নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাথার চুল চিড়তে মন চায়।

৭১৫০

ইচ্ছা থাকবে মেডিকেল লাইফ এ যা কিছু ভালো লাগে, যা কিছু আপনাদের সাথে শেয়ার করা সম্ভব তা লেখা।

৭১৫০ › বিস্তারিত পোস্টঃ

টক টক টকশো।

০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৩

গ্রামে থাকলে অনেকেই মোরগের কক কক কক্কো শুনে সকালে ঘুম থেকে উঠে থাকবেন। শহর বাসীদের সেই সুযোগ করে দিতেই মনে হয়- টকশো গুলোর আগমন। টিভি চ্যানেল গুলিতে টকর টকর শুনিতে থাকলেই আপনি বুঝে যাবেন-যে সন্ধ্যা হয়েছে। সেই সব টকশো গুলিতে অতিথি নির্বাচন করা যেমন কঠিন কাজ-তার চেয়েও বেশি কঠিন হল দর্শকদের পক্ষে সঠিক টকশো নির্বাচন করা।

মোটামুটি সুট টাই পড়তে পারেন-আর সামান্য কফির উপরে(উপর থেকে যা মনে হয়-টেবিলে খালি কফিই থাকে,আমাদের তথ্যমন্ত্রীকে যখন জিজ্ঞেস করা হয় আপনি প্রধানমন্ত্রীর সাথে কী আলাপ করলেন, উনি উত্তরে প্রথমে বলেন-আমি বেশ মজাদার কফি খেলাম) ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারেন তিনিই যথেষ্ট। আর যদি সঞ্চালকের শরীর পালোয়ান টাইপের হয়ে থাকে, তবে আনতে পারেন দুই দলের ঢোল বাদকদের।

এখন দর্শকদের পালা। কিছুদিন আগে প্রথম আলোর রস আলোতে একটা কার্টুন এসেছিল এভাবে যে-সেই বিখ্যাত দর্শক টকশো গুলো সাউন্ড বন্ধ করে দেখেন-শুধুমাত্র এরশাদের প্রেস ব্রিফিং বাদে। কেননা প্রতিদিন টকশো গুলিতে একই কথা হয়-ডিগবাজী চাচা বাদে। উনি প্রতিদিন নতুন কথা বলেন। বিটিভি বাদে মোটামুটি সব চ্যানেলের টকশো গুলিই দেখার যোগ্য। আমার ব্যক্তিগত পছন্দ হল ইন্ডিপেন্ডেন্ট টিভির আজকের বাংলাদেশ, আর টিভি আর এফ আল গোল টেবিল, চ্যানেল আই এর ১টার টকশো তৃতীয় মাত্রা।

বাছাইয়ের ক্ষেত্রে মুল বিষয় হলো আপনি কোন দলীয়-আপনি যদি সরকার দলীয় হোন তবে-টক শো আপনার কাছে টক ই লাগবে, সেটা কখনোই মিষ্টি হবে না। আর আপনি যদি বিরোধী দলীয় হোন তবে আপনারো দেখা উচিত হবে না-কেননা এত এত ইস্যু থাকা সত্ত্বেও এই টক কখনোই ঝালে পরিনত হবে না-তদুপরি সরকারের পানি খেতেও হবে না। টকশো হইলো মুলত আপামর জনসাধারনের জন্য-যাহারা টকশো দেখিতে চোখের পাতা এক না করিয়া ভাবিবেন-আহা আহা এই বিজ্ঞ ব্যাক্তিরা দেশ নিয়েয়া যেন কতই না ভাবিতেছেন। ইহা অনেকটা হিন্দি সিরিয়ালের মত-চোখ বন্ধ করে আপনি বলে দিতে পারবেন তারা কী বলবেন। আর এগুলি শুনে আপনি আবার পরের দিন চায়ের দোকান গরম করবেন-দাড়ান দাড়ান একটা তথ্য দেই বলিয়া নিজেকে জ্ঞানী জাহির করিবেন। ঠিক আপনার বউ হিন্দী সিরিয়াল দেখিয়া তাহা পাশের মিসকৃত ভাবিকে বলিতে উসখুস করিতে থাকেন । মজার কথা চ্যানলেই আইয়ের টকশো কিন্তু স্কোর বোর্ডের ও ব্যবস্থা করেছে।

ওই মিয়া চুপ থাকেন। টকশোর সুবিধা তুলিয়া আপনি চায়ের দোকান কাপাইতেছেন-দেশ ও দশের কথা জানিতেছেন, আর কী চান? আপনি কী চান ইহা দেশ পরিবর্তন করবে-ঘুমান গিয়া। আরে যারা বলে তারাই তো চায় না। আপনি জানেন এখন এই দেশে টকার দের দাম কত? দেশ শান্তিতে থাকিলে ইহাদের দাম কে দিবে? সো ঘুমান গিয়া। আপনি তো হলেন গিয়া দুধভাত দর্শক।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩০

লিন্কল্ন বলেছেন: টকশো কে সব চেয়ে বেশি টাকা পায়।আরাফাত,পিয়াস করিম, এরা মনে হয় বেশি পায়।এদের রেট কত করে।

২| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩০

৭১৫০ বলেছেন: কুন আইডিয়া নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.