![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই দেখো আমার চুল এখন কোমর প্রর্যন্ত, নিপার হাসিখুশি মুখ,
কেটে ফেলি ? ঘন লম্বা চুলে খুব গরম, এত বড় চুলের...
নিবিড়ের সবটুকু কথা শোনা হয় না তার আগেই ঝগড়া শুরু হয়,
আমি কিছু আশা করলেই তো তোমার তাই নিয়ে প্রব্লেম শুরু হয়, চুল রাখলে কি হয় ?? যাও কাট চুল, চুল কেটে একতারা হাতে নিয়ে বৈরাগী হও ।
রাগ কর কেন আমি ত দুষ্টুমি করলাম, কাটব না চুল, এত বড় চুল দিয়ে কি করবি তুই?? ঝগড়া আর দুষ্টুমিতে দুজনেরই তুই তুকারি শুরু হয় ।
কি করব দেখবি ?? নিপা বলে না না প্লিজ,
নিবিড় চোখ বন্ধ করে নিপার চুল গুলো দুই হাতে নিয়ে নিজের নাকে-মুখে চেপে ধরে,
চুলগুলোর নিজেদের একটা অনুভূতি তৈরি হয়,
নিপা ছটফট করে,
হঠাৎ একটু ঠান্ডা বাতাস শুরু হয়
নিবির নিপার চুলহাতে চুপচাপ বসে থাকে ।
১৩ ই জুলাই, ২০১৩ সকাল ৮:৪৩
রাতের মারুফ বলেছেন:
২| ১৩ ই জুলাই, ২০১৩ সকাল ৭:৩১
মাহবু১৫৪ বলেছেন: চল কেটেই দিলেন???
এরপর কি হল?
১৩ ই জুলাই, ২০১৩ সকাল ৮:৪৪
রাতের মারুফ বলেছেন: আপাতত বলা যাচ্ছে না
৩| ১৩ ই জুলাই, ২০১৩ সকাল ৭:৪৬
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: মাহবু১৫৪ বলেছেন: চল কেটেই দিলেন???
এরপর কি হল?
১৩ ই জুলাই, ২০১৩ সকাল ৮:৪৫
রাতের মারুফ বলেছেন: দুজনেরই অনন্তকাল বসে থাকার স্মভাবনা আছে তাই বলা যাচ্ছে না ।
©somewhere in net ltd.
১|
১৩ ই জুলাই, ২০১৩ সকাল ৭:১৩
ভিটামিন সি বলেছেন: ওরে বাপুস রে। আমি তো নাই হয়ে গেলাম। বউয়ের চুলের যন্ত্রণায় আমিও অস্থির। ৫ ফুট মানুষের ২দি ৩.৫ ফুট লম্বা চুল হয় তাহলে কি তার স্বামী নাই/অস্থির হবে না বলেন???