নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মারুফ: শুধুই দেখি

শুধুই দেখি...

মারুফ হায়দার নিপু

শুধুই দেখি...

মারুফ হায়দার নিপু › বিস্তারিত পোস্টঃ

ভিআইপি-২৭ নং বাস সার্ভিস (গাজীপুর চৌরাস্তা টু নিউমার্কেট-আজিমপুর)

০১ লা সেপ্টেম্বর, ২০১০ সকাল ১১:৩৬



গাজীপুর থেকে সরাসরি আজিমপুর আসতে সবচে' কমদামী লক্কর-ঝক্কর মার্কা বাস সার্ভিস এটা। তারপরেও কমখরচে নিউমার্কেট বা নীলক্ষেত যাওয়ার জন্য এটাই আমার কাছে ফেভারিট ট্রান্সপোর্ট সার্ভিস। গাজীপুর-টু-আজিমপুরের ভাড়া এখন আছে ৩০টাকা। এরা সিটিং সার্ভিস নামে বাস চালায়।



অন্যদিকে, কাউন্টারওয়ালারা গাজীপুরথেকে মহাখালীরই ভাড়া নেয় ৩০টাকা, কারণ, তাদের টিকেট সিস্টেম, শুধু কাউন্টারেই দাড়াবে ও রাস্তা থেকে লোক তুলবে না, বাসগুলো নতুন, আরামদায়ক। মাঝে মাঝে রাস্তায় নামলে মনে হয়, আদমশুমারিওয়ালারা ঠিকমতো কাজ করে কী না। জনসংখ্যা উনারা বলেন ১৫কোটি, আমার বিশ্বাস হয় না, মনে হয় ১৮কোটি তো মিনিমাম হইয়াই গেছে, ১৯কোটিও হইতে পারে। এতো ভীড়! এতো লোক! তাই দেখা যায়, বাসের প্রথম দুই কাউন্টারেই লোক উঠে বাস ফিলাপ, পরে প্রতি কাউন্টারে লোকজন আরে উঠার ফলে, মানুষ দাড়ায়ে ঠাসা-ঠাসি করে কোনমতে জানটা নিয়ে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতেছে।

কিন্তু, বাংলাদেশে এখন মানুষের কাছে অনেক টাকা আছে মনে হয়।

কোনো কোনো মধ্যবিত্ত প্রাইভেট গাড়ি-সিএনজি নিয়ে চলতে পারলেও, এখনো অনেকেই আছেন যাদের বাস বা পাবলিক ট্রান্সপোর্ট ছাড়া উপায় নেই। তারা সবাই মনে হয় কাউন্টার বাসেই যাতায়াত করেন।



এতো কষ্টের চেয়ে আমি তাই এই ভিআইপি-২৭ নং মৃদু লোকাল সিটিং বাসেই উঠে ঢাকার দিকে কম্যুট করি। এরা বাস ফুল সিটিং আর মোটামুটি ৫/৬ জনা দাড়ায়া থাকলে প্রতিটা স্টপেজেই থামায় না।(আর, কাউন্টারওয়ালারা থামাইবোই। আর শালারা থামায়া আবার সাইন নিবো কাউন্টারের স্টাফের) বাসগুলা ছোট-খাটো জ্যাম-জুম সহজে পার হয়া যায়। আর, সবচে' বড় কথা লোকজন দাড়ায়া থাকলে অন্তত: কন্ডাকটরকে দুইটা গালিতো দেয়া যায়, 'বেটা সিটিং সার্ভিস চালাও, আবোর দাড়া করায়া লুক নেও কেলা!'



শুভ জার্নি!



মন্তব্য ১৫ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০১ লা সেপ্টেম্বর, ২০১০ সকাল ১১:৫৯

অজান্তা ইলোরা বলেছেন: ভাইজান কি ভিআপি সার্ভিস ইজারা নিচ্ছেন নাকি ??

০২ রা সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:০৫

মারুফ হায়দার নিপু বলেছেন: =p~

২| ০১ লা সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:০২

সাঈফ শেরিফ বলেছেন: দেশে ফিরতে ইচ্ছা করেনা এসব শুনলে, পড়লে।

০২ রা সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:০৬

মারুফ হায়দার নিপু বলেছেন: যদ্দিন পসিবল বাইরে থাকেন।

৩| ০১ লা সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:৩০

শূণ্য উপত্যকা বলেছেন: গাজীপুর চৌরাস্থা থেকে নিউমার্কেট আসতে কতক্ষন লাগে?

০২ রা সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:০৬

মারুফ হায়দার নিপু বলেছেন: মিনিমাম-১০০মিনিট
ম্যাক্সিমাম : :)

৪| ০১ লা সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৩:৪৩

কুচ্ছিত হাঁসের ছানা বলেছেন: ভাই, ২৭ নম্বর ব্যাপক লাগে আমারো। আইইউটি তে পড়ার সময় এই ২৭ ছিল বিপদের বন্ধু, রাইত ১২টার সময়ও বুয়েটের হল থেকে আড্ডা শেষে আইইউটিতে ফিরতে পারতাম এই ২৭ নম্বরের জন্য।

হল থেকে আইসা পড়নের পরে এখন অবশ্য ২৭ এ চড়া খুব একটা হয় না। :(

০২ রা সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:০৭

মারুফ হায়দার নিপু বলেছেন:
:)

৫| ০১ লা সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৩:৪৬

কুচ্ছিত হাঁসের ছানা বলেছেন: ভাই, নিজের লেখা নিজেই প্রিয়তে নিয়া লাভ কি?

০২ রা সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:০৮

মারুফ হায়দার নিপু বলেছেন:
নিজের ঢোল নিজেরেই বাজানো উচিত।
অন্যে হয়ত ঠিক মতোন বাজাইবো না।
অথবা, ঢোল ফাটায়া ফেলাইবো! ;)

৬| ০১ লা সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৫:৩৩

সাইকাস বলেছেন: সুচনা বা অনিক, এদের থেকে ২৭ অনেক অনেক ভাল।

০২ রা সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:১১

মারুফ হায়দার নিপু বলেছেন:
ঠিক বলেছেন, কাউন্টারের স্টাফের সাইন নিতে গিয়ে যখন দেরি করে তখন খুবই বিরক্ত লাগে।

৭| ০২ রা সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:০৯

মারুফ হায়দার নিপু বলেছেন:
সাম্প্রতিক যারা ব্লগ দেখেছেন
* িরয়াজ নীরব
* শুভ্র নামের ছেলে
* |জনারন্যে নিসংঙগ পথিক|
* তুষার আবরার
* শূণ্য উপত্যকা
* সার্থক
* সাইকাস
* জাকিরুল্‌লাহ
* কুচ্ছিত হাঁসের ছানা
* ক্যান্ডি
* কালীদাস
* সাইফ আসরার
* ইন্ঞ্জিনিয়ার
* অবসরে একাকী
* আরফার
* প্লাস_মাইনাস
* জহুরুইসলাম স্ট্রীম
* আবু জাফর সাদিক
* মেহেদী_বিএনসিসি
* সাঈফ শেরিফ

৮| ০৬ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৪:৫৪

রাষ্ট্রপ্রধান বলেছেন: ভিআইপি-২৭ নং বাস সার্ভিস আমার কাছে Best মনে হয়।

৯| ০৬ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:১৫

মারুফ হায়দার নিপু বলেছেন: এখন ভাড়া ৬০ টাকা!

১০| ০৬ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:১৬

মারুফ হায়দার নিপু বলেছেন: আর এরা গেইটলক সার্ভিস চালু করছে ভাড়া ৮০ বোধ হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.