নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মারুফের ব্লগ

রাতের মারুফ

আমি নিশাচরফেসবুকে-https://www.facebook.com/maruf954

রাতের মারুফ › বিস্তারিত পোস্টঃ

মহাশয়ের জ্ঞান!!!!!! - ৬

১৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৩১

ঘুরিতে বাহির হইলে সর্বদাই মহাশয়ের মেজাজ ভাল থাকে আজো তাহার ব্যাতিক্রম হইল না, হঠাৎ আকাশে প্লেন উড়িয়া যাইতে দেখিয়া তিনি উদাস মনে কহিলেন পাখি হইয়া আকাশে উড়িবার শখ তো পূরণ হইবার নয়, তবে অন্তত যদি একবার বিমান ভ্রমন করিতে পারিতাম তাহা হইলেও মনকে বুঝাইতে পারিতাম যে একবার আকাশে উড়িয়াছি । আমি বলিলাম মহাশয় আমি আপনার এই শখখানা পূরণ করিতে চাই যদিও আমার আর্থিক অবস্থা সুবিধার নয় ।

মহাশয় আহ্লাদিত হইয়া বলিলেন এতে অনেক টাকার ব্যাপার তোমার দ্বারা কি রুপে ইহা সম্পাদিত হইবে ?

আমি বলিলাম মহাশয় পৃথিবীতে এমন কিছু আশ্চর্য জিনিস রহিয়াছে যাহার মাধ্যমে খুবই অল্প টাকার ইহা সম্পাদন করা সম্ভব ,

মহাশয় বলিলেন তাহা কি রুপে ?

আমি বলিলাম মহাশয় গঞ্জিকা, ইহা সেবনে আপনি খুবি অল্প সময়ে উড়াউড়ি আর ভাসাভাসি শুরু করিতে পারিবেন । পরিমানের উপর নির্ভর করিবে যে আপনি কতক্ষন ভাসিয়া থাকিতে বা উড়িয়া যাইতে যান আরো সুবিধা হইল যে ভাসাভাসির সহিত যদি ডুবিয়া সমুদ্রে হাবুডুবু খাইতে চান তবে তাহাও পারিবেন ।

মহাশয় কটমট করিয়া আমার দিকে চাহিয়া কহিলেন তোমার জীবন বৃথা,

আমি নতমস্তকে তাহা মানিয়া লইলাম ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.