নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাথার চুল চিড়তে মন চায়।

৭১৫০

ইচ্ছা থাকবে মেডিকেল লাইফ এ যা কিছু ভালো লাগে, যা কিছু আপনাদের সাথে শেয়ার করা সম্ভব তা লেখা।

৭১৫০ › বিস্তারিত পোস্টঃ

“বাজিছে যুদ্ধের দামামা”

১৮ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৮

শিরোনাম দেখে ভুল বঝবেন না। ইহা বর্তমান সরকারের বিরুদ্ধে যুদ্ধ নয়, নয় কোন ভোটযুদ্ধ। দ্বিতীয় মুক্তিযুদ্ধ তো নয়ই। এ যুদ্ধ আমার আপনার সবার। আপনি প্রধানমন্ত্রী হন-কিংবা পাড়ার সেই মেসোমশাই হন না কেন! এ যুদ্ধ আপনাকে করতেই হবে। পাড়ুজ্য মুখুজ্য কেউ বাদ পড়বেনা-বুঝছ। গোসল তোমায় করতেই হবে প্যালারাম। তা এই শীতে গোসল করবা কেমনে? যুদ্ধে তো নামা লাগছেই দেখচি।

তো বাজুক যুদ্ধের দামামা। মরদেরা নাকি ঠান্ডা পানিতে গোসল করে। তো সেক্ষেত্রে সেই গরম পানি ওয়ালারা আগেই হার মেনে বসে আছে। তা রইল কারা? আমার আপনার মত যারা পানি গরম করবার কষ্ট করতেও রাজী নই, আবার শরীরেরে করি বড়ই আদর।

প্রস্তুত হন। মানসিক প্রস্তুতিই প্রধান। জীবনে অনেক বাধা আপনি পেরিয়েছেন। কত কষ্ট সহ্য করেছেন। আজো পারবেন। মনে মনে থিম সং সিলেক্ট করে নিন। আমার ব্যক্তিগত পছন্দ-“যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে” “কই হামছে জিত না পাবে, চালে চালো”(লগান সিনেমার বিখ্যাত গান)।

গানের প্রসঙ্গ যখন আসলো, আরেকটা মজার ঘটনা বলি- একদিন আমার এক ব্যচমেট “আমার আছে জল” গাইতে গাইতে সম্ভাব্য মুত্র বিসর্জন করতে যাচ্ছে-আমি চট করে বুদ্ধি করে আরো টান দিয়ে “আমার আছে মল” গাইতে গাইতে সেই বাথরুম দখল করে নিলাম। সেই বেচারার মুখ দেখার সৌভাগ্য সেই মুহুর্তে আমার হয়নি।

অনেকে আবার হাতে সরিষার তেল মাখতে মাখতে যান, যেতে পারেন। তবে তাহা অনর্থক। তবে আমার মত রুমমেট থাকলে তাহার অর্থ যে কী বের হবে-বুঝে নিবেন। এবারে পানি প্রসঙ্গ, প্রথমে হুশ হাস করে ঝরনাতে বসবেন না। কিছুক্ষন পানি যেতে দিন। পাইপের পানি ঠান্ডা থাকে। ট্যাংকির পানি আসতে দিন। টিউবওয়েল হলে কিচ্ছুক্ষন চেপে নিন। তারপরে আসল যুদ্ধ। এক্ষেত্রে আমার পছন্দের দুটি গান হল “চল, চল, চল, উদ্ধগগনে বাজে বাদল” কিংবা “যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলরে” বলিতে বলিতে আপনি পানির সম্মুখে নিজেকে বিসর্জন দিতে পারেন। এক্ষেত্রে আপনি হিন্দী গান খুজে থাকলে হাবিব(আমার পাশের রুমেই থাকে) এর কাছে যেতে পারেন।

টানা পানির স্রোত বেশ ঠান্ডাকর। সেক্ষেত্রে যথাসম্ভব হাতের ব্যায়ামের মাধ্যমে আপনি পানিকে আপনার শরীরে সরাসরি আঘাত হতে দূরে রাখতে পারেন, আবার ক্রমাগত লাফের মাধ্যমে নিউটনের তৃতীয় সূত্র পর্‍্যালোচনা করতে পারেন। যুদ্ধ শেষ। তারপরের কাজ আপনি প্রতিদিনই করেন।

তো বাজতে থাকুক এই তীব্র শীতে যুদ্ধের দামামা। গোসলের জন্য হাহাকার চলুক। গোসল করে বীরদর্পে হাটা চলতে থাকুক। “ডি-লা-গ্র্যান্ডি মেফিস্টোফিলিস। ইয়াক ইয়াক”।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৫

বেলা শেষে বলেছেন: “চল, চল, চল, উদ্ধগগনে বাজে বাদল”
yes we have to do.

২| ১৯ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৪

৭১৫০ বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.