টানে তোমার কাছে আসি।
মা তোমায় ভালোবাসি,
তোমার জন্য মাগো আমার আলোর ভুবন দেখা।
তোমার হাতেই আমার নিয়ত, আমার ভাগ্য লেখা।
তোমায় ছেড়ে আমি মাগো না যেনো যাই দূরে,
তোমার গায়ে গন্ধ যেনো আমার গায়ে বাজে সুরে সুরে।
ঈদ মোবারক প্রিয় মা!!!
বাবা! ছোট্ট একটা শব্দ। যার গভীরতা অনেক বেশি। পড়ে যাওয়ার সময় যিনি এসে হাতটা শক্ত করে ধরেন তিনি হলেন বাবা। যখন পুরো পৃথিবী বলে তুমি পারবা না, তোমার দ্বারা কিছু হবে না, তখন যে মানুষটা এসে বলে, মা তুমি পারবে, তোমার জন্য সফলতার দ্বার এখনো খোলা আছে, তিনি হলেন বাবা।
হাজারো চিন্তা যখন মাথার মধ্যে ঘুরপাক খায়, যখন বেঁচে থাকার মানেটাই অর্থহীন হয়ে যায়, তখন যিনি এসে বলেন চিন্তা কর না আমি তো আছি। সব ঠিক হয়ে যাবে ইন শা আল্লাহ, তিনি হলেন বাবা। যাই বলি না কেন সেটাই কম হয়ে যাবে। বাবা, কতটা ভালোবাসি তোমায় তা কখনো বলা হয় না। তবে তুমি ছাড়া আমার অস্তিত্ব আমি কল্পনাই করতে পারি না।
বাবা মানে মাথার উপর বট গাছের বিশাল ছায়া। যে ছায়া রোদ, বৃষ্টি, ঝড় সবকিছু থেকে আমাদের রক্ষা করে সবরকম প্রতিকূল অবস্থায়।
আজ এই ঈদের দিনে পৃথিবীর সব বাবা দের কে জানাই আন্তরিক ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক!!! ভালো থাকুক পৃথিবীর সকল বাবা আর ছায়া হয়ে পাশে থাকুক তাদের সন্তানদের।
লিখা-ইফফা তাবাসসুম তালুকদার জান্নাত।
প্রেমিকা/প্রেমিকার জন্য ঈদ মোবারক স্ট্যাটাস মেসেজ
অনেকেই প্রেমিকাকে ঈদের স্ট্যাটাস শুভেচ্ছা পাঠাতে চান। প্রিয়জনকে ঈদের শুভেচ্ছা স্ট্যাটাস পাঠাতে। এখানে প্রেমিকাকে ঈদের স্ট্যাটাস জানানোর জন্য জনপ্রিয় ঈদের স্ট্যাটাস মেসেজ দেয়া হয়েছে। তাই এখান থেকে প্রেমিকাকে ঈদের শুভেচ্ছা, এস এম এস, স্ট্যাটাস ও উক্তি। ঈদ মোবারক স্ট্যাটাস ও ঈদের শুভেচ্ছা স্ট্যাটাস দেখে নিন।
ইচ্ছে করে বলতে তোমায় সত্যি ভালোবাসি,
বলতাম ঠিকই থাকলে তুমি আমার পাশাপাশি।
কোন দূরেতে আছিস বন্ধু আয়না আমার কাছে,
আজকের দিনে তোকে আমার পরছে খুব মনে।
ঈদ মোবারক!!!
রঙ লেগেছে মনে।
মধুর এই খনে-
তোমায় আমি রাঙ্গিয়ে দিবো
ঈদের এই দিনে। ঈদ মোবারাক
চিঠি দিয়ে নয়,
ফুল দিয়ে নয়।
কার্ড দিয়ে নয়
কল দিয়ে নয়।
মনের গহীন থেকে
মিষ্টি SMS দিয়ে জানাই-
ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক!
প্রিয় বন্ধুর জন্য ঈদ মোবারক
বন্ধু তুমি অনেক দূরে,
তাই তোমার কথা মনে পরে,।
সুন্দর এই সময় কাটুক খুশিতে,
সব কষ্ট ভুলে যেও আপনজনের হাসিতে।
ঈদ মোবারক!!!
যেমন ছিলাম, তেমন আছি।
বন্ধু তোমার পাশাপাশি।
ভাবছো হয়তো ভুলে গেছি,
কেন ভাবছো মিছে মিছি?
যদি তোমায় ভুলে জেতাম,
তাহলে কি এসএমএস করে
ঈদ মোবারক” জানাতাম?
… 人
.. ( ◎ )
..║ ∩║ 人
..║ ∩║_ .-:”’”;- 人
..║ ∩║ (((|))) (((|))) ║-
..║ ∩║∩∩∩∩∩∩║║║ ║-
পবিত্র ঈদ মোবারাক!!!
©somewhere in net ltd.