| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশ এমনেতেই প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ হিসেবে ভুগলিক অঞ্চলে অবস্থিত, তার উপর প্রাকৃতিক দুর্যোগকে উস্কিয়ে দেওয়ার জন্য তৈরি করা হচ্ছে হাজার হাজার কোটি টাকা ব্যয়ে "রামপাল কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র" এবং এখানেই শেষ নয়, বাংলাদেশকে ধ্বংস করার জন্য আরো তৈরি করা হচ্ছে "রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র" যেখানে কিনা উন্নত পরমানু শক্তিধর দেশগুলো এগুলো বন্ধ করে দিয়েছে এবং দিচ্ছে আর যেখানে বাংলাদেশে প্রতিবছর ছোটখাটো দুই একটা ভূমিকম্প নাড়া দিয়ে সতর্ক করছে, কিন্তু কে শুনে কার কথা, যেখানে প্রতিবছরই ঘটছে মানবসৃষ্ট দুর্ঘটনা এবং প্রতিবছরই মারা যাচ্ছে হাজার হাজার মানুষ, যেখানে বাংলাদেশের প্রায় ৮০% এর বেশি বিল্ডিং তৈরি হচ্ছে বিল্ডিং কোড না মেনে, যেখানে উচ্চতর বহুতল ভবনের সংখ্যা দিন দিন পাল্লা দিয়ে বাড়ছে সেখানে সামান্য আট(৮) তলা ভবনধসের থেকে মানুষদের উদ্ধার করতে এতো বেগ পেতে হচ্ছে, তাহলে ভূমিকম্প বা বড় কোন প্রাকৃতিক দুর্যোগ হলে কি হবে??
বাংলাদেশের বেশিরভাগ ভবনই সঠিক অবকাঠামো অনুযায়ী করা হয়না এবং হচ্ছে না, ভবিষ্যতে যেন এমনটা না হয় এইটা যেমন গুরত্তপূর্ণ তারচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো বাংলাদেশে আধুনিক সরঞ্জামে সমৃদ্ধশীল একটি "RESCUE TEAM(উদ্ধারকারী দল)" থাকা দরকার।
২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৮
বি হিউম্যান বলেছেন: ভাই সুন্দর ও সঠিক কথাটি বলেছেন, ধন্যবাদ আপনাকে, হুম......... উদ্ধার করে যদি সঠিক চিকিৎসা না পাওয়া যায়, তাহলেতো সমস্যাই বটে, তাই শুধু একটা ভালো ট্রমা সেন্টার নয়, কয়েকটা ভালো ট্রমা সেন্টার ও উন্নত চিকিৎসা সেবাদানকারী হাসপাতালও দরকার।
©somewhere in net ltd.
১|
২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:০১
ঢাকাবাসী বলেছেন: আগে ভিআইপি হেলিকপ্টার, প্লেন, ট্যাংক, জাহাজ কিনতে হবে, ঐসব ফালতু জিনিস পরে দেখা যাবে। জানেন দেশের রাজধানীতে একটা ভাল ট্রমা সেন্টার নেই!