নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হুররে সেফ হইছি। সামুর মডুদের ধন্যবাদ!!!

প্রভাতের পথিক

আিম এক সাধারন মানুষ

প্রভাতের পথিক › বিস্তারিত পোস্টঃ

সবার সহযোগিতা চাই!! এড়িয়ে যাবেন না প্লিজ!!!

১৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:০০




শুরুতে ই সামুর মডারটের বলছি, এটি কোন বিজ্ঞাপন হিসেবে বিবেচনা না করার অনুরোধ করছি।

সকল ব্লগার ভাই / বোনের উ্দ্দেশ্যে বলছি, আসলে এই পোষ্টটি দেয়ার কোন ইচ্ছে ছিল না । কিন্ত গত বুধবার আমার আব্বা হঠ্যাৎ করে অসুস্থ হয়ে পড়ে, তাই সবার উদ্দেশ্যে লেখা। আমি একটি ছোট একটা চাকুরি করি, মাসিক বেতন নেহায়েত কম, তাই আব্বার চিকিৎষায় খুব একটা অবদার রাখতে পারিনাই, কিন্তু আমি পরিবারের বড় ছেলে, আমার কাছে উনাদের অনেক প্রত্যাশা। আমি বর্তমানে চাকুরির পাশা-পাশি একটা ওয়েব ডেভেলপমেন্ট এর ও কাজ করি পাশা-পাশি ডেডিকেটডে সার্ভার উইথ ডোম্ইন হোষ্টিং ও সেল করি। কেহ যদি আমার এই সেবা গ্রহন করেন, তাহলে আমি খুব উপকৃত হব। দয়া করে কেহ বিষয়টিকে অন্যভাবে দেখবেন না। নেহায়েৎ বিপদে পড়ে সামুতে পোস্ট দিতে বাধ্য হলাম।
আমাদের সেবা সমূহঃ

১. ই-কর্মাস সাইট মেকিং।
২. মোষ্ট পপুলার এসইও।
৩. টার্গেটেড কাষ্টমার বেসড মার্কেটিং।
৪. বিসনেস এন্ড রেসপনসিভ ওয়েবসাইট ফর গ্রুপ অব কোম্পানীজ, আরএমজি কোম্পানী, কম্পোজিট নিটিং কোম্পানী, বায়িং হাউড উইথ এসইও ফর সার্স ইন্জিন অপটিমাইজেশন এন্ড সার্স রেঙ্কিং।
৫. ডেডিকেটেড এন্ড ফাষ্ট সার্ভার বেজড হোস্টিং উইথ লো-রেটেড ডোমেইন।
৬. কমপ্লিট এসইও প্যাকেজ।
৭. আপওয়ার্ক (পূর্বনামঃ ওডেস্ক) এ কেহ যদি ঘরে বসে আয় করতে চান, তবে আমার সাথে যোগাযোগ করতে পারেন। সকল প্রক্রিয়া সম্পন্ন করে আপনাকে কাজ পাইয়ে দেয়াসহ, দ্বায়িত্ব সহকারে কাজ শিখিয়ে দেব।

আমার কোম্পানীর ওয়েব এড্রেস : http://icthost.net/, বিস্তারিত জানতে ফোন করুনঃ মাহমুদ- ০১৯১৯০৩৯৮২৯।


মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:১৬

নাবিক সিনবাদ বলেছেন: ভালো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.