নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মারুফের ব্লগ

রাতের মারুফ

আমি নিশাচরফেসবুকে-https://www.facebook.com/maruf954

রাতের মারুফ › বিস্তারিত পোস্টঃ

মহাশয়ের জ্ঞান!!!!!! - ৪

১০ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৩৮

সহসা মহাশয় বলিলেন,

হাঁটিতে হাঁটিতে বড়ই ক্ষুধা পাইয়াছে, দেখ তো কিছু কিনিতে পার কিনা এই নাও টাকা, আমি ব্যাতিব্যাস্ত হইয়া বলিলাম মহাশয় টাকা লাগিবে না, আমার নিকট আছে ।

খুজিয়া এক কেজি আপেল কিনিয়া তাহার হাতে দিতেই তিনি বলিলেন " তুমি কি আমাকে অধিক দিন বাঁচিয়া থাকিতে দিতে চাও না" ? আমি হতচকিত হইয়া বলিলাম কেন মহাশয় ইহা কেন বলিলেন? তিনি বলিলেন সকল ফলমূলেই ফরমালিন ইহা কেন কিনিয়াছ যাও ফেরত দিয়া আস ফরমালিন বিষ । ফল ফেরত দিতে গেলে দোকানদার গা জ্বালা করা হাঁসি দিয়া বলিল বিক্রিত মাল ফেরত দিয়াম না । অগত্যা আমি আরো এক কেজি আপেল কিনিয়া মহাশয়ের নিকট ফিরিয়া আসিলাম, তিনি রাগ হইয়া বলিলেন মুর্খ ফেরত দিতে বলিলাম আবার আরো এক কেজি কিনিলে কেন? আমি বলিলাম মহাশয় প্রথম এক কেজি শেষ করিবেন উহাতে বিষ, ইহার পরে পরের এক কেজি শেষ করিবেন ইহাতেও বিষ,সর্বশেষে

যাহা হইবে তাহা হইল বিষে বিষক্ষয় ।

মহাশয় আমার দিকে চাহিয়া বলিলেন

"তোমার জীবন বৃথা"

আমি বরাবরের মত এইবারও নতমস্তকে তাহা মানিয়া লইলাম ।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১০ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৪১

নুসরাতসুলতানা বলেছেন: পড়তে মজাই লাগলো। লেখায় ++

১০ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৪৭

রাতের মারুফ বলেছেন: থেঙ্কু

২| ১০ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৫৩

খেয়া ঘাট বলেছেন: চমৎকার। অনেক ভালো লাগলো।
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
একগুচ্ছ প্লাস

১০ ই আগস্ট, ২০১৩ রাত ৯:০৫

রাতের মারুফ বলেছেন: :#) :#) :#)

৩| ৩০ শে আগস্ট, ২০১৩ রাত ১২:০৬

বটের ফল বলেছেন: একগুচ্ছ প্লাস।
++++++++++++++++

এরকম মজার লেখায় এত কম মন্তব্য!!!!!!!!


আশা করি সিরিজটি চালিয়ে যাবেন।

৩০ শে আগস্ট, ২০১৩ সকাল ৯:২৮

রাতের মারুফ বলেছেন: চেষ্টা করব ভাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.